তোমার নদী’য় ডুব সাতারে
ক্লান্ত আমার এ মন দেহ
“খুব গোপনে বাড়ছে যে জল”
মনের মধ্যে এ সন্দেহ-
আমায় আরও ক্লান্ত করে
তখন ভাসি তোমার সাথে
আরও বেশী বাড়লে বিরোধ
চোখ বুঁজে রই প্রার্থনাতে!
তখন বোকা ঈশ্বরেরা
আমায় বলে,”সন্ত কবি,
ঘরের মধ্যে প্রার্থনা ঝুট
নষ্ট তোমার সাধন সবই!
গৃহত্যাগের লোভ দেখিয়ে
আমায় ডাকে জোৎস্না রাতে
আমি তখন প্রবল দ্বিধায়
চোখ বুঁজে রই প্রার্থনাতে!
সমস্ত দিক আধাঁর হলে
আবার তখন জলের টানে
হাত বাড়াতেই-হঠাৎ তুমি
মন্ত্র পড়ো আমার কানে!
নদী নাকি পশ্চিমে মুখ
কোনদিকে যে বিছাই চাদর
নীরব ধ্যানে প্রার্থনা ঘর
গৃহস্থ মন,কোমল আদর!
হে দয়াময়,আমায় দেখাও
কোন পথে যাই আমি এবার
সন্ন্যাসী মন গুহার টানে
নষ্ট আমার এ ডুবসাতার!