[ডিস্ক্লেইমারঃ এই একটা জিনিশই আমি ভাল পারি! 😉 ]
দ্বিচরণ
তোমাকে আমার ভাল লাগে
এই নির্দোষ বাক্যে কারো রাগ বা ক্ষোভ
হওয়ার কথা নয়, যদিও আমার সামনে বসে
তুমি ক্ষেপে ওঠো, ভীষণ সুন্দরভাবে
আমি দ্বিধায় পরিমাপ করি
রাগের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, মাত্রাসমূহ
এবং পিথাগোরাস বা ইউক্লিড তুমুল বোকা বনে যায়।
হতাশ হয়ে আমি ফিরলাম কার্যকারণে
গ্যালিলিও বা অন্যান্য জ্ঞানীগণ
বেশ হিসেব নিকেশ নিকেশ করেই
বলে বসেন, “হুম। ক্যালকুলাস লাগবে
নিউটনকে ডাকা হউক।”
বিরক্ত আমি নিজেই খাতা বই টেনে
নিখুঁত ধারালো পেন্সিলে লিখি
আমার ভালোলাগা ও তোমার রেগে ওঠার মাঝের দূরত্ব।
কয়েক কিলোমিটার? সহস্র যোজন? দুই-চারটা আলোকবর্ষ!
মুদ্রার ওপর পিঠে অবলীলায়, তোমার ঠোঁটের কোণে
মুচকি হাসি ফুটে ওঠে
এই ভ্রান্ত-কলাবিদ্যা, এই দুরাচারী বিভ্রম
মুহূর্তেই ধরা দেয়, আহা, বিষমকোণ!
***
২৯.৬.৯
দিহান ভাবীর স্ট্রিক ভাঙলাম। 😀
😡
হাহা!
ভাবী এত কমেন্ট করেও জিততে পারলেন না?? 😕
ব্যাপার না, নেক্সট টাইম হয়ে যাবে! 🙂
:guitar:
খুব জিতছিস! :awesome:
সাধু! সাধু!!
অফ টপিকঃ শালা আন্দা, কত দিন পরে একটা ব্লগ লিখলাম, পাঁচ মিনিটও প্রথমে থাকতে দিলি না...... x-( 😡 x-(
সাধু কইছস বইলা ছাইড়া দিলাম। আমি এতদিন পর একটা পোস্ট দিলাম তাউ তুই নাখুস হইচস!! :gulli2: :gulli2:
তৌফিক ভাইয়া, ব্যাপার না। আমরা আমরাই তো। আমি আপনার পোস্টে ১ম হয়েছি।
আন্দালিব ভাইয়া, উফ!!! মারাত্বক ... :clap:
অনেক ধন্যবাদ ভাবী। আমি তেমন মারাত্মক নই। আপনি যা দেখাইতেছেন তুখোড় আড্ডা! আমি নিজেই মুগ্ধ। :clap: :clap:
নিয়মিত আইসেন আমার পোস্টে, খুশি হব। 🙂
আবার জিগস!!! 😛
কেডা... সিওর আন্দালিব... কোন ডাউট ছাড়া...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কেডা?
