হঠাৎ করে মনে হলো ভুল করেছি ভালোবাসায়

হঠাৎ করে মনে হলো ভুল করেছি ভালোবাসার
শুকনো হ্রদে নাও ভাসিয়ে
কপাল বেয়ে নেমে আসা স্বেদের ধারা স্ফুলিঙ্গ হয়
ভিজিয়ে দেয় ক্লান্ত প্রহর শ্যামল ছাতের নিওন বাতি
প্রবাহমান আলোর রেখা
সবুজ আলোয় হাত পুড়িয়ে ভুল করেছি ভালোবাসার
নীল হাওয়াতে উড়িয়ে ঘুড়ি
স্বপ্নস্রোতের রাজফটকে পেন্সিল হাতে দ্বারপ্রহরী
খসড়া আঁকে নাটাই হাতে এক বালকের উদাস চোখের
আগুন যত গুমড়ে মরে বুকের ভেতর
মাটির চুলোয় মন পুড়িয়ে ভুল করেছি ভালোবাসার
লালচে ঠোঁটে চুমু খেয়ে
কালকে রাতে চাঁদের সাদা জোৎস্না মাঠে খেলতেছিল
মেঘের সাথে,সেই সুযোগে এই দু’জনার হাটাহাটি
সমস্ত রাত আবছা ছায়ায় হাতটি ধরে গল্প বলা
বিদায়ক্ষণে আলতো ছুঁয়ে ভুল করেছি,ভুল করেছি!

১,০৩১ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “হঠাৎ করে মনে হলো ভুল করেছি ভালোবাসায়”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।