তোমার মুখে থুথু
ভীষণ কাতুকুতু
ছদ্মবেশী বর
ভাঙবে তোমার ঘর
পণ না মোটেও,চাঁদা
বাবার নীরব কাদা
তবুও তুমি চুপ
থুথুর দলা-স্তুপ
ঘর ভেঙেছে কার
রাতের অন্ধকার
আগুন করলো দিন
সস্তা কেরোসিন
ঢাললো গায়েঃ-সুখে
থুথু তোমার মুখে
থুথুর সাথে কাশি
এই মেয়েটাঃ-ফাসি
আঁচল বাধা গলায়
ঝুলছে সে গাছতলায়
দিচ্ছি থুথু তোকে
নীরব এ কৌতুকে
এই মেয়েটা বোকা
তিন বছরের খোকা
খোকার নতুন মা
অসভ্য তুই, যাঃ!