দেবালয় থেকে স্বর্গশিশু যদিওবা ভবভূমে পদার্পণ করে তা সত্ত্বেও তার অপূর্ব শ্রী দর্শন চর্মচক্ষে সবার পক্ষে সম্ভবপর হয়না।তবে কিছু কিছু অনন্যসাধারণ প্রতিভাধর সূত্রধর তরুণ তাদের মনীষামণ্ডিত লেখনির মাধ্যমে সে বিস্ময়কর দৃশ্যবলি আমাদের সাধারণ চোখে মর্তে বিরাজমান সুনিপুন ভাষ্কর্যের আকারে উদ্ভাসিত করে তোলেন।তাঁদের স্বর্গীয় ভাষা যদিওবা আমার মত অকালকুষ্মাণ্ডের মস্তিষ্কের উচ্চতর কক্ষের কেদারায় বিশ্রামটুকুও না নিয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়,তদাপি এঁদের প্রতিভার জাজ্বল্যমান বিচ্ছুরণ প্রত্যক্ষ করে বিস্ময়াভিভূত না হয়ে পারিনা।মহাকাব্যিক ভাষাশৈলী,অনির্বচনীয় ভাবাবেগ এবং নীরব ঘাতকের দক্ষতায় এঁরা বুদ্ধিমত্তায় উচ্চ শিখরে অবস্থানরত মানবকুলের অন্তরকে বিকশিত করে অন্তরতর পর্যায়ে নিয়ে যান-আমরা মর্কটজাত শিশুকুল কেবলমাত্র বিমহিতই হয়ে রই।
এমনই বিমোহিতকারী একজনের ধরণীতে আগমন দিবস আজ।“যাস্ট ফ্রেন্ড” ”আমিও খাপো” আর “একটু বেশি ঝাল” ডায়ালগ মাসালা খ্যাত আপনাদের চিরপরিচিত মাস্ফ্যুর এই ভয়ঙ্কর গদ্য দেখেও কি বুঝতে পারছেননা লোকটি কে?
আন্দালিব ভাই, শুভ জন্মদিন!!!
Hepi badde andalib vai
মাসরুফ, তোমার আবেগসিক্ত বলিষ্ঠ লেখনী হৃদয়-মন্দিরের বেদীতে যেন অনির্বান শিখা প্রজ্জ্বলিত করে দিয়ে গেল... :thumbup:
আন্দালিব, শুভ 'ধরিত্রি-পদার্পণ দিবস'... :clap: :clap: :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
😮 😮 😮
শুভ জন্মদিন আন্দালিব ভাই :party: :party: :party:
১৭ তারিখ এই উপলক্ষ্যে বিশেষ কেক থাকা চাই :awesome: :awesome:
এক্কেরে সহজ বাংলায় কইছি 😀 মাথার উপ্রে দিয়া জানি না যায় ;;;
খুব সুন্দর হয়েছে মাসরুফ।
শুভ জন্মদিন, আন্দালিব ..।... :party: :party: :party: :party:
:shy: :shy: আমি দেখি সিসিবির "জন্মদিন এক্সপার্ট" হয়া যাইতেছি :shy: :shy:
শুভ জন্মদিন আন্দালিব।
সাতেও নাই, পাঁচেও নাই
😮 😮 😮
তাড়াতাড়ি :frontroll: লাগা......ছি ছি ছি.........
বড় ভাইরে তুই কি কইলি এইটা 😛
জন্মদিন শুভ হউক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি তো প্রথমে ডরাইয়া গেছিলাম। ভাবলাম মাস্ফ্যু তার বিসিএসের মডেল টেস্ট এইখানে দেওয়া শুরু করলো বুঝি!!
ভূমিকাটা দারুণ হইছে ব্যাটা। ;;;
শুভ জন্মদিন আন্দালিব। ভালো থেকো। সবাইরে নিয়া কেকটা কাটো।
:clap: :clap: :clap:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমিও কেক খাপো। :(( :((
(কপিরাইটঃ লেখক)
শুভ জন্মদিন, আন্দালিব ভাই। :party: :party:
শুভ জন্মদিন আন্দালিব ভাই।
শুভ জন্মদিন আন্দালিব। ভালো থাকিস।
খাইছে!! ঐ ব্যাটা মাসরুফ! করেছিস কী??
