আমিই তো তোর সব চিনি!

আমি তোর সব চিনি,তোর মেখলা হাসা
ঠোঁট ফুলিয়ে মান করা,ফের ভালোবাসা!
তোর গালে কি ছোট্ট কালো তিল আছে?

অন্ধকারের মতন কালো চুলের খোঁপায়
আলতো করে গুঁজে দেওয়া রক্তজবা
আজো আমার চোখে যেন বিঁধে আছে!

কাৎ করে ঘাড় তাকাস কেন আড়চোখে?
কী যেন এক দুষ্ট খেলা তোর মুখে!
এক্ষুনি কোন নালিশ নিয়ে দাঁড়াবি?

হাত নাড়িয়ে কথা বলা;এলোমেলো
কপাল বেয়ে অবাধ্য সেই চুলগুলো,
ছুঁয়ে তোকে আমার হাতে সরিয়ে দিই?

নাকের পাঁটায় বিন্দুমতো ঘাম জ্বলে
শিশির যেন,এক নিমেষে মুছে ফেলে
হাতের চেটোয়;আমিই তো তোর সব চিনি!

১,০২৫ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “আমিই তো তোর সব চিনি!”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।