জলকিশোরী,জলকিশোরী

জলকিশোরীর চুল
ফিনফিনে ঠিক ফিঙের মতন কালো
খোঁপায় জবা ফুল
অন্ধকারে ছড়ায় রাঙা আলো!

জলকিশোরীর হাত
মোমের মতন ফরসা,আদর ভরা
নরোম,রেখাপাত
আর্দ্র,যেন উষ্ণ শিশির ঝরা!

জলকিশোরীর চোখ
আকাশ ছাওয়া,সজল অশ্রুতে
প্রশান্ত-উৎসুক
কাঁচের মতন স্বপ্নময় স্রোতে!

জলকিশোরীর মন
কোমল,পাখির ছোট্ট বুকের মতো,
প্রেমে রক্তক্ষরণ,
খুব নীরবে ঝরছে অবিরত!

১,৫২০ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “জলকিশোরী,জলকিশোরী”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।