এই বছর যে পোলাটা বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হইসে সে আমার কলেজের ক্যাডেট জুনায়েদ

একটা ব্যপার খুব লক্ষ্য করে দেখেছি ক্যাডেটদের কোন সাফল্য দেখলে খুব ভাল লাগে।যে কোন কলেজের হোক,সিনিয়র জুনিয়র যাই হোক না কেন…সবার কাছে গল্প করে বলি,জানিস,অমুক ক্যাডেট এই করসে,সেই করসে।এটা অন্য রকম একটা ভালো লাগা।একদম অন্তর থেকে আনন্দ হয় ক্যাডেটদের সাফল্যে।
কিছুক্ষণ আগে বুয়েটের ভর্তি পরীক্ষার রেজাল্ট শুনলাম।আমাদের জুনায়েদ ফার্স্ট!কলেজ থেকেই আমরা গল্প করতাম,জুনায়েদ তো বুয়েটে ফার্স্ট হবে নিশ্চিত।এর আগে আমাদের কলেজেরই জুবায়ের ভাই,জুনায়েদের বড় ভাই বুয়েটে ফার্স্ট হয়েছিল।সে ধারাবাহিকতায় জুনায়েদ এমন একটা পজিশনে পৌছেছিল যেমনেই হোক ওরও তা হতে হবে।কলেজেও নাম্বার পাওয়ার রেকর্ড ভেঙ্গে কোচিং এও সেরকম ছিল।ক্যাডেট ফ্রেন্ড সার্কেলের মাঝে যখন কথা হতো জুনায়েদের ব্যাপারটা বলা হতো…আমাদের কলেজের জুনায়েদ……!
সেজন্য আমাদের ক্লাসমেটদের নজরও ছিল ওর ওপরে।এবং সে আমাদের হতাশ করে নি।
কনগ্রাচুলেশন দোস্ত।তোর সুন্দর একটা জীবন কামনা করি। তোর ক্লাসমেট হয়ে আমরা গর্বিত!
আপনারা ওরে একটু দেইখ্যা লনঃ

৩,৯৬৯ বার দেখা হয়েছে

৭৫ টি মন্তব্য : “এই বছর যে পোলাটা বুয়েট ভর্তি পরীক্ষায় ফার্স্ট হইসে সে আমার কলেজের ক্যাডেট জুনায়েদ”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    বিরাট আনন্দ । বড় একটা কনগ্র্যাটস পোলাডারে


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    ওরে খোদা!! বড় ভাই ফার্স্ট,ছোট ভাই ও ফার্স্ট!! তাও আবার বুয়েটে?!! আল্লাহ রে,আমি জানতে চাই দুই ভাই কোন কুদরতী বিছানায় ঘুমায় আর কোন রুমে শয়। এরা মানুষ?? :boss: :boss: :boss:
    হাজার সালাম,জয়তু ক্যাডেটস :clap: :clap: :clap: :salute: :salute: :salute:

    আমরা যে বছর (২০০৬) বুয়েটে পরীক্ষা দেই,সে বছর আমার নিকটাত্মীয় স্বজন পর্যন্ত মুখ থোঁতা করে বলেছিল,বুয়েটে ক্যাডেটরা কম চান্স পায়! আমি তাদের থোঁতা মুখ ভোতা করে ফ্যামিলিতে ফার্স্ট ইঞ্জিন হতে যাচ্ছি। ক্যাডেট পারেনা এমন কিছু কি আছে???? :party:

    গর্বে বুকটা ফুলে গেল :goragori:

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)
      আমরা যে বছর (২০০৬) বুয়েটে পরীক্ষা দেই,সে বছর আমার নিকটাত্মীয় স্বজন পর্যন্ত মুখ থোঁতা করে বলেছিল,বুয়েটে ক্যাডেটরা কম চান্স পায়

