অভাগিনী,কী দিই তোরে দান?
আমার সকল গান-
অসাড় আজি জীর্ণ-অচল আমার কলতান!
ঢেউ তোলে না অবশ বুকে
সুখ ঢালে না কারুর দুঃখে
চুপটি করে যায় সয়ে তার সকল অপমান!
তোর লাগি সুর বেঁধেছিলাম গভীর মমতায়
কোন সে অসুর,আমার সেসব সুর কেড়েছে হায়
তোর পূজাতে জ্বেলেছিলাম গন্ধবিধূর ধূপ
চাঁদের হতে ধার করেছি শঙ্খশাদা রূপ!
তোর প্রতিমায় সে রূপ জুড়ে-
দেবার বেলায় হৃদয় পুড়ে-
তৈরি হলো বুকে আমার বিষের অতল কূপ!
🙂
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শাহরিয়ার তোমার কবিতা লেখার হাত তো দারুণ 😮 এন্ড বাক্য গঠন ও অসাধারণ।
বেশি বেশি লিখো..অপেক্ষায় থাকলাম ;;)
অফটক: ছবিটা সরানো যায় না
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
কবিতায় :thumbup:
শাহরিয়ায়, এই কবিতায় এই ছবিটা না দিলে চলত না?
মানুষ তার স্বপ্নের সমান বড়
চমৎকার 🙂
অনেকদিন পর একটা কবিতা পড়ে খুব ভালো লাগলো।
ভাইয়া সুন্দর লিখেছো 🙂
ইশ্......এই ছেলের দেখি মনে অনেক কষ্ট!
কবিতাটা ভালো লাগল। :thumbup:
বড়ই সুন্দর কবিতা। :clap: :clap:
ভালো লাগলো, তোমার প্রিয় কবি কি রবীন্দ্রনাথ ঠাকুর?