একটি চিত্রকল্প……

দমকা হাওয়ার মৃদ্যু দোলা হাস্নাহেনার ঝাড়ে
দাগ রেখে যায় রাতের
মনের ভেতর চঞ্চলিত স্বপ্ন স্পর্শ পায়
ভীষণ উদার হাতের!

সেই পুরোনো আদ্যিকালের রাজপ্রাসাদের ইট
শ্যাওলা দিয়ে ঢাকা
তার উপরে উপুর করে মেলছে আঁধার ছায়া
গন্ধরাজের শাখা!

মেঘের স্রোতের আলতো ছোঁয়ায় কাঁপছে তিরতির
মলিন রূপোর চাঁদ
তার আলোতে ঘ্রাণস্মৃতিময় বাড়ছে ধীরে ধীরে
রহস্যময় রাত!

৯৫৪ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “একটি চিত্রকল্প……”

  1. আন্দালিব (৯৬-০২)

    ওহ! দারুণ ছন্দ! তুমি তো আসলেই খুব ভালো লেখো ভাই!! আমি রীতিমত মুগ্ধ হচ্ছি। এতো অল্প কথায় যে রাতের বর্ণনা দিলে, পড়তে পড়তে মনে হলো, কী যেন নেই, কী যেন নেই। তারপরে বুঝলাম। এমন রাত অনেকদিন দেখি না, এমন রাতে আশেপাশে যে নৈঃশব্দ্য থাকে সেটাই এখন আমার জীবনে নেই!

    খুব খুব ভালো লিখেছো। খালি দুয়েকটা বানান ভুল (টাইপো) হয়েছে। এতো ভালো লিখেছো বলেই, এই ছোট একটু খুঁত চোখে বাঁধছে।

    মৃদু আর উপুড়

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।