আঠারো জুনের কবিতা

images

আজকে তোমার জন্মদিনে মনে পড়ে নৌকাভ্রমণ-
মনে পড়ে ধবলবিলের কাঁচের মতো মেঘলা আকাশ?
মেঘ মাখা নীল,নিঝুম দুপুর-
আমরা ছোঁয়াই সবুজ আঁধার নির্জনতার চক্রবালে
আমরা ছোঁয়াই শীতল আঙুল পরস্পরের অচিন গালে
কলমী ফুলের ছায়ায় হঠাৎ খলসে মাছের চোখ রাঙানী
মনে পড়ে সেই যে তোমার চোখের ভেতর আয়নাখানি?
চিরটাকাল আকাশবিহীন হঠাৎ সেদিন ধবলবিলে
রূপশ্রাবণের একলা আকাশ ছাউনি হলো বিলীন নীলে
কাঠপেন্সিল,নীলের গুড়ো ছড়িয়ে তোমার লাল কাগজে
জাদুকরের রঙিন রুমাল লুকিয়ে ফেলে খোঁপার ভাজে
মনে পড়ে মিথ্যে গল্প লেখা সেসব খাতার চিঠি?
তোমার ফুলেল রাত্রিবাসে অন্ধ একা মৌমাছিটি
ফাঁকা ক্লাসই যাদের কাছে সুগন্ধীময় রাবার বাগান
কিংবা মুঠোফোনে শোনা “প্রথম সকাল” হওয়ার সে গান
মিথ্যেবাদী হাওয়ার টানে আজকে আবার স্মৃতির ধূলো
উড়ে এসে সিড়ির কাছে যেই না আমার হৃদয় ছু’লো
ভাঙলো আমার হৃদয় ও কাঁচ,ছিঁড়লো তোমার চুলের ফিতা
নষ্ট হলো বৃষ্টি দিনে আমার লেখা এই কবিতা।

১,০০৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “আঠারো জুনের কবিতা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।