দমকা হাওয়ার মৃদ্যু দোলা হাস্নাহেনার ঝাড়ে
দাগ রেখে যায় রাতের
মনের ভেতর চঞ্চলিত স্বপ্ন স্পর্শ পায়
ভীষণ উদার হাতের!
সেই পুরোনো আদ্যিকালের রাজপ্রাসাদের ইট
শ্যাওলা দিয়ে ঢাকা
তার উপরে উপুর করে মেলছে আঁধার ছায়া
গন্ধরাজের শাখা!
মেঘের স্রোতের আলতো ছোঁয়ায় কাঁপছে তিরতির
মলিন রূপোর চাঁদ
তার আলোতে ঘ্রাণস্মৃতিময় বাড়ছে ধীরে ধীরে
রহস্যময় রাত!
😀
😀 😀
ছবিটা ভাল্লাগছে....
এ্যান্টেনায় ধরবে না ... তাই ট্রাইও নিলাম না।
ওহ! দারুণ ছন্দ! তুমি তো আসলেই খুব ভালো লেখো ভাই!! আমি রীতিমত মুগ্ধ হচ্ছি। এতো অল্প কথায় যে রাতের বর্ণনা দিলে, পড়তে পড়তে মনে হলো, কী যেন নেই, কী যেন নেই। তারপরে বুঝলাম। এমন রাত অনেকদিন দেখি না, এমন রাতে আশেপাশে যে নৈঃশব্দ্য থাকে সেটাই এখন আমার জীবনে নেই!
খুব খুব ভালো লিখেছো। খালি দুয়েকটা বানান ভুল (টাইপো) হয়েছে। এতো ভালো লিখেছো বলেই, এই ছোট একটু খুঁত চোখে বাঁধছে।
মৃদু আর উপুড়
দারুণ!
ভাই তুমি একটা মাল ...... :boss: :boss: :boss: :boss:
ডাউট নেবার আগেই জানাচ্ছি, ভালো সেন্সেই মাল বললাম।
দোস্ত, এত ভালো কিভাবে লিখিস। :hatsoff:
বর্ণণা পড়ে ছবি এঁকে ফেলতে ইচ্ছে করছে!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!