যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?
আমার নারী অন্য কারো!
যে বিকেলে প্রাচীন ব্যথা আঘাত হানে মর্মমূলে
আজ কেন সে ভীষণ গাঢ়?
নিশিথ রাতে একলা পাখি হঠাৎ ডাকে তারস্বরে
আজ কেন তার ঘুম ভেঙে যায়?
যার রুমালে সুবাস ছিলো বকুলফুলের দোলনচাঁপার
যার সে রুমাল,আজ সে কোথায়?
এই বছরে কেনই বা আর একটি বারও চাঁদ উঠেনি?
আকাশ ভেজা চাঁদ উঠেনি!
রোজ উঠোনে বিকেল হতেই মন্দ্রবাহার বাজলো তবু
সন্ধ্যামালতী ফোটে নি!
কী ছিলো পাপ না জানিয়ে কেন্ সে গেল অন্য ঘরে?
অন্য বুকে,অন্য ঘরে!
বাস্তুহারা চতুর প্রেমের সর্বনাশা চক্ষুদুটোর
দৃষ্টি কেন এই শহরে?
যে যাই বলুক যৌথ মুখোশ,আয়নাতে কি মুখ ঢাকা যায়?
ছিদ্র বুকে সুখ রাখা যায়?
মধ্যরাতে ঘুম ভাঙিয়ে হাতে দিলো স্বর্ণচাঁপা
এখন কি একলা থাকা যায়?
১১ টি মন্তব্য : “যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?”
মন্তব্য করুন
:clap:
"যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?"--- এমন একটা লাইন...খুউব বেশি আবেগঘন!!! 🙁
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
বলে কিরে পোলাটা? এই বয়সেই? তোমার বয়স কত ভাইজান? 😕
চ্যারিটি বিগিনস এট হোম
😛 😛 এইটা জাস্ট কবিতা! 😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
অদ্ভুত উপমা, অসাধারণ উপলব্ধি । :boss: :boss:
ঐ... 😐 :clap:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
কংগ্রেটস!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
অসাধারণ.....এক কথায় চমতকৃত...
-আলীম হায়দার.1312.
এই কবিতাটা কোথাও প্রকাশ না হয়ে থাকলে নাম, স্থান, সময় সহ ঠিক করে মেইল কর আমাকে, অথবা ফেবুকত ইনবক্স এ দা্ও...
//cadetcollegeblog.com/alim1312/38105
-আলীম হায়দার.1312.
কবিতাটি আমার এত ভাল লাগছে যে আমি আপনাকে বোঝাতে পারবনা । আপনি একটি অসাধারন কবিতা লিখছেন । যা আমার জীবনের সাথে অনেকটাই মিল আছে
প্রথম লাইনটায় নারীকে সম্পত্তি হিসাবে বর্ননার একটা টোন চলে এসেছে যেটা ভাল লাগে নাই:
যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো? -এর সাথে তুলনিয়
যে কলমটি আমার ছিলো,আজ কেন তা অন্য কারো?
নারী শব্দের অর্থের ব্যাপকতায় এটা আরও বেশী হয়েছে। অন্য কোন ন্যারো অর্থের শব্দচয়ন করা হলে আমার কাছে হয়ত এই রকম মনে হতো না।
বাকি কবিতা গঠন বুননে ভালোই হয়েছে।
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.