পনেরো অক্টোবরের কবিতাঃ খেলা-১

চোখের মধ্যে শোক, নখের ভেতর পাপ
স্মৃতির তোরঙ উজাড় করা
অস্বচ্ছ সংলাপ

কিশোর কালের ভুল,উজান নদীর স্বাদ
চোখের প্রেমে চোখ পড়েছে
এই তো অপরাধ

স্কার্ফে তোলা ফুল, ফুলের বুকে কীট
সে কী করে জানবে কেমন
দেয়াল তোলার ইট

ইটে গড়া দেয়াল তুলে মধ্যে ব্যাবধান
দুপাশে দুই বন্দী মানুষ
এই তো তিনি চান

তিনি চান এই ভুল,তিনিই চান এই জল
তিনি যা চান তাতেই জানি
সব রকম মঙ্গল

খানিকটা প্রেম ভালো,খানিকটা ভঙ্গুর
এবার ভাবি পালিয়ে যাবো
সবার থেকে দূর

লালচে হওয়া চোখ, কপাল ভরা জ্বর
দূরের থেকেই হাসেন তিনি
একরোখা ঈশ্বর

১,৪৭৮ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “পনেরো অক্টোবরের কবিতাঃ খেলা-১”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    কিশোর কালের ভুল,উজান নদীর স্বাদ
    চোখের প্রেমে চোখ পড়েছে
    এই তো অপরাধ

    লালচে হওয়া চোখ, কপাল ভরা জ্বর
    দূরের থেকেই হাসেন তিনি
    একরোখা ঈশ্বর

    দারুন ! দারুন !
    :clap: :clap:

    জবাব দিন
  2. খায়রুল আহসান (৬৭-৭৩)

    শাহরিয়ার, তোমার এ অনবদ্য কবিতাটি পড়ে আমি মুগ্ধ, অভিভূত। বুকের ভেতরের গভীর অনুভূতিগুলো তুমি খুব সাবলীলভাবে বলে গেছ, যা শুনে পাঠক হৃদয় ভারাক্রান্ত হয়, নিজেদেরই একটা কবিতা লিখে ফেলতে ইচ্ছে হয়।
    কবিতার উপরের ছবিটা ঠিক কী বোঝাচ্ছে?

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।