সবাই বুঝি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি! ভারচ্যুয়াল জগতটাতেই স্বস্তিতে আছি! একটু কি সময় নেই আমাদের পরস্পরকে দেয়ার জন্য? একটু দেখা সাক্ষাৎ, গল্প আড্ডা, হা হা হি হি, ছবি তোলা, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কী করা যায় না?
প্রতিবছর রোজায় ব্লগের ইফতার পার্টির কথা কী আমরা ভুলে গেছি? আমি ভুলিনি। দেখি কার কার মনে আছে? সাড়া দাও, দাও সাড়া।
আমার 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
♪♪ নিজেকে আমি ভুলতে পারি , যাবেনা সিসিবি ইফতার পার্টি ভোলা! ♪♪
সাতেও নাই, পাঁচেও নাই
খুব পছন্দের একটা গান জিহাদ। আবেগে তব্দা খাইয়ালাইলাম। 😡
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ভাই কবে হবে?
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
যে কোনো অফিস ডে'তে। ক্যাডেট কলেজ ক্লাব সব ছুটির দিনে বুকড। ২০ থেকে ২৪ জুলাই যে কোনো দিন হতে পারে। এখানে সবাই জানাও/ জানান দয়া করে।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাই, ঢাকার বাইরে থাকি 😀 তাই প্রিপারেশন নিয়ে রাখতে হয় 😀 ২০-২১ তারিখে করলে হয়তো থাকতে পারতাম।
ধন্যবাদ ভাই। 🙂
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
ক্যাডেট কলেজ ক্লাবে বুকিং পাওয়া দেখি সেনাকুঞ্জের মত অবস্থা। 😀 ছুটির দিন পাইতে এই রোজায় আগামী রোজার বুকিং দেয়া লাগবে। 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সিসিবি প্রেডিকশন গেম বিজয়ীকে কী ইফতার পার্টিতে পুরস্কৃত করা হবে? আকাশ আগাম অভিনন্দন। ক্রস কান্ট্রি দৌঁড় দেখাইলা! পিছন থাইক্কা কেমনে সামনে আইস্যা পড়লা? আর জুনাটা সামনে থাইক্কা পিছনে পইড়া গেল!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইফতার পার্টিতে পুরষ্কার দেয়াটা দারুন হবে 🙂 প্রতিযগিতা কিন্তু দুটো, লেখারও একটা আছে।
আর প্রেডিকশন গেমে এখনো অনেক কিছু বাকি আছে, দেখা যাক শেষ পর্যন্ত টপে থেকে ফিনিশিং পয়েন্ট ক্রস করতে পারি কি না 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
লাগে রাহো আকাশ ভাই...........
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
জুনাদা সম্মিলিত ষড়যন্ত্রের শিকার। উনার সাথে গুটি করা হইসে ও বাণ মারা হইসে। :grr: :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সানা ভাই, আমি প্রেডিকশন ইঞ্জিনীয়ারিং এর শিকার হয়েছি... ;))
আসলে এক পর্যায়ে গিয়ে 'কি হতে পারে'র চেয়ে, 'আমি কি চাই'- এর উপর বেশি জোর দিয়েছিলাম... 😕
এ হারে কোন গ্লানি নেই- স্কাই এর হাতেই এই শিরোপা বেশি মানাবে... (ওরে কি দিলাম... :P)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:just: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও আইতে চাই ইফতারি করতে, 😀
তারিখটা জানালে ভাল হত ভাই :shy:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
ইফতার পার্টি ইজ অছাম ... ... ...
যেকোনো দিনই সময় দিতে পারবো। অনুষ্ঠানে প্রেডিকশন গেমের বিজয়ীদের পাশাপাশি বিশ্বকাপের আগে বিশ্বকাপ নিয়ে যারা লিখেছিলেন তাদেরও উপহার দেওয়া হোক!
সময়টা দ্রুত নির্ধারণ করে ফেলা যাক তাহলে!
এবারে স্কাইপ এর মাধ্যমে দূরের লোকজনকে অংশগ্রহণের সুযোগ দেয়া হোক। খাওয়া অবশ্য মিস হবে, কিছু করার নাই।
প্রতিবার এই দাবি থাকে, এবার বাস্তবায়ন চাই। জিহাদ কি বলো?
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
দাবী জানামু জানামু কইরা ভাব্লাম থাউকগা। পেরা না দেই। নূপুরদা যখন তুলেই ফেলসেন আবার গলা মিলাই। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আমার কাছে একটা প্রজেক্টর আছে। আর এখন তো নেটের স্পিড বেশ ভালো। গুগল হ্যাঙ্গাউট কিংবা স্কাইপ কাস্টের ব্যবস্থা করার চেষ্টা করবো এনশাল্লাহ।
:tuski:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ইশ কতদিন সিসিবি জি-টু-জি তে যাই না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অটঃ জুনাদা আইজকা ক্যাফেতে থাইকেন কিন্তু। কত ধরসেন? আমি খেলা প্লান্টিকে নিসি। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হা হা হা... আমিও! 😀
এছাড়া ব্রাজিলের জেতার আর কোন চান্স নাই... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ভাই, হেব্বি তো জিতাইলেন =))
এইভাবে বলে না শরম। :((
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হয়রান সাহেব, এভাবে অপমান করবেন না... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:thumbup:
২০ বা ২১ তারিখ ক্লাব বুক করা হচ্ছে। আপডেট জানাবো শিগগিরই। মাথা গোনা শুরু হোক। স্যাম কোথায়? এই দায়িত্ব তো ওরই।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
২০ ২০ ২০ ২০ ২০ ২০ ২০ ২০ ২০ ২০ ২০
২০ তারিখে বান্দা হাজির থাকবে। 😀
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য