আমার কষ্টগুলো খুব মায়াবী আর লাজুক
ফরসা গাল তার টকটকে লাল হয়ে যাবে,আপেলের মতন
আরক্ত-দু’মুহুর্ত যদি কথা বলো ওর সাথে!
আর ভীষণ নির্লিপ্ত,আর গম্ভীরও,-এবং চুপচাপ-
কোন হৈচৈ নেই-কোন দুষ্টুমী নেই একেবারে!
আমার কষ্টগুলো মিছিলে দাঁড়িয়ে শ্লোগান দিতে পারে না,
তোমাদের কোন সুবিখ্যাত নেতার মতো-
জনসমাবেশে বক্তৃতা দিতে পারে না আঙুল নেড়ে নেড়ে
ধূমায়িত চায়ের কাপ হাতে তর্ক করতে পারে না ঘন্টার পর ঘন্টা,
আমার কষ্টগুলো স্পষ্ট করে জানানও দিতে পারে না তার-
অভিযোগ,আনুযোগ!কেবলই সে হাসে মিটিমিটি,চুপচাপ!
আর হাসাতেও জানে -আমার শত্রুর মুখে হাসি!
আর জানে-
হঠাৎ আমার বুকের পাঁজর দরোজা খুলে ঢুকে যেতে বুকে
তারপর অন্ধ অভিমানী মেয়ের মতো
আমার হৃদপিন্ডে আঘাতে আঘাতে তার সব অভিমান
তার সব কান্না ঢেলে দিতে-আমাকে কাঁদিয়ে
তারপর সেও ডুকরে কেঁদে উঠে!
একেবারে আমার ছেলেবেলার মতন!
খালি মাঠে গোল!!!!
অনেকদিন পর ফার্স্ট হইলাম। এইবার পইড়া আসি।
ছবিটা জোস হইছে, লেখাটাও ভাল্লাগছে,...পোলাপান এত কড়া কড়া চিন্তা করে কেম্নে এত অল্প বয়স?
আমাদের সময়তো আমরা ........ থাক আর কইলাম না কি করতাম
আমরা বুইঝা লইলাম 😛
পোলাপান পাকনা হচ্ছে :-B :-B :-B :-B
ভালো হইছে।
কিপ আপ দ্য গুড ওয়ার্ক। :thumbup:
কবিতা লিখার সবচেয়ে common উপজীব্য বোধহয় ... কষ্ট
কষ্টে থাকতে থাক
আর
কবিতা লিখতে থাক
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আইজুদ্দিন জীবনে একটাই কবিতা লিখেছিল ...
সেইটাও লেখছিল কষ্ট নিয়া ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হাসছ ক্যান ...
আইজুদ্দিনের আর কোন কবিতা তোর জানা আছে নাকি ?? :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হতে পারে আইজুদ্দিন আরও কবিতা লিখেছিলেন- কিন্তু কালের গর্ভে তারা হারিয়ে গিয়েছে। 😛
গর্ভ থেকে আমি জানি নতুন কিছুর জন্ম হয়। হারায় ক্যামনে ? :-B
সাতেও নাই, পাঁচেও নাই
ওরে বোকা, ওরে অবুঝ...কালের গর্ভ এমনই এক গর্ভ, যেখানে সব হারিয়ে যায়। :-B
কাল পুরুষ না মহিলা এইটা আগে জানতে চাই তানভীর ভাই :-/
মানুষ তার স্বপ্নের সমান বড়
কাল অবশ্যই পুরুষ।
কালমহিলা শুনছিস জীবনে?
;)) ;)) ;))
পঞ্চ তারকা :hatsoff:
খুব সাধারণ মানের।
কবিতার মাঝখানে ছবি দিও না। দেখতে খারাপ লাগে।
শেষে দাও।
আর সব সময় কবিতার সাথে ছবি দিতে হবে এমন কোন কথাও নাই।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কষ্টে থাক।।
সুখে থাকলে লেখা বের হয় না।
তুই কি তাইলে ইদানিং বেশি বেশি সুখে আছিস? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
😛
কবিতা ভাল হয়েছে...লিখতে থাক হাত খুলে... :thumbup: :thumbup:
এত কষ্ট কেডা দিল???? 🙁
তোর .... (বুইঝা নে :grr: :grr: :grr: )
:duel: :duel: :bash: এই প্রশ্ন কইরাই ভুলডা করছি
কিরে ব্যাটা মন খারাপ নাকি? খালি কষ্টে থাকস?
কষ্ট থাকাটা আইজুদ্দি সাব প্যাটেন্ট কইরা নিছে।
সো, ইউ নো, আমার মত মাস্তিতে থাক।
কষ্টরে কইষা মাইনাস।
ঐ... :grr: :grr:
শান্তিতে থাকবার এক্টাই সিস্টেম আছে।আমাদের কলেজের বড় আর ছোট হুজুর সেই শান্তির রহস্য জানেন
:thumbup: :thumbup:
কবিতা ভাল হইছে।কিপ ইট আপ...।। :thumbup: :thumbup: