আই এস এস বি ছিল গত ২২ তারিখে।২৫ তারিখে গ্রীন কার্ড নিয়ে বের হলাম আল্লাহর রহমতে।সেই সৌজন্যে একখানা কবিতা।সবাই দোয়া করবেন।
………………………………………….
-“তুই আমার বউ হবি ,খুকী?”
বলতেই ঠাস করে চড়
মারলো ও পাড়ার বুঁচি
-“নিয়ে যা খেলনা যা তোর।”
-“দেবো না পুতুলের বিয়ে
কুল ফুলে বানাবো না নথ
আমলকী একা একা খাবো”
-সরে যা,ছেড়ে দে ও পথ।”
পরদিন বিকেলেতে ফের
দু’জনেই জড়ো হলো আর
শুরু হলো মিছামিছি করে
রান্না ও ঘর-সংসার।
পুতুল আর হাড়ি হাড়ি খেলা
লতাপাতা বালি রাখা তাতে
অদৃশ্য আগুনের আঁচে
রান্না হলো-তার সাথে-
সুদক্ষ গিন্নী সে যেন
সযত্নে তুলে দেয় পাতে
বালককে;মিছামিছি খাবে
বালি আর পাতা সেই ভাতে
এবারও বালক নাছোড়
কিছুতেই খাবে না খাবার
-“ওটা কোন খাদ্য নাকি?’
বলতেই চড় খায় আবার!
অভিনন্দন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দারুন ছড়া। ৫ তারা + প্রিয়তে যোগ
চ্যারিটি বিগিনস এট হোম
WELCOME TO THE HELL..
রঞ্জনা আমি আর আসবো না...
উন্মাদ ভাই,congrats......... B-) B-) ...
অখন খাও্যাবেন কবে কন? :guitar: :guitar:
চলো বহুদুর.........
শাহরিয়ার, প্রথমেই তোমাকে অভিনন্দন আইএসএসবি তে গ্রীনকার্ড পাওয়াতে।
তোমার কবিতাটা ভাল লাগলো, অনেক সরল বক্তব্য। অনেকটা জসীমউদ্দীনের "কবর" কবিতাটার মত।
"...এতোটুকু তারে এনেছিনু ঘরে
সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভাঘে গেল বলে
কাঁদইয়া ভাসাইত বুক..."
তবে ভাই এখনকার শিশুদের থেকে অনেকটাই এমন সরলতা হারিয়ে গেছে। ছোট্ট একটা উদাহরণ না দিয়ে পারছি না,
আমার ঘরের এককোনায় আমার মেয়ে তার কল্পনার সংসার পেতেছে, সেখানেই তার দিনের বেশীরভাগ সময় কাটে, যদিও তার জন্য একটা আলাদা ঘর হরেকরকম খেলনা দিয়ে সাজিয়ে দিয়েছি। তা যাই হউক, ওর সেই কল্পনার "বাসায়" সারাক্ষন মেহমান অতিথ আসবে, চা-পানি দিয়ে আতিথেয়তা করবে এটা তার ভীষন পছন্দ। সেদিন আমাকে খুব টানছে ওর "বাসায় নেবার জন্য, আমি কি একটা কাজে যেন ব্যাস্ত ছিলাম ভীষন। আমাকে সে আমাকে নানা রকমের প্রলভন দেখাচ্ছে। যেমন, "আমার বাসায় আম আছে, আমি খেতে দিব", "আমার মেয়েটা (খালি মিনারেল ওয়াটারের বোতল কে সে তার কন্যা সন্তান, কেন সেটা খোদা এবং সে-ই জানে!) খালি নানু নানু করে...মা, ও তোমাকে কতদিন দেখে না..." এমন আর কি কি যেন। যখন দেখল কোন কিছুতেই কোন কাজ হচ্ছে না, একপর্যায় বলে বসল, "মা, আমার বাসাতে এসি (এয়ার কন্ডিশনার) আছে, এসে মাথাটা একটু ঠান্ডা করে যাও।"
You cannot hangout with negative people and expect a positive life.
:khekz: :thumbup:
:khekz: :khekz: :goragori:
=)) :khekz: :pira:
:))
মানুষ তার স্বপ্নের সমান বড়
চরম ইন্টেলিজেন্ট তো... গরমের দিনে একদম আসল জিনিসের লোভ দেখাইছে =)) =))
kosha cmnt.... :p:p:p
চলো বহুদুর.........
অভিনন্দন শাহরিয়ার।
:thumbup: :thumbup: :thumbup:
অভিনন্দন!
____________________________
পুতুল বিয়ের নাম ক'রে
দিল আমায় পর করে
আপন যারা ছিল তারা
আর আসেনা হায়!
আমি এখন বউ হয়েছি
বাবার মেয়ে নাই। (নো মোর ডেডি'স লি'ল গার্ল)
স্বপ্নে যারে দেখিনি
সে-ইতো আপন হলো-
অতি আপন ছিল যারা
পর হয়ে সব গেল 🙁
আব্বা নতুন, আম্মা নতুন, দেবর-ননদ সবাই নতুন।
নতুন মাঝে হারিয়ে গেল পুরনো জীবনটাই।
কান্না চোখে পান্না হীরায়
ঘুমটা টানা মুখ,
কেউ বুঝে আর কেউ বুঝেনা
বন্দী পাখির দুখ।
চলতে মানা বলতে মানা.....কথায় কথায় গিন্নীপনা
ভালই ছিলাম বিয়ের আগে পুরানো জীবনটায়
আমি এখন বউ হয়েছি, বাবার মেয়ের মেয়ে নাই।
:clap: :clap: :clap:
এটাও কি তোর লেখা?
You cannot hangout with negative people and expect a positive life.
নারে, ছোটবেলায় শিখেছিলাম। তবে কে যে লিখেছে তাও জানিনা। শাহরিয়ারের লিখা পড়ে অনেকদিন পর এটা মনে পড়ল।
কই যে আইতাছো মামু,বুঝতাছো না।দুইটা গোল (ফ্রন্টরোল) লাগাও আগে।
তবুও......অভিনন্দন।চো** শুরু হওয়ার আগ পর্যন্ত আনন্দে দিনাতিপাত কর।হয়তো ৩-৪ বছর পরে আমার এই কমেন্টের কথা মনে পরবে।
পড়ালেখা বাদ দিওনা মেডিকেল এর আগ পর্যন্ত কিছুই বলা যায় না আইএসএসবি তে গ্রীন কার্ড পাওয়ার পরে অনেক ক্যাডেট পড়ালেখা ছেড়ে দেয় কিন্তু পরে দুর্ভাগ্যক্রমে কোনো কারণে বাদ পরে গেলে একূল আর ওকূল দুই কূলই হারিয়ে ফেলে
আইএসএসবি আর কবিতার জন্য :thumbup: :thumbup:
কলেজ লাইফে রহমান ভাই (৯১-৯৭) এর কবিতা পড়ে মুগ্ধ হয়ে যেতাম আর এখানে তোমার কবিতা ........ রহমান ভাই কবিতা ধরে রাখসে কিনা বলতে পারিনা, তবে তুমি ছেড়ে দিওনা ......
অভিনন্দন শাহরিয়ার
মানুষ তার স্বপ্নের সমান বড়
বেস্ট অফ লাক... দোয়া রইলো...(অবশ্য আমার দোয়া কামে লাগার কথা না, তারপরেও ফ্রী জিনিস... সাথে রাইখো B-) )
:grr: :grr: :grr: :grr: :grr: :grr:
ইয়েস ইউ শীট 😡 😡 😡 😡
কুইক :frontroll: স্টার্ট :chup:
আরমি তে সু্যোগ পাবার জন্য অভিনন্দন জানাব নাকি বুছতেসি না।।তবে তুমি যেহেতু খুসি তাই বললাম।।।।।অভিনন্দন।।।। 😀
আর্মিতে যাইতেছো তাইলে, গুড গুড :thumbup:
দোয়া করি তাড়াতাড়ি স্যালুটিং পাশ কইরা জিইসি মোড়ের সাইবার ক্যাফেতে আইসা প্রতি সপ্তায় সপ্তায় সিসিবি'তে কবিতা দিবা :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
শাবাশ, শাহরিয়ার ভাই। :clap: :clap: কাপায় ফালাইছেন তো :gulli2: