ফৌজদারহাটের ৫০ বছর পূর্ণ হয়েছে গতবছর। একই সঙ্গে এদেশে ক্যাডেট কলেজ শিক্ষারও ৫০ বছর পার হয়েছে। ডিসেম্বরের ২৫ থেকে ২৭ ফৌজদারহাটে তাই সুবর্ণজয়ন্তী উৎসব হবে। ফৌজদারহাটের অনেকেই সেই উৎসবে সামিল হবো।
“ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ বছর : ক্যাডেট কলেজ শিক্ষার ৫০ বছর” শিরোনামে একটা দ্বিভাষিক সংকলন বের হবে। এতে ফৌজদারহাটের ক্যাডেট, শিক্ষক, ক্যাডেটদের দেখেছেন-কাজ করেছেন এমন ব্যক্তিত্ব এবং বাকি ক্যাডেট কলেজগুলোর ক্যাডেটদের লেখা থাকবে। বিষয়বস্তুকে কেন্দ্রে রেখে তাই কিছু লেখা পেতে আমার এই পোস্টের ভূমিকা।
জ্যেষ্ঠ বা কনিষ্ঠ যে বা যারা লিখতে আগ্রহী আমাকে মেইলে লেখা পাঠাতে পারেন। লেখাটা এ মাসের মধ্যে পেলে ভালো হয়। ৩/৪ ডিসেম্বরের পরে যাওয়া যাবে না। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের কারো একটি লেখা ভীষণ প্রয়োজন। লিঙ্গ সমতা বা সাম্প্রদায়িকতার জন্য নয়, ক্যাডেট কলেজ শিক্ষায় নারীর অন্তর্ভূক্তি আমাদের পুরনো-সেকেলে চিন্তায় নাড়া দিয়েছে। তার প্রতিনিধিত্ব এই সংকলনে থাকা প্রয়োজন। আমাকে লেখা পাঠানোর মেইল ঠিকানা : sanaullah62@yahoo.com
ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।
🙂
🙂
ভাইয়া আপনি পর পর ৩বার ক্যান ইম দিয়েছেন??
হবেনা, মানিনা, 😛
আমিও মানিনা
খেলুম্না...
কিন্তু আমার আগের কমেন্ট খালি গেলো ক্যাম্নে?
বড়ই আচানক দুনিয়া।
ফটোফিনিশ 😛
কিভাবে ৩টা মেসেজ গেলো বুঝিনাই, প্লিজ মুছে দিন। দেখতে খুব বাজে লাগছে।
৫০ বছর মানে ক্যাডেটরা ষাট বছর পেড়িয়ে গেছে ......
একদিন তারা একশ বছরও পেড়িয়ে যাবে ....
best of luck
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi