এখন এবার আমার পালা,এখন আমি বদলা নেবো
সত্যি আমি ঠিক করেছি এবার আমি বদলা নেবো
:আমার সাথে সকল প্রকার প্রতারণার
সকাল দুপুর হেলায় ফেলায় দিন কাটানো অবহেলার
আমার সাথে কুষ্ঠি-পাথর,জন্মরাশি ভুল বোঝানোর
আমার সাথে সকল প্রকার মিথ্যে এবং ছল চাতুরীর বদলা নেবো
বুকে আমার বাড়ন্ত ঘাস ক্রমশ কমে শ্যাওলা হলো
তোমার সকল মলিনতর স্মৃতিময় ক্রমশ জমছে ধুলো
আমি সেসব ফেলে রাখা ফ্রেমের ছবির হিসেব নেবো
তোমার কাছে-
আমার সকল ভালো মন্দ জানা ছিলো
কোথায় আমার দিক মেলেনা,কোথায় আমি ভীষণ অন্ধ
তোমায় এবার বলতে হবে কোথায় আমার রূপোর কৌটাও
আমার দেওয়া সোনার কাঠি লুকিয়ে তুমি কাকে দিলে
আমার কাছে তোমার সকল শপথ ভাঙার হিসেব নেবো
ভাবছো তুমি কোথায় পাবো তোমায় এখন এই আঁধারে
মনে রেখো পরজন্মেও দেখা হবে বলেছিলে নদীর ধারে!
ভাল হইছে তো! কিন্তু কোথায় জানি হেলাল হাফিযের ছোয়া আছে।
ফরিদ এতো খেয়াল করিস কি কইরা?
হেলাল হাফিযের দুই লাইনের কবিতাগুলো অসাধারণ।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হুমমম!কিছুদিন আগে খুব যে জলে আগুন জ্বলেটা পড়ছিলাম।এইজন্য হতে পারে। 🙁
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
কুষ্ঠি-পাথর জিনিসটা কি?
আর এতোগুলা ব্লগ লিখে ফেলেছিস এখনো বানান ভুল করিস কেনো?
আর ফরিদের কথা খেয়াল কইরা!
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ওই যে হিন্দুদের কুষ্ঠী আছে না...জন্মের সময় মঙ্গল অমঙ্গল হিসাব করা হয়
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
শাহরিয়ার,
:teacup:
লিখতে থাকো। বিএমএতে গিয়েও এটা ধরে রাখবা। আর তো মাত্র একটা বছর। সৃষ্টিশীল লেখার ক্ষমতা সবার থাকে না। Be Inspired and keep it UP!!! 🙂 🙂 (সম্পাদিত)
তুমি মিয়া অনেক উপ্রে যাবা। খানিকটা হেলাল হাফিজের গন্ধ আছে; দোষ কী তাতে।
প্রিয় কবিদের তালিকাটা মিয়া তুমি আর নূপুরদা মিলে বেশ লম্বা করে রেখেছো। 🙂
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আমি সাধারনত কবিতা পড়ি না, কবিতা যেই লেখা আছে, ঐখানে ঢুকি না। কেনো জানি এইটা পড়লাম, অসাধারন। র কিছু বলার নাই। চালিয়ে যাও :clap:
কবিতা চমৎকার...তুমি চমৎকার লিখ...বদলা নিতে পেড়েছ কী না, জানিয়ে যেও...
😀