আমি পুরাই হতবাক! শিরোনাম দেখে একটু মজা পেয়েছিলাম। ভাবলাম পচাই মাসরুফকে যে আমি খালি কঠিন শিরোনাম দেই, আর কঠিন লিখি বলিস! তুই নিজেও কী কম নাকি?
ঢুইকা দেখি, ঘটনা অন্যরকম! পচাইতে আইসা নিজেই এইভাবে পইচা যাওনের ঘটনা বিরল!
কী মুস্কিল। এই বার তো একটু কিরাম কিরাম লাগতেছে!
সবাইকে অনেক অনেক ধইন্যাপাতা!! খুব খুশি হইলাম সবার শুভকামনা পেয়ে।
আজকে আমার আগের ক্যাডেট নম্বরের ছেলেটার বিয়ে। এখন ওর বিয়ে খেতে যাচ্ছি। এসে একটা নাতিদীর্ঘ পুস্ট দিমু আশা করি।
ততক্ষণ, মাসরুফ: অনেক অনেক ধন্যবাদ ভাই। তোমাকে আসলে শুকনা ধন্যবাদ দেয়াটা ঠিক হচ্ছে না। সবাইকে সামনের মীটে একটু তরল ধন্যবাদ ও দিব!
টাটা ফর নাউ!
তরল মানে কি শক্ত পানিয় বা এই টাইপের কিছু?
আপনার নাম্বার কখন আসবে?
মাসরুফের লেখাটা পড়ে জবর মজে পেলাম।
শুভ জন্মদিন আন্দালিব (যদিও যখন লিখছি,
তখন দিনটি গড়িয়ে গেছে এগারোতে).....
আজ সারাদিন আজ নেটে বসা হয়নি,
তা না হলে তো এই লেখাটা আরো আগেই
চোখে পড়তো। আর আমিও চিল্লিয়ে বলতে
পারতাম : আন্দালিব, আজ আমারো জন্মদিন! ইশ্!!!
😮 😮 agey koiben na????
nupur da,kaiyum vai er sathe age difference koto komlo???happy birthday boss....
জামাই খালি ইংলিশে কমেন্ট করে ক্যান? x-(
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
জামাই?? 😕 😕
:just: জামাই
সংসারে প্রবল বৈরাগ্য!
~x( ~x( :bash:
আরে কাইয়ূমের লগে তো যোজন যোজন difference.
ওর তুলনায় আমি তো সেদিনের শিশু! 😀
তাইলে কি....তাইলে কি... না থাউক ;)) ;))
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলে কি...
কইয়া ফেলাও...
বস্, কমু? কমু? 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
হ, তাড়াতাড়ি।
হেপি বাড্ডে বড় নূপুরদা । দেরি হয়ে গেলো। :frontroll:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
নূপুর ভাই, :just: শুভ জন্মদিন আপনাকেও 🙂 দেরি করে ফেলার জন্য :frontroll: আন্দালিব্রেও আবার শুভ জনমদিন মুবারক জানাই বসের সাথে সাথে :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভ জন্মদিন আন্দালিব ভাই :awesome: :awesome: :tuski:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
আন্দালিব ভাই শুভ জন্মদিন :party: :party: আর আপনার আগের ক্যাডেট নম্বরআলা ভাইরে শুভ বিবাহদিনের শুভেচ্ছা :clap: :clap: (উনি যদি ব্লগে না থাকে তাইলে জানায় দিয়েন)
এই মাত্র জানলাম, দেরি হবার জন্য দুঃখিত, শুভ জন্মদিন নূপুর ভাই :party: :party:
হ্যাপি বাড্ডে। 🙂
আন্দা, শুভ জন্মদিন 😀
প্রিয়জন সবাইকে নিয়ে আজকের দিনটি সহ বাকি জীবন আনন্দে এবং সাফল্যে কাটুক :boss: এবং সিসিবিতে লেখালেখির এই চমৎকার সমৃদ্ধ ধারাটিও অব্যাহত থাকুক :party:
ভালো থাকিস সবসময় :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
লেখাটার লাইগ্যা মাস্ফ্যুকেও :just: কৃতজ্ঞতা
সংসারে প্রবল বৈরাগ্য!