      নিকটাত্মীয়দের নিয়ে আমার অভিজ্ঞতা প্রচন্ড প্রচন্ড রকমের খারাপ।এইচএসসি তে খারাপ করার পর এদের আচরনের কথা আজও ভুলিনাই-পারলে প্রতিটা মুহূর্তে ফোন করে আম্মা-আব্বাকে খোঁটা দিত।এঁরা যে আমার শুভাকাঙ্কখী না,বিপদে আপদে সাহায্য করেননা তা না,কিন্তু ঈর্ষা সম্ভবত আমাদের একটা জাতীয় ব্যাধি।এমনকি বিসিএসে চাকরি হওয়ার পরে এঁদের অনেকের কমেন্ট ছিল-"চাকরি হইছে তো কি হইছে ফরেন সার্ভিস তো আর পায় নাই"।

      আমি সিক এবং টায়ার্ড হয়ে এদের কথায় দুই পয়সাও পাত্তা দেওয়া ছেড়ে দিছি।

      জবাব দিন
    • হায়দার (৯২-৯৮)

      জুবায়ের এবং জুনায়েদ দুজনকেই প্রাণঢালা অভিনন্দন। প্রার্থনা করি যেন ওরা আরো ভালো করে।

      আমরা যেবার (১৯৯৯) বুয়েটে ভর্তি পরীক্ষা দেই, তখনও শুনেছিলাম যে বুয়েটে ক্যাডেটরা কম চান্স পায়। আমাদের সময় বুয়েট এর CSE (Computer Science & Engineering) -র উড়াধুরা জনপ্রিয়তা ছিল। CSE-র seat ছিল ৬০টা। ভর্তি পরিক্ষায় ৬১তম হলেও হাল ছেড়ে দেয়ার মতো অবস্হা।
      যাহোক, আমাদের ভর্তি পরিক্ষায় প্রথম ৬০ জনের মধ্যে ২৬ জন ছিল Cadet :goragori: :tuski:

      বুয়েট ভর্তি পরিক্ষায় অধিকংশ সময়ই নটরডেম কলেজ থেকে ১ম হয়েছে। আমাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। যতদূর মনে পরে, আমাদের সমসাময়িক ক্যাডেটদের Best performance ছিল এরকম ---
      ১৯৯৮: ৭ম, SCC (আশফাকুজ্জামান ভাই, super brilliant, HSC 1st, সারাদেশে ২য়, জাপানের Tohoku University তে পুরা Engineering faculty তেও 1st)
      ১৯৯৯: ৪র্থ, BCC (নাম বলা যাবেনা, ব্যাটা কপাল গুণে কোথ্থেকে জানি উড়ে এসে জুড়ে বসেছিল)
      ২০০০: ৪র্থ, BCC (রেজা, HSC তে সারা বাংলাদেশে 1st)
      ২০০১: ১ম, BCC (sorry, চেহারা মনে থাকলেও নামটা ভুলে গেছি। HSC তে সারাদেশে ২য়)

      ক্যাডেটরা আসলেই ড়ক্স!! :gulli2:

      জবাব দিন
      • মাসরুফ (১৯৯৭-২০০৩)

        এনডিসি সহ দেশের সব ভালো ভালো কলেজের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি-শতকরা সাফল্যে ক্যাডেট কলেজগুলোর পারফরম্যান্স আসলেই অনন্য সাধারণ।গতবছর সিএমএইচে আব্বুকে নিয়ে যাবার পর সেখানকার এক জুনিয়র ডাক্তার খুব ভাব নিয়ে বললেন যে এবার(২০০৯) নাকি বুয়েটের ৮০ ভাগ চান্স পেয়েছে এনডিসি থেকে,অন্য কলেজগুলোর পাত্তাও নেই।খবর নিয়ে দেখি পুরোই চাপা।এইসব চাপাবাজি করলে নিজ প্রতিষ্ঠানের সম্মান খুব একটা উন্নত হয়না-সেটা ওই ভদ্রলোকের কাছে হাতে কলমে শিখেছি।চেষ্টা করব নিজে যেন এরকম কখনও না করি।

