আজকে তোর ঘন ঘন নিঃশ্বাসে মনে পড়ে
রোদবেলার দিনগুলো।
মাঝদুপুর মেঘসাগর একলা চিল একলা চিল
দুই পাখায় ডুবসাতার,একলা চিল কোথায় যায়
মনে পড়ে রাতের পর রাত জেগে অপেক্ষা
ইয়াহুতে অনর্থক বসে থাকা
ফেসবুকে সুখ খোঁজা,নিদ্রাহীন মুখ খোঁজা-আপন মুখ
মনে পড়ে রূপকথার কঠিন শ্লোক
রাজকুমার,পঙ্খীরাজ,গোলপুকুর,কৌটাতে
কঠিন প্রাণ দৈত্যদের খুন করার মিথগুলো
পারদ হয়,আয়না হয় তাই আবার তাই আবার
একটিবার ফোন পাবার গোপন লোভ মনে মনে
ছিপ ফেলে তোর নদীয়
তবুও তুই চুপ থাকিস,কী ভীষণ অবহেলায়
চুপ থাকিস
তাইতো ভোর তোর গুমর দেখতে এসে ভুল করে
ভুল করে লাল সিদুঁর ছড়িয়ে দেয় কপালময়
সংসারী লোকটাকেও পথ দেখায় বিষন্ন সন্ন্যাসী
তোর উরুয় শ্বাস রাখার ইচ্ছেতে হরিণটা দৌড়ে যায়
দৌড়ে যায় এক নিমেষ,মুহুর্তেই চাঁদ উধাও।
৯ টি মন্তব্য : “আজকে তোর ঘন ঘন নিঃশ্বাসে মনে পড়ে”
মন্তব্য করুন
ভাল্লাগসে! :clap: আপনি কি ঢাকা???
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
ছিলাম কিছুদিন...এখন বাসায় চলে আসছি
!
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আগের চেয়ে দুর্বল...।। 🙁
এজন্যই লিখতে ভয় পাই...আগের মত যদি না হয়... 🙁
পরেরবার চেষ্টা করবো ভাইয়া...
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:thumbup: দ্যাটস দ্যা স্পিরিট অব ক্যাডেটস...।। তয় ভাই, আমার কাছে মনে হইসে বলেই কিন্তু দুর্বল ভাবতে হবে এমন না। আমি মাত্র একবার পড়ে বললাম। আর আমি কোন সাহিত্য বিশেষজ্ঞও নই। সুতরাং মন খারাপ না করে চালিয়ে যাও। (সম্পাদিত)
আবার পড়লাম। এইবার ভালো লাগলো। বেশ ভালো। অনেক ভালো। একটা রাত ভোর হবার গল্প। উপমাগুলো দারুণ।
অনেক ভাল লাগল :thumbup:
:thumbup:
খেয়া (২০০৬-২০১১)
শেষ লাইন দুটিতে তোমার কবিত্ব ফুটে উঠেছে ..লিখে যাও . 🙂