আহসান নাকি? ডাউট দিস না কইলাম! :grr: :grr:
থ্যাঙ্কু দোস্ত :hatsoff:
কবিতাটা পুরোপুরি বুঝতে পেরে ইমোশনাল হয়ে গেলাম...কবিতার কারনে না...আমি শিক্ষিত হয়ে যাচ্ছি - এটা বুঝতে পেরে... :shy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হা হা হা! বস, আমারে কি ঘুরাইয়া অশিক্ষিত কইলেন? :no:
ঐ মিয়া, শিক্ষা কি দাঁড়িপাল্লায় রাখা কিছু নাকি যে একপাশ বাড়লে অন্য পাশে কম পড়ে??? x-(
বুঝাইতে চাইলাম, তুমি যতই শিক্ষিত হও, আমরাও সঠিক পথেই আগাইতেছি... B-)
আর বছর পাঁচেকের মধ্যেই এইরকম কবিতা আমি...ইয়ে মানে...আমার ভাই...ঐ যে জিহাদ...হ, জিহাদে দিব... ;;)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :))
আমীরুল স্যারের সামনে একদিন এরাম একটা ডায়ালগ মাইরা কান ধইরা দাঁড়ায়ে ছিলাম।
ক্লাশ টুয়েলভ-কে প্রিন্সিপ্যালের সাথে আখেরি ছবি তুলতে দেখে বলছিলাম, "একদিন আমরাও তোল্বানে!" :((
:khekz: :khekz:
মেয়েরা যতই ছলা-কলা দেখাক...শেষ কলাটা দেখায় ছেলেরাই... B-)
(সরি, ব্যাড জোক... 😕 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তা যা বলেচেন মাইরি!! =)) =)) :khekz: :khekz: :gulti:
:khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
:khekz:
জুনা, :frontroll: শুরু কর।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :khekz: :khekz: :pira:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমি আবার কি করলাম???? আজিব!!!
:frontroll: :frontroll: :frontroll:
(রিভার্স সিনিয়রিটি পাই একবার, সব কয়টারে ফাটায়ালামু... x-( )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হাহা জুনা এইটা কি জোকস করলি! আবার রিভার্সের কথা কস x-( ক্যারি অন :frontroll:
:khekz: :khekz: :khekz: জুনা ভাই এটা কি কইলেন :just: :pira:
অনেক কনফিউজড্ হয়ে, শেষমেষ ফোনেটিক দাবিয়ে কমেন্ট দিয়েই দিলাম একটা!
একটু রাগ-হাসি বা খোঁচাখুঁচি দিয়ে এমন কবিতা লিখে ফেলো! আসলেই এটা ভাল পারো তুমি! বেশ ক্যালকুলেইট করা কবিতাটা খুব সুইট লাগলো। ভাল থেকো! ;;)
[জ্বী, সবই আপনাদের দোয়া! 😀 ]
ভাল লাগলো তোমার কমেন্ট। খুশি হইয়া গেলাম!
আহ! কতদিন পর! এন্টেনাটা খোলস থেকে বের করার সুযোগ পাইলাম! 😀
আন্দালিব ভাই, এই কবিতাটা ব্যাপক লাগসে। এন্টেনা বের করা পুরাপুরি সার্থক 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
কোত্থেকে বের করলা? :grr:
এইটার ট্যাগ দেখো। স্পেশাল কবিতা! ;;;
চমৎকার কবিতা আন্দালিব .........
কোনটা ??? !!! গাছের ডালে বসে বাঁশি বাজানো ????!!!
মাইনুল ভাই, অনেক অনেক ধন্যবাদ!!
কী যে পারি আর কী পারি না এইটা এখনও ঠিক করতে পারি নাই। তবে এইখানে আলোচ্য কবিতায় কী পারি সেটার ব্যাপারে কবি নীরব। অ্যান্টেনা একটু উঁচু করেন বস, বুঝে যাবেন! 😀 😀
গাছের ডালে গাছ কী করে বসে?? 😕
=)) =)) =)) =))
ভালো বলসো .........।
মোটেও ভালো বলেনাই। স্বপ্নচারী ভাই, খুব খিয়াল কইরা। আন্দালিব ভাই আপনারে আই ওয়াশ করার ট্রাই নিতেসে। ডাউট দিয়া কার্যসিদ্ধি করার অপচেষ্টা আর কি।
আর আমার মনে হয় আন্দালিব ভাই পরগাছা :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাইদ্যা, তোমার পোস্টে ভালু ভালু কতা লিখলাম আর তুমি কিনা এখানে আসিয়া ঈসব কইতেছ! x-( x-(
লাগা দশটা! :frontroll:
🙁
:frontroll: ×১০
সাতেও নাই, পাঁচেও নাই
গুড বয়। 😀
x-( x-( 😮 😮
মামা রাগ করলেন কেন? 😕
লোডশেডিং এ ব্লগিং স্থগিত রাখছিলাম। ফেসবুকে তোর লিংক থেকে ঢুকলাম।
চমৎকার কবিতা।
কেমন আছস । ভাল?