:shy: :shy: :shy:
হইছে, এখন ধান্মন্ডি লেক ধইরা :just: পাচটা চক্কর দিয়া আসো জামাই বাবাজি :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আন্দালিব,
শুভ জন্মদিন :party: :party: :party:
অনেক অনেক শুভ কামনা রইল
শুভ জন্মদিন আন্দালিব... :party: :party:
এইডা কি দিলিরে মাস্ফু 😮 😮
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:awesome: :awesome: :tuski:
আন্দালিব,
শুভ জন্মদিন
মাসরুফকে ধন্যবাদ এই রকম একটা 'গদ্য' লিখার জন্য। আমার ভয় ছিল যে, কোন এক সময় কেউ কেউ আমাকে পচাইতে পারে কঠিন/দূর্বোধ্য গদ্য লেখার জন্য। এই 'পিসের' পর আমার সেই ভয় কেটে গেলো 😀 ।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
~x( ~x( :(( :bash:
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন আন্দালিব ভাই 🙂
মানুষ তার স্বপ্নের সমান বড়
amio biye korpo :((
মাসরুফ তোমার তো দেখতেছি বিসিএস কেউ ঠেকাইতে পারবে না :clap: আমিও এমন বাংলা লিখপো :(( :((
বিলেটেড হ্যাপি বার্থডে দোস্ত। কার বিয়ে ছিলো?
ওরে মাস্ফু, এইটা কি লিখলিরে? কঠিন হইসে। তুই আজকে থেকে সিসিবি এর জন্মদিন প্রিফেক্ট। আর এই লেখার জন্য ১৭ তারিখের পাঙ্গা অর্ধেক মাফ।
তুই আজকে থেকে সিসিবি এর জন্মদিন প্রিফেক্ট=JP? B-) B-)
জামাই প্রিফেক্টও বলা যাইতে পারে
সংসারে প্রবল বৈরাগ্য!
x-( x-( :((
শুভ জন্মদিন দোস্ত
নূপুরভাই আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা।(কালকের মধ্যে আপনাকে একটা মেইল করব দেইখেন)
মাস্ফু ভাল ছিল।
দেরী কইরা ফেললাম মনে হয়, আরে ব্যাপার না,
হেপি বাড্ডে বড় দা (নুপুর ভাই) এন্ড মোনো (আন্দালিব)।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
দানুণ লেখা মাসরুফ :hatsoff:
শুভ জন্মদিন আন্দালিব :guitar: :guitar: :party:
শুভেচ্ছা নূপুর ভাইকেও :guitar: :guitar: :party:
দুজন মানুষেরই অসাধারণ লেখার ক্ষমতা। একইদিনে জন্ম বলে???
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
😮 :dreamy:
আন্দালিবের বার্থডে পোস্ট এ আইসা দেখলাম আমারো বার্থডে ওইদিন..
বড়ই মজা পাইলাম।
সবাইরে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানানোর জন্য।
আরো একটা বছর চইলা গেলো।
মাস্রুফ ভাই আপনেও পারেন...... :boss:
ভাই লেখা চরম হইসে।
শুভ জন্মদিন ভাইয়া। 🙂
দারুন লেখা দোস্ত :hatsoff:
দেরিতে দেরিতেঃ
শুভ জন্মদিন আন্দালিব ও নূপুর ভাইকে :guitar: :party:
আশাকরি নতুন বছরটা ভালোভাবেই শুরু করলেন।।
শুভ জন্মদিন 🙂
আমি মহা দৌড়ের মধ্যে আছি। এটাই হয়, যখন আমার উদ্যাপন বা বিশেষ করে পালন করার মত কোন সময় আসে, আমি কোন না কোনভাবে একটা প্যাঁচে পড়ে যাই! 🙁
