ম্যাজিক দৃশ্য

11479530014_cf186a4c8a_b

তিনটি পাখি ডাইনে গেলো, চারটে পাখি বাঁয়ে
আর কে দিলো নুনের ছিটা কাটার ওপর ঘাঁয়ে?
চালের চেয়েও সস্তা আটা, নুন ও তেলের চেয়ে
ম্যজিক দৃশ্যে বদলে যাচ্ছো, বুঝতে পারো মেয়ে?
নুন আনতে পানা ফুরায়,পান্তা আনতে তেল
পথের পাশে কুড়িয়ে পাওয়া লাল রঙা ককটেল
দশম শ্রেণীর শেকল তোলে র‍্যাটম খাওয়া কনে
চারটে আঙুল উড়ে গেলো হঠাৎ বিস্ফোরণে
তিনটি আঙুল উড়ে গেলো প্রিয় পাখির মতো
ডান ও বায়ের পাখিগুলোও ঘুরছে অবিরত

১,১০২ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “ম্যাজিক দৃশ্য”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অনেকদিন পর তোমার কবিতা পাওয়া গেলো।যথারীতি ভিন্নস্বাদ, নতুন আমেজ।
    কিছু বানানঃ
    কাঁটার চন্দ্রবিন্দুটা ঘায়ের উপর গিয়ে বসেছে।
    'নুন ও' না হয়ে 'নুনও' হবে কি?
    নুন আনতে পান্তা ফুরোবে কি?
    ডান ও 'বাঁয়ের'।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।