যাও ফিরে যাও দেবী!

তুমি যাও ফিরে যাও দেবী,যাও ফিরে যাও,মন
আমার থেকে;দুঃখ রেখে
নিয়ে যাও সব স্মৃতির ডালা
অশ্রুমালা!
তুমি যাও ফিরে যাও,দেবী-

ফাগুন দিনের ফুলের কাছে,
অতুচ্চ্য সব ভুলের কাছে
দু’হাত পেতে কী লাভ এখন?
যাও,ফিরে যাও মন!

আমি একলা মানুষ-যেমন তুমি গিয়েছিলে আমায় ফেলে
ভেবেছিলে কীই বা ক্ষতি,একলা মানুষ দুঃখ পেলে!
দুঃখ পেলে?
তাহলে চাচ্ছি ক্ষমা,ওমা,তুমি কান্না জানো?
আর কী জানো?প্রেম জানো না?
লাভ কী কেঁদে-
এ হৃদয়ের ভাঙা, জোড়া লাগবে কি আর?
ভালোবাসা ঘুমিয়ে গেছে,জাগবে কি আর?
বুকের ফাটল মুছতে জানো?প্রেম জানো না?

যাও দেবী,যাও ফিরে তোমার সুখের নীড়ে
রঙিন দেয়াল,ছাউনি নিরাপদ যেখানে,
আমার ঘরে নীল আলো নেই,
বিলাস ভরা সুখ লালও নেই
তবে খুব তৃপ্তি আছে-মানুষ আমি!
মানুষ আমি?সন্দেহ হয়
মানুষ যদি,তবে কেন আমায় ফেলে
গিয়েছিলে মনের খোজে ভিন্ন ঘরে?
খোঁজ পেয়েছ?
পাওনি জানি,তাও ফিরে যাও
মানের খোঁজে মন সাগরের নীল তীরে যাও
যাও ফিরে যাও,দেবী
যাও ফিরে যাও,মন!

১,৩৯৪ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “যাও ফিরে যাও দেবী!”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।