মালেয়শিয়ার চিঠি – ৪

৯ দিনের ছুটির আজ শেষ দিন। আবার কবে লিখতে পারব জানি না। গতকাল সানা ভাই মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ এর ব্যপারে আগ্রহ প্রকাশ করেছেন। তানভীর ভাই এবং
ওবায়দুল্লাহ ভাই ও মালেশিয়ার আসাবেন। সে কারনে এই ইনফরমেটিভ লেখাটা দিলাম। যাতে সিসিবির কোন ভাই এই দিকে আসলে খুব সহজে এই তিনটা দেশ ঘুরে দেখতে পারেন। মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ বিদেশীদের কাছে খুব লো্ভনীয় একটা রুট। এর প্রধান কারন, এই রুটে খুব কম খরছে ভ্রমন করা যায়।

মালেয়শিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর তিন দেশের যে কোন দেশ থেকেই যাত্রা শুরু করতে পারেন। প্রথমে ঢাকা থেকে তিন দেশের ভিসা সংগ্রহ করতে হবে। ভিসার জন্যে আবেদন করার সময় টিকেট ও ক্রেডিট কাড অবশ্যই লাগবে। যদি কম ঝামেলায় যেতে চান, তাহলে সিঙ্গাপুর এয়ার লাইনের ঢাকা – সিঙ্গাপুর এবং থাই এয়ার লাইনের ব্যাংকক – ঢাকা টিকিট কেটে নিতে পারেন।

সিঙ্গাপুর এয়ার লাইনের সুন্দরী বিমানবালা দের সাথে চলে যাবেন সিঙ্গাপুর। সিঙ্গাপুর এর সব কিছু খুবই নিয়ম মেনে চলে। সিঙ্গাপুর এ ২-৩ দিন থাকতে পারেন। দেখার মত অনেক জায়গা আছে, আছে বেশ কিছু দ্বীপ।কেনাকাটা এখানে না করা ভাল, কারন অনেক দাম। কেনাকাটার জন্য মালায়শিয়া ভাল। তবে সাবধান, সিঙ্গাপুর এ কিন্তু আইন ভাংগলে জরিমানা। লাল বাতির সময় রাস্তা পারাপার করলে ৪০০ ডলার জরিমানা। সিঙ্গাপুর থেকে বাস অথবা ট্রেন এ কুয়ালালামপুর (কে এল) যেতে পরবেন। বাস পাবেন প্রতি ১৫-২০ মিনিট পরপর। তবে দিনে ট্রেন তিনটা। আর অবশ্যই অগ্রীম টিকেট করতে হবে। অগ্রীম টিকেট পাবেন, www.ktmb.com.my এবং কেটিএম এজেন্ট দের কাছে।

Singapore – Kuala Lumpur (KL Sentral) KTM
Ekspres Rakyat : 8.20am Depart – 3:40pm Arrive
Ekspres Senaran: 1:00pm Depart – 8:20pm Arrive
Ekspres Senandung : 10:15pm Depart – 7:08am Arrive

কে এল - সিঙ্গাপুর ট্রেন

কে এল - সিঙ্গাপুর ট্রেন

সিঙ্গাপুর থেকে Tanjong Pagar Railway Station থেকে এই ট্রেন যাত্রা শুরু করে। মালায়শিয়ান ইমেগ্রেশন অফিস এখানে, কিন্তু সিঙ্গাপুর ইমেগ্রেশন অফিস কিছুটা দূরে Woodlands CIQ complex এ। এ কারনে দুইবার আপনাকে ইমেগ্রেশন এর ঝামেলায় পরতে হবে। এ জন্য কে এল – সিঙ্গাপুর বাসে করে যেতে পারেন। বাস ভাড়া ৪০-৯০ রিংগিত (৫০ সিং ডলার) । যেতে মোট ৬-৭ ঘন্টা লাগবে। বাসের টিকিট পাবেন https://www.aeroline.com.my/ এই সাইটে।

কে এল - সিঙ্গাপুর বাস

কে এল - সিঙ্গাপুর বাস


কে এল এ দেখার মত আছেঃ
Park / Town: Twin Tower, Acquire KLCC, Sunaway Lagoon, Malacca, Blue Mosque, Mines wonderland
Beach /Island: Pankor Isalnd, Langkawi, Redang Island, Terengganu, Port Dickson
Hill / High Land: Genting High Land, Cammron High Land, Fresser Hill,
Forest: Ampang Forrest Park, Zoo Negera, Taman Negera, Bird Park (KL), Butterfly Park (KL)
Shopping (Big Budget): KL Pavilion, Suria KLCC, Solaries, Mid valley, 1 Uatama
Shopping (Low Budget): China Town, Central Market, Pasar Malam
Clubbing: Monty Carlo Casino (Genting), Beach Club (KL), Zuck (KL), Ministry of Sound (Sunway)
Woodlands CIQ complex

Woodlands CIQ complex


কে এল থেকে সরাসরি ব্যাংকক কোন বাস বা ট্রেন নাই। সব চেয়ে ভাল হয়, কে এল এ ভ্রমন শেষ করে, বাস বা ট্রেন এ পেনাং ( Butterworth )আসা । পেনাং থেকে ২/১ দিনের জন্য ঘুরে আসুন Langkawi। মালেয়শিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপ এবং সমুদ্র সৈ্কত। আসলে Langkawi সম্পকে বলার কিছু নাই। তবে এখানে বিয়ার এর দাম পানির চেয়ে কম। আর এখানে গেলে সব চেয়ে ভাল হয় একটা গাড়ি ভাড়া করে নিলে। Langkawi তে সব ধরনের গাড়ি ভাড়া পাওয়া যাবে (সাধারন প্রোটন ভিরা ৯০ রিংগিত )একটি লাইসেন্স থাকলেই চলবে।

