আয় পাষাণী,আয় না করি যুদ্ধের আয়োজন
তুমুল ভীষণ যুদ্ধ হবে,আমরা এ দু’জন-
আস্ত্রধারী যোদ্ধাবেশে শত্রু হয়ে লড়ি,
প্রমাণ হবে কার চেয়ে কে বেশী ঘৃণা করি!
সাদাকালো ছক কাটা ঘর মধ্যে রেখে আয়
সৈন্যবেশী প্রেমিক দিয়ে ক্ষেত্রটা সাজাই,
চাঁদ হবে কার বাজি রেখে লড়াই হবে আজ
ভালো আমায় বাসিস না,তাই হলাম যুদ্ধবাজ!
আগুন লাগা গোলাপ কুড়ি বুলেট হয়ে তোর
হৃদয়টাকে করবে অবশ,গড়বে মায়ার ঘোর-
চারপাশেতে;দেখবি তখন প্রেমের অধিকার
তৈরি হবে,জীর্ণ হবে তোর সব অহংকার!
বুক থেকে মোর পাঁজর খুলে গড়বো ধনুক তায়,
সর্বনাশী,আয় না এবার-আর একটিবার আয়!
৯ টি মন্তব্য : “প্রেম-যুদ্ধ-সুখ ১”
মন্তব্য করুন
সিরিয়াসলি শাহরিয়ার ............ এই সব দারুন কবিতা লিখো কিভাবে ???
:clap: :clap: :clap:
দারুণ!! :thumbup:
শেষের লাইন-দুইটা চমৎকার হয়েছে।
পোলাপাইন বড়-ই ইমোশনাল...
:dreamy: :dreamy:
সংসারে প্রবল বৈরাগ্য!
:dreamy: :dreamy: :dreamy: ;;)
১০০ হিট কাউন্টের বিপরীতে মাত্র ৭টা কমেন্ট দেখে ঢুকে পড়লাম।
খুব ভালো লেগেছে :clap: :clap: :clap: :clap: ।
Life is Mad.
অসাধারন!! সত্যি অসাধারন!!!!
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!