খেয়া নিয়ে রইবো বসে বৈতরণীর ঘাটে
রাখবি কি তুই আমার তরী’য় পা?
নইলে আমি নির্বাসনে যাবো অচিন দেশে
তোর স্মৃতি সব ফেরি করে শিমুলতলীর হাটে
দুঃখ যত ঋণ করেছি বুকে
থাকবি কি তুই সর্বনাশী দুঃখগুলো ঘেষে?
জোৎস্না রাতে বসবো একা নীলফড়িংয়ের মাঠে-
আসবি সখী ভাঙতে আমার মান?
ফেরার বেলায় স্বপ্ন যত বলবি আমায় হেসে?
সুন্দর কবিতা।
ভালাইছে :clap:
শাহরিয়ার,
প্রতিদিন অন্তত চার-পাঁচটা করে লেখো। তোমার ফর্মটাকে ভেঙ্গে আবার, বারবার নতুন করে গড়ো। তোমার এই লেখাটা পড়ে মনে হলো, একটু একটু করে পাল্টে যাচ্ছে তোমার স্টাইল।
ভালো লাগলো কবিতাটা ...