কিছুদিন একা থাকো,এই ভালো;
নিজস্ব বৃত্তের কেন্দ্রে-প্রেমহীন মূর্খতায়
শীতল অনিমেষ দুঃখের মধ্যে নির্বাপিত হোক সকল প্রেমাগ্নি
তাতে ডুবে যেতে থাকুক তেজস্ক্রীয় সন্দেহ, তোমার অবিশ্বাস
তুমি একা থাকো, নীরব থাকো অথবা মুখরাও হতে পারো
নিতান্ত নিন্দা-স্তবে, আমাকে ঘৃণা বাক্য-ভর্ৎসনায়
পুরোনো মলাটে, তোমার স্ব-স্বীকৃত মিথ্যে স্বর্গে
যেখানে তোমাকে বিউটি পার্লারে ছুটতে হয় পেডিকিউরের জন্য,
সৌন্দর্যবর্ধক ভিটামিন আর ঢেউহীন ঝরঝরে চুলে খুঁজতে হয়
লোকের চোখের ঝলক, বালিকার আফসোস,
যারা তোমার তুমিতে সন্তুষ্ট নয়,তোমাকে বদলে যেতে হয় যাদের জন্য
তুমি তাদের নিয়ে হেসে আসো
কিছুদিন দ্বিপাক্ষিক রসিকতায়-যায়েফীয় স্বপ্নে
তাদের নিয়ে তুমি একা থাকো কিছুদিন।
আর তাছাড়া দুঃখ না হলে আমিও কবিতা লিখতে পারি না!
বুঝলাম সমস্যা যাচ্ছে কিছু একটা...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:boss:
মুক্তি হোক আলোয় আলোয়...
পাহাড়ী কষ্ট নাকি ? 🙂 অনেকদিন পরে দেখলাম তোরে।
কিবা আছিস ?
"আর তাছাড়া দুঃখ না হলে আমিও কবিতা লিখতে পারি না" - কথাটা বোধহয় সব কবির ক্ষেত্রেই কমবেশী প্রযোজ্য।