কবিতাঃ প্রতীক্ষা

কাক ডাকা ভোর
সাদা কুয়াশায়
ঢাকা চারদিক
সব চুপচাপ
শুধু টুপটাপ
ঝরা শিশিরের
ঘোর শব্দ
সেই সকালে
রোদ মাখিয়ে
এই শহরে
এসো ভ্রমনে!
(আমি তোমার ক্লান্ত কিশোর রয়েছি প্রতীক্ষায়)

মাঝ বর্ষার
ঝুম বৃষ্টিতে
ভিজে ঘরবাড়ি,
মাঠ, সবুজের-
বন, কালোপিচ
যেই শুকোবে
রোদে ঝিকমিক
আলো চারদিক
সেই দুপুরে
এই শহরে
এসো ভ্রমনে!
(বৃষ্টিতে ভিজে তোমার পথে রয়েছি প্রতীক্ষায়)

শেষ বিকেলে
লাল গোধূলীর
ক্ষয়া আলোতে
দিন ফুরোবে
ম্লান সন্ধ্যায়
মান ভাঙাবো
ওই হৃদয়ের
যত দুঃখ
মুছে হাসবে
তুমি আসবে
এই শহরে
ক্ষণ ভ্রমনে?
(আজ সারাবেলা আসবে তুমি রয়েছি প্রতীক্ষায়!)

১,১৪৬ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “কবিতাঃ প্রতীক্ষা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।