খেয়াল করলাম গত অগাস্টে এখানে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু লেখা হয়নি একটুও। সেটা বেশ অবাক করা কারণ এ কয়মাসে আমার জীবনে একটা উজ্জ্বল অংশ এই লেখালেখি করাটাই। এই সময়ে অনেকটা সিরিয়াস হয়ে গেছি নিজের লেখা নিয়ে, চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে। সেগুলো এখানে কেন শেয়ার করিনি জানি না। অনেক সময় নজরের আড়ালে থাকলে অনেক গুরুত্বপূর্ণ জিনিশই খুঁজে পাওয়া যায় না। এখন হঠাৎ করেই মনে হলো ক্যাডেট কলেজ ব্লগেও লেখাগুলো ধীরে ধীরে দিবো।
আজকে বড়োই অন্যরকম দিন। কাল রাতে ঠাণ্ডা-কাশির সহোদর উটকো জ্বর এসে ঘাড়ে কপালে আশ্রয় নিয়েছে। দাওয়াই দিয়ে রাতে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখলাম জ্বর নেই। তবে থিকথিকে ঠাণ্ডা এখনও ছাড়েনি। দুপুর গড়াতে টের পেলাম, আবার কাঁপিয়ে আসছে। অফিসে ফোন করে বলে দিলাম যে আজকে আসছি না। এই অবসরে ঘুরতে ঘুরতে ফিরে এলাম এখানেই।
ক্যাডেট কলেজ নিয়ে অন্যস্থানে খুব বেশি লিখি নাই, কেননা সেটা অনেকেরই বোধগম্যতায় আটকে যাবে। সেই লেখাগুলো দিয়েই শুরু করবো ভাবছি। 🙂
[আমি কথা বেশি বলি। একটা ইন্ট্রো দিতে গিয়েই এ অবস্থা! তাহলে সামনে আমার অত্যাচার কেমন হবে আশা করি অনুমেয় হচ্ছে! :-B ভালো থাকুন সবাই!!]
হ আর কত ডজ দিবেন??এইবার লিখা দেন x-(
মাসরুফ, কেমন আছো ভাই? আমি বেশ অপ্রত্যাশিতভাবে অনেক পরিচিত মুখ পেলাম এখানে। সাথে পুনর্স্বাগতমও। কলেজেই ডজার ছিলাম না, এখানেও থাকবো না মনে হয়!;) হা হা হা
শুধু ক্যাডেট কলেজ কেন, সব কিছু নিয়েই লেখাগুলোই আমাদের সাথে শেয়ার করো ব্রাদার।
:clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
হ্যাঁ, সবকিছু নিয়েই লেখা আসবে আশা করি। মন্তব্যের জন্যে ধন্যবাদ ফৌজিয়ান! 🙂
ফৌজিয়ান ভাইরে দেখলে বোঝা যায় না...উনি কিন্তু এখানকার Fatfatti(মোটামুটি!! 😉 ) সিনিয়র মানুষ!! আমগো চাইতে তিন বছর...তোমগো চাইতে চাইর বছর... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এই জন্যে পাশে বছর লেখার কৌশলটা পছন্দ হয়েছে! 🙂
ফৌজিয়ান ভাই, আবারো ধন্যবাদ। আর কবীর ভাই, আপনাকেও... 😉
B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
🙁 আমগো চাইতে ৫ বচ্ছর!!!জীবন এত ছুডু ক্যানে...?
বুড়া হয়া গেলাম :(( :((
[ফয়েজ ভাই, সানাউল্লাহ ভাই আইসা পিডাইবো সিউর 😕 ]
সংসারে প্রবল বৈরাগ্য!
আন্দালিব, পুনর্স্বাগতম!!! :clap:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে কবীর ভাই! আপনিও? থ্যাঙ্কু থ্যাঙ্কু! 🙂
দেন দেন...
দিলাম দিলাম! 🙂 😀
আমরা অত্যাচার নির্যাতন সব সানন্দে নিতে রাজি... এবং খুব বেশি বেশি। 😉 😉
ক্যাডেট থেকে বেরিয়ে পানিশ করিনি কাউকে, কামরুল ভাই। তবে এখানে সেই পুরোনো চর্চাটা ফিরিয়ে আনি লেখালেখির মধ্যে দিয়ে, কী বলেন? 😉
দেও, দেও, দেও, দেও।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
দিলাম দিলাম দিলাম দিলাম! 😀 😀
"গৌরচন্দ্রিকা" পসন্দ হইছে :clap: :clap: ।
এইবার :gulli2: চালাও।
Life is Mad.
ওক্কে বস্!! চলুক গুল্লি! শুরু করলাম! 🙂
ভাই আপনি লিখতে লিখতে পাগল হয়ে যাবেন কিন্তু তাও আমাদের পড়ার ক্ষুধা মিটবে না।
হা হা , সেটা বেশ ভালো কথা। উল্টোটা হলে নিজেকে উটকো মনে হতো। অনেক ধন্যবাদ শার্লী!
স্বাগতম। ধুমায়ে লিখতে থাকো।
www.tareqnurulhasan.com
আন্দালিব ভালো ছেলে, ট্রেলার পোস্ট দিয়া ভাগে নাই। অনেকেই কিন্তু এরম করছে।
আমি আবার আইলে থাইকা যাই! আইলস্যা মানুষ তো, কী আর করা! 😉
তুই আছিস কেমন রে?
ব্লগে স্বাগতম।
এত গুলা পোলাপাইন, দিন দিন বাড়ে আর বাড়ে, কারে বাদ দিয়া কারে পাংগাই, বুঝতে পারি না।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
x-( সানাউল্লাহ ভাইরে ডাইকা আপনেরে সাইজ দেওনের ব্যবস্থা কর্তাছি খাড়ান x-(
মাসরুফ, ভাইটি আমার, তুমি কি যেন খাইতে পছন্দ কর বলছিলা
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মাসরুফ ভাই তার জাস্ট ফ্রেন্ড রে নিয়া একটু বিজি আছে। আএকটু পরে আসতেছে।
সাতেও নাই, পাঁচেও নাই
মাসরুফের এই কাহিনী তো জানতাম না। জিহাদ একটু খোলাশা করো, নাইলে একটা পোস্ট দেও!! 😉
আফনের ডিশটাপ খাওনের জইন্যে আম্রা হা করি বসি আচি। লেকা দিআ ফালান।
মুখবন্ধ ভালো ছিল । এইবার মুখ বন্ধ করে লিখে যাও। 😀
ওক্কে ঠিকাছে!
যাক, ছন্নছাড়া এইবার আরো কোথাও খেরোখাতা খুললো। 🙂
ব্লগে স্বাগতম ভাইজান।
সাতেও নাই, পাঁচেও নাই
আরে জিহাদ!
তোমাকে তো স্পেশাল ধন্যবাদ। যদ্দুর মনে পড়ে তোমার লিঙ্ক ফলো করেই এখানে আসছিলাম!!
কেমন আছো??
ভালৈ 😀
সাতেও নাই, পাঁচেও নাই
১ বছর ২ মাসেই ৯৯ টা পার করে ফেলছেন ভাইয়া। :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..