তোর ঘ্রাণ পাই——–মাঠে এলে রোজ
তুই এসেছিলি——–আমি তারই খোঁজ
পেয়ে এসে দেখি——কেউ আর নেই
তবু জানি ঠিক——–চলে যাবো যেই
তুই আবারো———-ফিরে আসবি
অস্থির আমি———-দেখে হাসবি
আমি দেখবোনা——-তুই আড়ালে
মুচকি হাসিস ——–হাত বাড়ালে
ধূপছায়া মেঘ———-জল দেয় ঢেলে
অঞ্জলি ভরে———-“এই বোকা ছেলে,
কার খোঁজে তুই——-এমনি আসিস
এই খোলা মাঠে?”—–এই বলে শিষ
দিতে দিতে চলে —–যায় উত্তরে
ধূপছায়া মেঘ———-পাহাড়ের ঘরে!
ভেবে সত্যি———–আমি নির্বাক
কার খোঁজে আসি?—-যাক চলে যাক।
ওই পাষাণীকে——–খুঁজবো না আর
প্রেম নেই বুকে——–মন নেই যার!
এতটুকু ভেবে———আমি থামতেই
কাঁচভাঙ্গা সুরে——–হেসে উঠে সেই
কত চিরচেনা———তবু চেনা নয়
ঘ্রাণময় স্মৃতি———-চির বিষ্ময়!
তারপর এসে———পথ আগলে
দাঁড়ায় বালিকা——-আমি রাগলে
মান ভাঙানোর——–কত চেষ্টা!
হেসে উঠে দেখে——সারা দেশটা।
কী করে তখনো——-আমি চুপ থাকি
তাই ইশারাতে——–কাছে তারে ডাকি।
😛 🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😛 🙂
😛 :shy:
😛 🙂
চ্যারিটি বিগিনস এট হোম
সবার মাথা নষ্ট
😛 🙂
ভাইয়া ভালো লিখেছো :clap:
:hug:
:clap:
ওই পাষাণীকে——–খুঁজবো না আর
প্রেম নেই বুকে——–মন নেই যার!
....দেখা যাবে!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
😀 😀
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
:hatsoff: :hatsoff:
দারুন , দারুন।।
শাহরিয়ার, তুমি হইলা সেই যারে গিয়া বলে মাল :hatsoff: :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
এখনো কলেজ থেকে বের হওনাই, কিন্তু তোমার কবিতা পড়লে মনে হয় জীবনে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে তোমার! আজব দুনিয়া!
উপরের মন্তব্য শাহরিয়ারকে উদ্দেশ্য করে বলা। 😕 😕
হ, আমরা বুঝছি ;))
এইটা মনে হয় কমপ্লিমেন্টই ছিল! B-) B-)
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
অসাধারন ...... :boss: :boss: :boss:
সুন্দর সুন্দর :clap: :boss:
অনেক ভালো লিখসস,কিন্তু সামনে তো তর পরীক্ষা,এখন মাথা নষ্ট করলে কেমনে হইব?
ওয়াও!!! সৌন্দর্য্য তো...