হ্যাঁ, দোস্ত ভাল আছি। মন মেজাজ একটু ফুর্ফুরা।
তোর কী খবর?? ভাল আছিস তো?
খবর ভালো । লোডশেডিং এ নিমজ্জিত।
বিভাগঃ কবিতা, গল্প, ঝিনাইদহ , প্রেম-প্রস্তাব 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😀 😀
:awesome: :awesome:
:tuski: :tuski:
:guitar: :guitar:
আরে আন্দা ভাই অনেকদিন পর 🙂
কবিতাটা মনে হয় বুঝতে পারছি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
এইটা খুবই সহজ সরল কবিতা। ঠিক কবিতাও নয়, কবিতার মোড়কে প্রেম-প্রস্তাব। আজকাল তো প্যাকেজের যুগ। সবাই-ই রকমারি প্রেজেন্টেশন চায়! 🙂
কিরাম আছো??
আছি ভালই 🙂
আন্দা ভাই, এই প্যাকেজের যুগে কার জন্য প্রেজেন্টেশন সেইটা নিয়ে একটা গদ্য নামাইলে আমাদের এন্টেনার জন্য বিশেষ উপকার হইত 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
তাকে নিয়ে গদ্য কীভাবে লিখি। আমার গদ্যের হাত খারাপ। একটা প্রস্তাবনা-কবিতা ভাবছিলাম, সেটা এখানেই দিলাম। তাকে নিয়ে লেখনের টাইম আসে নাই এখনো! ;;;
কবিতা পাঠ পূর্বক বড়ই বিগলিত হইলাম, আমার চতুর্দন্ডী তরংগ-গ্রাহক যন্ত্রে যথেষ্ট প্রশংসনীয় পর্যায়ে এই পদ্যটি ধৃত হইয়াছে। আন্দালিব ভ্রাত, অতিশয় উচ্চমানসম্পন্ন কবি। :boss: :boss:
অফটপিকঃ এক কাপ উত্তপ্ত ঘোয়া উড্ডয়মান :teacup: পান করিয়া সেবক কনিষ্ট ভ্রাতকে বাধিত করিবেন জনাব।
(পুরাটার ক.রা.- মাস্ফ্যু ভাই ;;) ;;) )
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
মাস্ফু কই? তোমাকে দিয়ে কপিরাইটেড কমেন্ট করায় কেন? সে কী বিজি? তুমি কি ইজি? :khekz: :khekz:
উনি এখন ভাবীর সাথে ফোনালাপে(মতান্তরে বিবাহপূর্ব প্রেমালাপ) মত্ত। তাই ভাইরা ভাই হিসেবে আমাকেই সক্রিয় থাকতে হচ্ছে 😀 ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হুম। ওর উচিত এই কবিতাটা পড়া। তাহলে বিবাহোত্তর জীবনবভাল কাটবে! ;;;
[ডিস্ক্লেইমারঃ এই একটা জিনিশই আমি ভাল পারি! 😉 ]
ঠিক! ঠিক! ঠিক! ঠিক! ঠিক! ঠিক!
কুনু ডাউট নাই
অবশেষে দিলা তাহলে, যাক ফেসবুক কমেন্ট স্বার্থক।
😀 😀 😀
ইউসুফ ভাই, এম্নিতেও দিতাম। কয়েকদিন সিসিবিতে পোস্ট না দিলে নিজের ভিতরেই উশখুশ শুরু হয়।
ঐটার কথা তুলে আর বইলেন না। এইটা কেমন হইছে বস!! 🙂
বড়ই উপাদেয়! শুকুর আলহামদুলিল্লাহ!