Butterworth 🙁 depat) – 6.34 AM and 13.45 PM
Bankok : (Arrival ) – 05.40 PM and 09.45 AM
Bangkok – Butterworth: Upper – 1,320 – Lower – 1,410 (Thai Bath)

পেনাং এর Butterworth থেকে ব্যাংকক সরাসরি ট্রেন আছে। Langkawi যাবার আগে টিকেট কেটে নিলে, পরদিন বিকালের (১৩.৪৫) এর ট্রেন এ ব্যাংকক রওনা দিতে পারবেন। মাঝে Padang Besar নামের স্টেশনে ইমেগ্রেশন চেক হবে। তাই Langkawi থেকে কেনা শক্ত পানীয় আগেই শেষ করে নিতে হবে। পরদিন সকাল ৯.৪৫ এ পৌছে যাবেন ব্যাংকক। Langkawi দেখার পর আর ফুকেট সৈকত দেখতে গিয়ে টাকা বা সময় নষ্ট করার মানে নাই। ব্যাংকক এর নাইট লাইফ দেখতে পারেন, কিছু শপিং করতে পারেন। বিশেষ করে বিভিন্ন ফুটবল ক্লাব ও দলের জাসি পাবেন, কম দামের রোলেক্স ও পাবেন। তবে সাবধান ব্যাংকক এর সব কিছু ২ নাম্বার। থাই নারীদের মোহনীয় রূপে গলে যাবার আগে শামসু ভাই এর মত হেলমেট পরে নিতে হবে।

বিঃ দ্রঃ সিঙ্গাপুর এয়ার লাইনের সুন্দরী বিমানবালাদের কথা পুরোপুরি ডিলিট করে থাই এয়ারে উঠতে হবে। না হলে বিরাট কষ্ট পেতে হবে।
সিঙ্গাপুর – ৩ দিন > কে এল ৪-৫ দিন (১ দিন Genting, ১ দিন Cammron, ১ দিন Malacca ) > Langkawi ২ দিন > ১ দিন ট্রেন ভ্রমন > ২ দিন ব্যাংকক = ১৩/১৪ দিন
খরচঃ
হোটেলঃ ৫০-৬০ রিংগিত/দিন (সিঙ্গাপুরে বেশি লাগবে)
খাবারঃ ৮-১০ রিংগিত/বারে
বাসঃ (সিং- কে এল) ৮০ রিংগিত
বাসঃ (কে এল – পেনাং) ২৪ রিংগিত
ট্রেনঃ (পেনাং – ব্যাংকক) ১৪০ রিংগিত
ফেরি (পেনাং -লংকাভি) ৬০ রিংগিত (১১৫ রিংগিত )
গেনটিং – পুত্রাজায়া – সান ওয়ে – কেএল সিসি সিটি ট্রুরঃ ৮০-৯০ রিংগিত (বাস ও টাক্সি)
মালাক্কা – পোট ডিকসন – ৩০ রিংগিত (বাস)
কেমরন হাই – (১ রাত থাকতে হবে) – ১০০-১২০ রিংগিত
তামান নাগারা বন – (১ রাত থাকতে হবে) – ১০০ -১২০ রিংগিত
আম্পাং – কাকড়া দ্বীপ – ৪০ রিংগিত
একুরিয়া – ৪০ – ৫০ রিংগিত
বাটার ফ্লাই পার্ক – ৩০ রিংগিত
ক্লাবিং – জুক / বিচ ক্লাব – ৫০-১০০ রিংগিত
লংকাভি হোটেল – ৮০ -৯০ রিংগিত
লংকাভি কার রেন্ট – ৯০ রিংগিত
ব্যাংকক হোটেল – ৬০ -৭০ রিংগিত
( বড়দের জন্য আরও বেশি লাগবে । ঝিকি মিকি পম পম)

৩,৮৬০ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “মালেয়শিয়ার চিঠি – ৪”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ধন্যবাদ সুমন। আলাদাভাবে তিন দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়া-থাইল্যান্ড ঘুরে আমার এইরকম একটা রোড ট্যুরের পরিকল্পনা কিভাবে জানি মাথায় গেঁথে গিয়েছিল। স্ত্রী-পুত্রকে নিয়ে এরকম একটা ট্যুরের চিন্তা তখন থেকেই। খুবই দরকারি পোস্ট। যদি কোনোদিন সুযোগ হয়!! 😀 😀 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. Clubbing: Monty Carlo Casino (Genting), Beach Club (KL), Zuck (KL), Ministry of Sound (Sunway)ভাই এই খানে ভুইলাও যাইবেনা কারন ওইখানে এখন ডেইলি Jakimএর রেইড পরে।মুসলমান IDদেখলেই ক্যাক করে ধরে নিয়ে যাবে।
    Shopping এর জন্য Times square,Sungai wang plaza,Masjid India colony বলতে ভুলে গেছেন।লেখা ভালো হয়েছে।ভাবছি সামুতে একটা পোস্ট দিব।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।