সিসিবি তে উনি, যতদূর জানি, এডজুটেন্ট হিসাবে পরিচিত। ব্লগ এডজুটেন্ট না, ‘Adjutant’ এডজুটেন্ট। গতকাল খবর পেলাম তাঁকে ঢাকা সি.এম.এইচ এ ভর্তি করা হয়েছে। ম্যাসিভ হার্ট এ্যাটাক-এর শিকার। এখন ICU তে আছেন।
সিসিবি’র সকল সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি – দোয়া/আরোগ্যকামনা করবেন। আমার ছোটমামা হন, মাত্র ৪০। ছোটমামীও বছরখানেক আগে এ্যাজমাতে মারা যান। এমন ঘটনা খুবই unexpected…
১৬ টি মন্তব্য : “ইউসুফ ঝকক (‘৮৩-‘৮৯)”
মন্তব্য করুন
মন খারাপ হয়ে গেল।
দোয়া করি তিনি এ ধাক্কা কাটিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
দোয়া করি উনি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দোয়া করি উনি তাড়াতাড়ি সূস্থ হয়ে উঠুন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আদনান,
তোমার মামা ইউসুফকে আমরা আদর, ভালোবাসা, শ্রদ্ধায় 'অ্যাডজুটেন্ট' বলে ডাকি। ইউসুফকেই আমরা ব্লগের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছি। কিন্তু তুমি এ কি খবর দিলে! আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমাদের সবার শুভ কামনা ওর জন্য। তুমি সময়ে সময়ে ওর স্বাস্থ্যের অগ্রগতি আমাদের জানিও। কিছুটা সুস্থ হয়ে উঠলে অবশ্যই ওকে দেখতে যাবো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
খুবই খারাপ সংবাদ । ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন তিনি ।
ব্লগ খুলেই এমন একটা খবর... আল্লাহ উনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুক।
খবরটা জেনে খারাপ লাগল। উনার সুস্থ্যতা কামনা করছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
ইউসুফ ভাই দ্রুত আরোগ্য লাভ করুন।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এত অল্প বয়সে!
ইউসুফ ভাই নিশ্চয়ই ভালো হয়ে উঠবেন, বিশেষত হাসপাতাল পর্যন্ত যখন পৌঁছে যেতে পেরেছেন।
আপডেট দিয়ো আদনান।
খুব মন খারাপ হয়ে গেলো, খুব।
আমাদের প্রিয় এ্যাডজুটেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠবে সেই কামনা করি...
তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক ইউসুফ ভাই। 🙁
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন এই দোয়া করি
কেউ কি কোন আপডেট জানাতে পারবে ইউসুফ ভাইর?
ইউসুফ ভাই তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠুক 🙁
মহান আল্লাহর কাছে এ্যাডজুটেন্ট স্যারের আশু রোগমুক্তি কামনা করছি...
আল্লাহ উনাকে সুস্থ করুন ।