:awesome: :awesome: :just: :tuski:
প্রিন্সিপালের অনুপস্থিতিতে ব্লগের ডিসিপ্লিন দেখার জন্য অ্যাডজুটেন্ট আছে! কিন্তু বিষয়টা কি তোমার নজর এড়িয়ে গেল ইউসুফ? আন্দা তো সিসিবিতে প্রেম-প্রস্তাব পেশ করেছে? আমরা কি এটা মেনে নেব?
এডু-মডুরা কি বলে? শুনলাম ওরাও নাকি সব প্রেম পাগল হয়ে দিওয়ানা হয়ে গেছে?
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ওহ্, ভুলে গেছি। আরেকটা কথা। কবিতাটা জটিল, আন্দা জটিল............. হইছে!! :thumbup:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
প্রিন্সি-স্যার, এইটা সিসিবি'তে পেশ করার কারণ সবার সাথে সকখ-দুঃখ ভাগাভাগি করে নেয়া। আমরা তো সবাই এখানে একসূত্রে গাঁথা, পরস্পরের বিপদে যেমন এগিয়ে আসি, তেমনি ভাল খবরটাও শেয়ার করতে চাই। সেই প্রচেষ্টা থেকেই এই লেখার অবতারণা। আমি গুরুত্বপূর্ণ কথা গুছিয়ে লিখতে পারি না, তাই যেভাবে ভাল পারি সেভাবেই লিখলাম! :dreamy: :dreamy: :dreamy:
আপনিই ভাল বুঝবেন এই মরুভূমি-হৃদয়ে এক পশলা বর্ষণ কী মধুময় প্রতিভাত হয়। সেই আবেগেই এই নিবেদন। কেমন লেগেছে সেটা জানিয়ে কৃতার্থ করিবেন। 😀
সকখ = সুখ *
সানা ভাই... প্রেম-ভালবাসা কি অপ্রাধ ? :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
😮
এইটাতে আমারও খটকা ছিল। কিন্তু আমি ছোটমানুষ বলে বড়দের ব্যাপারে নাক গলাইনি! :-B :-B
দারুন
অদ্ভুত
দুর্দান্ত
প্রবল্ভাবে প্রেমাক্রান্ত 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাইয়া, তাহলে কি সুখবর শুনছি, শিগগিরি? 😀
ঐ :-B
ঐ B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 ঐ মানে কি? ভাইসাব?
ঐ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ মানে হলো সহমত।
ঐযে ছোটবেলায় সরল অঙ্ক করতে গিয়ে এক লাইনের নিচে লিখতাম ঐ, ঐ রকম। :-B
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব ভাইয়াটা, আমি বুঝেছি। কিন্তু আমি কাইয়ুম ভাই এর ঐ শুনে টাশকি খেয়ে এমন করলাম। তারমানে সুখবর আছে। তাহলেতো ঝাতি কে ঝানাতে হয়। 😛
রকিব ভাইয়া, তোমার না পরীক্ষা, না পড়ে এইখানে কি কর? যাও, পড়তে বসো। x-(
ঐ
ঐ :thumbup:
😕 😕 😕
তাইলে যাই :((
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
কই? 😕
পড়ালিখা করতে। 🙂
পড়ালিখা করে যে ...... 😛
আহ! আপনার মৃদু অথচ প্রকাশমান মন্তব্যে আমি আবারও মানতে বাধ্য হলাম, আপনি একটা জিনিশ! :boss: :boss:
কেমন আছেন, বস?
:hug: :hug:
সিসিবিতে দেখিনা ক্যান
সংসারে প্রবল বৈরাগ্য!
এইরকম লেখা সচরাচর আসে না, বস। তাই চুপচাপ থাকি। অফলাইনে থাকি, খালি ওনলাইনেই আসা হয় না। :((
তবে এখন আইসা পড়ছি! :hug: :hug:
অসাধারণ কবিতা আন্দালিব ভাই। 'আহা, বিষমকোণ'- একটা দীর্ঘায়ু ব্যঞ্জনা তৈরী করেছে। 🙂
কি দিনকাল পড়লো - মুহাম্মদও কবিতা পইড়া কয় অসাধারণ!
