আমি চোখ বুজে যাকে খুঁজছি তার সাথী হোক প্রিয় অন্ধ
বুকে হাত রেখে যাকে চাইছি তার পায়ে হোক মৃদু নৃত্য
তার ঠোঁটে লেগে আছে কুয়াশা
আমার বুক পকেটে রক্ত
আর একবার সে নড়লেই কেপে উঠবে সারা বিশ্ব
তাই তার নাম করে বারবার
এই এলোমেলো পথে হাটছি
আর চাইছি সে বিড়বিড় করে আমার নাম ডাকুক
আজ রাত্রির শেষ স্বপ্নে চোখে লেগে থাকা দৃশ্যে
তার বুকে মুখ রাখতেই
উড়ে এলো তিন পায়রা,
উড়ে এলো এক যাদুকর
আর ছুটে গেল বিদ্যুৎ
ঘুম ঘুম ভরা কাঁচঘর!
রেলগাড়ি তার দুই হাতে দিয়ে যায় হিম স্পর্শ
বৈঠায় তাল ছপছপ নৌকায় ছোঁয় আঙ্গুল
আর যারা ছেড়ে গেছে আমি তাকে বলি মিথ্যুক!
অনুগামী সব ক্লাউনদের গাল দেই তোরা ভৃত্য
আজকের প্রেম যাই হোক তবু তোর চেয়ে মজবুত!
তাই তাকে আমি খুঁজছি যার হাত ভরা অভ্র
ঠোঁটে অকারণ উপহাস,চোখভরা আলো রূপো আয়না
করতলে তার ওম ওম,অন্তর তার উষ্ণ
স্নানঘর খুব পার্থিব,আর মেঘ তার প্রিয় চুম্বক
আর একবার প্রেম চাইলেই হবে ঝমঝম বৃষ্টি
তাকে স্নেহ দেয় প্রিয় চৈত্র
মাঝরাত তার সংগীত
তার ধবধবে সাদা ওড়নায় লেগে আছে নীল ঘাসফুল
তাকে ভালোবাসি আমি বললেই তার পাবে খুব জল তৃষ্ণা…!
২ টি মন্তব্য : “আমি চোখ বুজে যাকে খুঁজছি তার সাথী হোক প্রিয় অন্ধ”
মন্তব্য করুন
টুকরো টুকরো অনেক ছবি... অনেক রঙ..
দুর্দান্ত।
ঈর্ষান্বিত।
ছেলেটা দেখি বড় হয়ে গেল!
কবিতাটা দারুণ! কবিতার নামটাও। বাহ, ভাল কবিতা লেখো তো তুমি! (সম্পাদিত)
আমার বন্ধুয়া বিহনে