        অফ টপিক-পড়াশোনায় এনডিসি আসলেই বস-শুধু পড়াশোনার মানের কথা চিন্তা করলে(শুধু ছাত্র নয়-শিক্ষকদের পারফরম্যান্সও বিবেচনা করে) ওদেরকে দেশের সেরা কলেজ বললে খুব বেশি বাড়িয়ে বলা হবেনা।ক্যাডেট কলেজগুলোর ছাত্ররা নিঃসন্দেহে মেধাবী-কিন্তু দিনের পর দিন এখানে ভালো শিক্ষকের সঙ্কট দেখা দিচ্ছে যাতে একজন প্রাক্তন ক্যাডেট হিসেবে বেশ আশঙ্কাই বোধ করি।

        জবাব দিন
      • সাকেব (মকক) (৯৩-৯৯)
        ১৯৯৯: ৪র্থ, BCC (নাম বলা যাবেনা, ব্যাটা কপাল গুণে কোথ্থেকে জানি উড়ে এসে জুড়ে বসেছিল)

        বস, আপনি এতো লাজুক কেন?
        যারা জানেন না, এই ৪র্থ স্থান অধিকারী আমাদের হায়দার ভাই। :clap:


        "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
        আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

        জবাব দিন
  3. রাশেদ (৯৯-০৫)

    জুবায়েররা পুরা ফ্যামিলি মিলে দেখি বুয়েট দখল করে নিবে 🙂 এই ছেলেটাকে আমাদের ক্লাসের পোলাপাইন ডাকে ভাই জুনা বলে। একটু আগে জুবায়েরের স্ট্যাটাস থেকেই জানলাম ভাই জুনা বুয়েটে ফার্স্ট হইছে, খবরটা দেখেই মন ভাল হয়ে গেল। আসলে ক্যাডেটরা ভাল কিছু করছে শুনলেই মন ভাল হয়ে যায় আর সেটা যদি নিজের কলেজের কেউ হয় তাইলে তো পুরাই পাংখা 😀
    অফটপিকঃ জুনায়েদের এই ছবিটা জুবায়েরের ক্লাস নাইন টেনের ছবি বলে সহজেই চালিয়ে দেওয়া যাব 😛


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বুয়েটে পরীক্ষা দেওয়ার মত জিপিএই ছিলোনা এই গণ্ডমুর্খের( ইন্টারে কেমনে পাস করছিলাম সেইটা ভাইবাই আশ্চর্যান্বিত হই)-তা-ও খবরটা শুইনা মনে হইতেছে আমি নিজেই ফার্স্ট হইছি।ক্যাডেটদের কারও সাফল্যের কথা শুনলে(সেইটা যেই সেক্টরেই হোক না কেন) আমার সব সময় এইরকম লাগে-মনে হয় সাফল্যটা আমার।

    ক্যাডেট জুনায়েদের এই সাফল্যের মধ্যেও ক্ষুদ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর জন্য পর্থমেশাহ্রিয়ারের্ব্যাঞ্চাই x-(

    জবাব দিন
  5. তৌফিক (২০০২-২০০৮)
    ওরে খোদা!! বড় ভাই ফার্স্ট,ছোট ভাই ও ফার্স্ট!! তাও আবার বুয়েটে?!! আল্লাহ রে,আমি জানতে চাই দুই ভাই কোন কুদরতী বিছানায় ঘুমায় আর কোন রুমে শয়। এরা মানুষ?? :boss: :boss: :boss:

    অভিনন্দন!!!!!
    সাব্বাশ !! :clap: :clap:সাব্বাশ !! :clap: :clap:

    জবাব দিন
  6. তানজিনা মেহেদী অমী (অতিথি)

    জুনায়েদের সাফল্যে গর্বিত, আর এক-ই সাথে বুয়েটে পড়ার ভুল সিদ্ধান্তের জন্য কষ্টিত......সেশন জট আর অপ্রয়োজনীয় ছুটিভোগের আরামে এই মেধা তিলমাত্র ক্ষয়প্রাপ্ত না হোক, সেই কামনা রইল।