আন্দালিব ভাইকে :salute:
সাতেও নাই, পাঁচেও নাই
:)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অনেক ধন্যবাদ মুহাম্মদ। শেষের অংশটি নিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেবেছি, তারপরে অনেক এডিটের পরে এই ভার্সনটি দাঁড়াল। তোমার কবিতাপাঠের মনোযোগ দেখে খুব ভাল লাগলো! :clap:
প্রেম কর্তে মঞ্চায়... :tuski: :tuski:
হিসেব নিকেশ করতে মঞ্চায়... :tuski: :tuski:
আন্দাভাইরে মাল্বকি/বস্কবি কইতে মঞ্চায় :tuski: :tuski:
কমেন্ট দেইখা তো মনে হইতেছে তোমার খালি ড্যান্স করতেই মঞ্চায়! ;;;
মাল্বকি কী জিনিশ? দুইটা :frontroll: লাগাও বানান ভুলের জন্য! একটা কিছু কইবা, সেইটা ঠিক ঠাক হইতে হইবো তো, নাকি? 😛
😮 :(( :frontroll: :frontroll:
গুড বয়! 😀
এখন কী কী করবা মন খুলে করো। 🙂
প্রেমের কাছে সকল যুক্তি মুখ থুবড়ে পড়ে। আর কতবার বলব যে আপনি ভালো লেখেন? এত ভালো কেমনে লেখেন?
আমার যতদূর মনে হয় হাত দিয়াই লেখে :-B
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সবাই তো হাত দিয়াই লেখে, খালি শার্লীর জিজ্ঞাসা ছিলঃ
সেইটার জবাবে বলতে হয়, :-B মূলত হাতের আঙুলে ঠকাঠক গুঁতো দিতে থাকি। তারপরে যেগুলো টাইপো, সেগুলো ঠিকঠাক করি। ঠেকেঠেকেই শিকেচি। :grr: :grr:
তোমাকে দিয়ে এই কবিতার সারমর্ম লেখানো যাবে! :clap:
ব্লগের ভিতর প্রেমালাপ, প্রেম নিবেদন... সবই চলছে। আমিও আইডিয়াটাতে মুগ্ধ!!! কেমনে কেমনে জানি আমি কবিতাটা একটু একটু বুঝতে পারতেসি মনে হয়। কিন্তু নিশ্চিত না।
আন্দালিব কবিতাটা মনে হয় ভালো হয়েছে।
এহসান ভাই, আপনি যেভাবে বুঝেছেন সেটাই ঠিক আছে। ঠিক বেঠিক ব্যাপারগুলো ত আপেক্ষিক, তাই না? সেখানে কবিতার চেহারা তো পানির মতই, যে পাত্রে পড়বে, সে পাত্রেরই আকার!
আপনি যদি বলেন ভালো হয়েছে, তাহলেই আমি খুশি! ধন্যবাদ ভাই। 😀
অসাধারণ! অসাধারণ !! অসাধারণ !!! তোর সাথে ল্যাবে কিছুদিন ছিলাম বলে গর্বিত (যদিও আমার ধারণা তোর মনে নাই আমার কথা) 😛
থ্যাঙ্কু দোস্ত! কিন্তু কোন ল্যাবের কথা বলছিস, আমার আসলেই মনে নাই। 🙁
স্কুলের কথা বলি রে বেটা.............গভ ল্যাব .................. তুই গেলি জেসিসি আর আমি এফসিসি ........ কেউ কথা রাখা তো দুরে থাক, মনেই রাখল না 🙁 😛
গভঃ ল্যাবের কথা কীভাবে ভুলব? ঐখানেই তো তোর সাথে প্রথম দেখা! আমি অনেক অল্প সময় ছিলাম বলে অনেক কিছু ভুলে গেছি। গভঃ ল্যাবকে যে আদর করে 'ল্যাব' বলে সেটা ঠিক রপ্ত হয় নাই আমার! 😛
আহা! কত রহস্য এই দুনিয়ায়! কিছুই জানা হইল না, কিছুই শিখা হইল না! :dreamy: :dreamy:
কবিতাটা দারুন লেগেছে আন্দা। অনেকদিন পর পর সিসিবিতে একটা লেখা দিয়ে আবার হারিয়ে যাও কেন? ব্যস্ত নাকি?
