কাক ডাকা ভোর
সাদা কুয়াশায়
ঢাকা চারদিক
সব চুপচাপ
শুধু টুপটাপ
ঝরা শিশিরের
ঘোর শব্দ
সেই সকালে
রোদ মাখিয়ে
এই শহরে
এসো ভ্রমনে!
(আমি তোমার ক্লান্ত কিশোর রয়েছি প্রতীক্ষায়)
মাঝ বর্ষার
ঝুম বৃষ্টিতে
ভিজে ঘরবাড়ি,
মাঠ, সবুজের-
বন, কালোপিচ
যেই শুকোবে
রোদে ঝিকমিক
আলো চারদিক
সেই দুপুরে
এই শহরে
এসো ভ্রমনে!
(বৃষ্টিতে ভিজে তোমার পথে রয়েছি প্রতীক্ষায়)
শেষ বিকেলে
লাল গোধূলীর
ক্ষয়া আলোতে
দিন ফুরোবে
ম্লান সন্ধ্যায়
মান ভাঙাবো
ওই হৃদয়ের
যত দুঃখ
মুছে হাসবে
তুমি আসবে
এই শহরে
ক্ষণ ভ্রমনে?
(আজ সারাবেলা আসবে তুমি রয়েছি প্রতীক্ষায়!)
ভালৈসে। স্টাইলটা ভালো লাগলো।
স্টাইলটা আমার না...বুদ্ধদেব বসু প্রথম ইউজ করসিলেন!জোনাকি কবিতায়...... 😉
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
সুন্দর কবিতা। 🙂
বাহ
মানুষ তার স্বপ্নের সমান বড়
আহা :clap:
ভালো লাগল শাহরিয়ার। :thumbup:
প্রথম সকাল হবে...প্রতীক্ষায় থাকো!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!