    জবাব দিন
  7. নাজমুস (০৩-০৯)

    জুনায়েদ এর খবর শুনিয়া দিল খুস হইয়া গেল......সাবাস বেটা......।। ntrdm রে মার লাত্থি......।ওইগুলার ভাব দেখলেই মেজাজ তা খারাপ হইয়া যায়......।।যাই হগগে......।জুনায়েদ :boss:

    জবাব দিন
  8. আমি জুনায়েদ এর মা-বাবা র কাছে জানতে চাই -
    "বাসায় এরা কি দিয়ে ভাত খায়, অথবা আদৌ ভাত খায় না অন্য কিছু খায়"

    ২ ভাই BUET - POSSIBLE
    ২ ভাই Same Subject - POSSIBLE
    ২ ভাই EEE - একটু tough, but POSSIBLE [probability 5%]
    ২ ভাই BUET 1st - IMPOSSIBLE ....... [জীবনে আর দেখার chance নাই]

    সালাম Uncle-Aunt .................

    [I am not saying Zubayer bhai r Zunaid didn't do anything, but none said about their Parents + my brother asked the same question last night !]

    জবাব দিন
  9. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অভিনন্দন জুনায়েদ। ধন্যবাদ শাহরিয়ার। জুনায়েদের সেলফোন নম্বর আছে? এবিসি রেডিওতে ক্যাম্পাস ক্যাম্পাস অনুষ্ঠানে আমরা মেধাবী কিছু শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাবো। আমাকে মেইল করে ফোন নম্বরটা জানাতে পারো। মেইল : sanaullah62@yahoo.com. (সম্পাদিত)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  10. রাফি (২০০২-২০০৮)

    একটাই প্রশ্ন।কুন্দুকানেরচাইলখায় এরা????? 😮 😮 😮
    জুনায়েদ কে অভিনন্দন :clap: :clap
    কালকে খবরটা শুনেই মন পুরা খুশি হয়ে গেল।
    শেষ খোবর পাওয়া পর্যন্ত জুবায়ের ভাই থুক্কু জুবায়ের স্যার হল থেকে গায়েব।রেডিসনে পার্টি ঘোষণা না করা পর্যন্ত বুয়েটে ওনার ব্যাঞ্চাই।


    R@fee

    জবাব দিন
  11. আজাদ (৯৪-০০)

    অভিনন্দন জুনায়েদ।
    আশা করি ওর ভাই এর মত ভুল করে ইইই নেবে না।
    বুদ্ধিমানের মতো সিএসই নেবে (সাম্প্রদায়িক 🙂 )

    আমাদের ব্যাচেও বুয়েটে বরিশাল এর আব্দুল্লাহ প্রথম হয়েছিল। ক্যাডেট রকস :awesome:

    জবাব দিন
  12. মনজুর (৮৯-৯৫)

    অভিনন্দন জুনায়েদ.. :clap:
    ইংরেজী'র হান্নান স্যারের একটা কথা মনে পড়ে গেলো..
    আমাদের সময় আমাদের ব্যাচের রোকন ছিলো ফার্স্ট বয়। তিন বছর পর ওর ছোট ভাই নোমান কলেজে আসলো.. ওদের ব্যাচে ওও ফার্স্ট..। বছর খানেক পর কোনও এক প্যারেন্টস ডে তে.. লাইব্রেরীর সামনে হান্নান স্যার - রোকন, নোমান আর ওদের প্যারেন্টসদের সাথে কথা বলতে বলতে হঠাৎ বলে উঠলেন -"আপনাদের দুটো ছেলেই এতো ব্রিলিয়ান্ট, আপনারা আরো সন্তান নিচ্ছেন না কেনো ?"
    লাখ টাকার প্রশ্ন..
    উত্তর শোনার আগেই আমি আর রোকন ওইখান থিকা ভাগছিলাম ...

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।