ঠিক বলছেন তানভীর ভাই, আসলেই অনেক কিছু জানা হয় নাই। তাই তো কবি বলেছেন, "কত অজানারে...!"
মাঝে একটু ব্যস্ত ছিলাম। এখন আবার ফ্রি। সুস্থির হতে পারছি না, এটাই সমস্যা। 🙁
কবিতাটা অসাধারণ। আমি অনেকটাই বুইঝা ফালাইছি।
আহারে আমার তো বিপ্রতীপ কোণ কি যে করি।
চেষ্টা চালাইতে থাক। চেষ্টায় কীই না হয়। দেখবি একটা টাইমে বিপ্রতীপ কোণ বদলায়ে সমান্তরাল বাহুর অন্তর্ভুক্ত কোণ ১৮০ডিগ্রি হয়ে গেছে! ;;;
অবশেষে তোমার কোন একটা কবিতা হয়তো বুঝতে পারলাম, নিশ্চিত না যদিও। ভাল লেগেছে...
অনেক ধন্যবাদ মাহফুজ ভাই, আপনার কমেন্ট পেয়ে ভাল লাগছে! 🙂
১০০ B-) B-)
:tuski: :guitar: :hatsoff:
হ ঠিকই কইছো, ক্যাল্কুলাসের ব্যাঞ্চাই।
ছবিতা কবিতা দুইটাই সিরাম হইছে
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার সাথে সাথে আমিও ব্যাঞ্চাইলাম! :gulti:
অনেক ধন্যবাদ ফয়েজ ভাই। :hatsoff:
Keda andalib vai niki? :grr:
কেডা? তুহিন নাকি? :grr:
শরীর কেমন এখন তোমার?? 🙂
আন্দা, কবিতাটা দারুন হইছে...। আর ভাল কথা, তুমি কি বিনয় মজুমদার পড়ো ?
অনেক ধন্যবাদ মান্না ভাই।
বিনয় মজুমদার পড়ি নাই। তবে অনেক নাম শুনেছি। আমি মূর্খ ধরনের লেখক।
বাহ, দারুণ।
স্বীকার করি যে আন্দালিবের অনেক লেখাই মাথার উপর দিয়া যায়। এইটা তেমন যায় নাই।
শানে নযুল জানতে মঞ্চায়
বস্, শানে নযূল বড়ই আচানক। ধীরে ধীরে বলি... তাড়াতাড়ি বলতে গেলে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে! ;;;
বাহ বাহ :awesome: :awesome: :awesome:
তোমার লেখার পরিমান কমে ক্যান?
:thumbdown: :thumbdown:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মাথায় ইদানিং নানা দুশ্চিন্তা চলে আসতেছে হুটহাট। আমি মাল্টিটাস্কিঙে খুবই খারাপ, তাই ঝামেলা ম্যানেজ করে লেখার চিন্তা আসে না। 🙁
আমিও নিজেরে বুড়া আঙুল দেখাইলাম! :thumbdown: :thumbdown:
খুব শিগগির তুমার বুড়া আঙুর উফরে উঠুক......................... O:-)
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
একটা কবিতার সবগুলো লাইন বেশিরভাগ সময়ই ভাল লাগেনা । আমি কবিতা বিবাগী মানুষ । কবিতার ভাবালুতার চেয়ে গদ্যের সরাসরি কথন বেশি উপভোগ করি । তবে তোর এই কবিতাটা আমার খুবই ভাল লেগেছে, সবগুলো লাইনই অনেক পছন্দের তাই নির্দিষ্ট করে কোনটা কোট করলাম না । আমারো শানে নুযুল জানতে মন চায় ।