বুড়িঘাট ঝুড়ি থেকে এইসব দৃশ্য

1421094_10202277252477746_38492428_o

বুনো মেঘ উড়ে যায় পাহাড়ের আড়ালে
দুর্নাম বেড়ে যায় লুকোচুরি চাঁদনীর
মশারীর খাঁচা খুলে দরোজায় দাড়ালে
তন্দ্রায় দুই চোখ বুঁজে যেন আধ নীড়।

শেষ রাতে ভাঙে ঘুম, চাঁপাফুল উঠোনে
কার্পেট দুর্বা ও ঘাসদল মাড়িয়ে
ধীর পায়ে হেটে হেটে শিউলিকে মুঠো নেয়
তারপর পাহাড়ের প্রান্তে দাঁড়িয়ে–

চাঁদ ডাকে আয় আয়, অদ্ভুত উজ্জ্বল
এ্যালুমিনিয়াম মাখা চমকিত ধুধু মাঠ
যতদূর চোখ যায় থৈ থৈ ভরা জল
কাপ্তাই কোলে সেই স্মৃতিময় বুড়িঘাট!

1004659_10202252653782794_1055792478_n

1410727_10202259874163299_1544733218_o(1)

১০ টি মন্তব্য : “বুড়িঘাট ঝুড়ি থেকে এইসব দৃশ্য”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ওহ, নো!!!
    বুড়িঘাট গিয়েছি তো?
    নানিয়ারচরে না?
    আশরাফ থাকতেই তো গেলাম।
    আমি আর আমার মেজমেয়ে আরিয়ানা গিয়েছিলাম তো...
    তাই তো নামটা খুব পরিচিত লাগছিল.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।