এখন আমার ইউনিতে পরীক্ষা চলছে। এই সেমিস্টারে আমি চারটা থিওরি আর একটা ল্যাব নিয়েছি। ল্যাব কুইজ শেষ, খাতাগুলো দেখতে হবে। বাকি থিওরির পরীক্ষা এখনও হয়নি, সেগুলোতে পুরনো লোড অনেক বেশি। গাদা গাদা খাতা জমে আছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু কাজও থাকে, কারিকুলাম, রুটিন ইত্যাদি। তার কয়েকটা ঘাড়ের উপরে পড়েছে (ক্যাডেটদের কি সব জায়গায় এমন আকাজ ঘাড়ে এসে পড়ে?)। সব মিলিয়ে জন্মদিন কোথা দিয়ে কোথায় গেল টেরই পেলাম না।
মাসরুফ যেদিন পোস্ট দিয়েছে, ঐদিন রাতে আর বসা হয়নি। তারপর এগারো, বারো, তেরো- এই তিনদিন বাসায় ফিরেছে রাত ৯টা ১০টার দিকে! :((
নূপুর ভাইকে অনেক বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। আপনার সাথে একই দিনে জন্মানোর সৌভাগ্য আমার! ভাল থাকবেন ভাই।
বাকি সবাইকে ফাঁকিবাজের মত শুকনা ধন্যবাদ দিতে হচ্ছে বলে বিরাট খারাপ লাগতেছে। খারাপ লাগলে মন ভাল করার জন্যে আমি টাকা পয়সা খরচ করি। এখন ভাবতেছি ১৭ তারিখের জিটুজি-তে কিছু পয়সা খসামু! 😉
যেহেতু 'জামাই'বাবাজীর পোস্ট, সেহেতু তাকেই দায়িত্ব দিলাম ঠিক করো, কীভাবে আমার নিকট থেকে পয়সা খসানো হবে। 🙂 তবে আমি দরিদ্র শিক্ষক, এটা একটু মাথায় রেখো! 😕
সবাই ভাল থাকেন। সামনে দেখা হচ্ছে।
যেহেতু ‘জামাই’বাবাজীর পোস্ট, সেহেতু তাকেই দায়িত্ব দিলাম ঠিক করো, কীভাবে আমার নিকট থেকে পয়সা খসানো হবে ~x( ~x( :bash: :bash: :(( :((
রকিব কই রে? জামাই আইছে , হাটে যা :grr: :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( x-( x-( :(( :(( :((
:khekz: :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কি মাছ আনমু? ইলিশ নাকি পুটি?? 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
জামাই বাবাজির যে সাইজ আর খাপাখাপির অভ্যাস, ইলিশ পুটিতে হবেনা, :just: একটা তিমি পাওয়া যায় কি না দেখ ;;;
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলে তিমি মাছের কাটলেট আর ডাইনোসরের বিরিয়ানী থাকলেই চলবে তো?? আবার খাওয়ার পর মিষ্টান্ন ভোগের কী ব্যবস্থা করবো?? আর দিনারের আগে একটা ওয়ার্ম আপের ব্যাপার আছে না, তো ঐজন্য কি মুস্তাকীমের চাপ আর মামা হালিম হইলে চলবো?? :grr: :grr:
অনটপিকঃ আন্দালিব ভাই কি লটারী জিতছে নাকি? নাইলে এত্তবড় রিস্ক কেউ কি জেনে শুনে নেয়??? :frontroll: :frontroll:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
x-( x-( x-( x-( x-(
আমি তো কোন রিস্ক নেই নাই। এবারের জন্মদিনে কাউকে কিছু খাওয়াইনি। ভাবছিলাম এই জিটুজিতেই কিছু একটা খাওয়ালে বেশ তৃপ্ত বান্দা হইতে পারমু। :dreamy: :dreamy: (এখনও কিছু জানাইলা না মাসরুফ! x-( x-( )
আমি আসতে আসতে সন্ধ্যা হবে। তোমরা যদি হালকা পাতলা কিছু খাইতে চাও আনতে পারি। ঐ সময়ে ভূরিভোজ করিয়ে সিনিয়রদের অম্বল আর জুনিয়রদের লুজমোশনের কারণ হতে চাই না! :grr: :grr:
ইয়ে আন্দা ভাই-সেই খাওয়াটা কি এখন খাওন যাইবো? 🙁 আমার হঠাৎ এইরকম খাইখাই স্বভাব যে কবে থিকা হইলো-একটু পর পর খালি খাইতে ইচ্ছা করে 😕
এই দাওয়াত বাসি হয়ে গেছে। পরের বারে একবারে খেয়ে নিও। 🙂