ক্যাডেট ফারজানার জীবন বাঁচাতে সাহায্য করুন

“ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের মেধাবী ছাত্রী ফারজানা ইয়াসমিন লতার জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সাথে লড়ছে। দেশের কয়েকটা নামকরা হাস্পাতালের চিকিৎসকদের অধীনে চিকিৎসাধীন থাকার পর ফারজানাকে পাঠানো হয় টাটা মেমোরিয়াল হাস্পাতালে। সেখানে রোগীর পেছনে ইতোমধ্যে ব্যয় হয়েছে ১৩ লাখ টাকা। কিন্তু মারণব্যাধি থেকে মুক্তি পায়নি ফারজানা। বর্তমানে ফলোআপ চিকিৎসার জন্য পুনরায় তাকে ভারতের মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে।ব্যায়বহুল চিকিৎসার ফলোআপ করাতে গিয়ে অসহায় হয়ে পড়েছে ফারজানার পিতা-মাতা। তার পিতা এখলাছ উদ্দিন আহমদ একজন ব্যাংক কর্মকর্তা। সাংসারিক আয়ের পাশাপাশি সন্তানের চিকিৎসা খরচ চালাতে ইতোমধ্যে তার পিতা সমস্ত সম্পত্তি ও তার মার সমস্ত অলংকারাদি বিক্রি হয়ে গেছে।
এমতাবস্থায় ফারজানার চিকিৎসার জন্য প্রচুর আর্থিক সাহায্য দরকার”
(জনকণ্ঠ,১৩ই মে ২০০৯)
ফারজানা এম জি সিসির ক্লাস ১২ এর ক্যাডেট। এইবার এইস এস সি পরীক্ষার্থী ছিল। কিন্তু পরীক্ষা দিতে পারেনি অসুস্থতার কারণে।
ব্যাপারটা আমি জানতে পারি কিছুদিন আগে ফেসবুকে একটা নোটে। সেখানে আমাদের ব্যাচ এর কয়েকজন আমাদের ব্যাচ থেকে
সবাই কিছু টাকা দিয়ে হেল্প করার কথা ছিল। কিন্তু আমরা সর্বোচ্চ ৫০ হাজার টাকা দিতে পারি। যা দিয়ে তেমন কোনো হেল্প আসলে করা যায়না। ব্যাপারটা সলিমুল্লাহ মেডিকেল এর ৫ম বর্ষের আওরঙ্গজেব ভাই(সি সি আর) এর কানে যায়।
উনি আজ আমাদের ব্যাচের প্রত্যেক কলেজ থেকে ২/১ জন করে ফার্মগেট আসতে বলে সেখানে গিয়ে আমাদের ব্যাচ ছাড়াও সিনিয়ার কিছু এক্সক্যাডেট ভাইকেও দেখলাম যারা কিনা স্বেচ্ছায় সাহায্য করার জন্য চলে এসেছেন।
আমরা চিন্তা করলাম আগে আমরা অপুর্বকে সাহায্য করার জন্য আমাদের কলেজের সব ক্যাডেট ১০০ টাকা এবং একদিনের স্পেশাল ডিনার বাদ দিয়েছিলাম এবং কলেজের কর্মকর্তা এবং কর্মচারিরা একদিনের বেতন দিয়ে দিয়েছিল।
আমরা যদি ফারজানার জন্য ও এই কাজটা করি তাহলে বেচারী হয়তোবা সামনের বছর এইচ এস সি পরীক্ষা দিতে পারবে।
আমরা আজকে AMEC(Association of Mymensingh Ex-cadets) এর প্রেসিডেন্ট শামসি আপার কাছে গিয়েছিলাম। উনি যেন AMEC এর প্যাড এ AG কে এবং ১০টা এক্স-ক্যাডেট এসোসিয়েশনকে পাঠিয়ে দেয়। উনি বলেছেন উনি ফারজানার জন্য যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করবেন।
এই ব্লগ থেকে যদি কেউ সাহায্য করতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
১। সামি(এফসিসি)-০১৬৭৪০৩০৩৭৪
২।নাজমুল(বিসিসি)- shawkath1238@gmail.com,০১৭২৯২৫১২৩৮
৩।স্বর্ণা জাহান(এমজিসিসি)
৪।দেয়া(এমজিসিসি)
৫।আওরঙ্গজেব ভাই(সি সি আর) -01912140907

কেউ যদি বিদেশ থেকে টাকা পাঠাতে চায় তাহলে ওয়েষ্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে পাঠাতে পারবে***************।
আঙ্কেল এর নাম-এখলাছ উদ্দিন আহমদ
রূপালী ব্যাঙ্ক লিঃ, গুলশান শাখা,ঢাকা
হিসাব নং-২০৫৯৪০৪
কালকে একটা অনলাইন একাউন্ট খোলা হবে তারপর ও যদি কেউ ওয়েষ্টার্ণ ইউনিয়ন এ পাঠাতে চায় তাহলে রূপালী ব্যাঙ্ক এর একাউন্ট এ পাঠালেই চলবে তখন একটা কোড দেয়া হবে।সেটা আংকেল কে জানালেই হবে।
ওনার ফোন নাম্বার-০১৮১৯১৬৫৩৭০

বর্তমান অবস্থা

Rectal cancer এ আক্রান্ত ক্যাডেট ফারজানা এখন ডঃ মেহতা এর অধীনে চিকিৎসাধীন আছে টাটা মেমোরিয়াল হাসপাতালে। তাকে নিয়মিত chemo therapy দেয়া হচ্ছে।। আরো চার সাইকেল দিতে হবে যার আর্থিক মূল্য ১৫ লক্ষ রূপি।
কেউ চাইলে AMEC এর একাউন্ট এও পাঠাতে পারেন।…।।…।।
Association of Myensingh Ex-cadets(AMEC),pubali bank,Shahbag Branch,Dhaka

৬,১৫৯ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “ক্যাডেট ফারজানার জীবন বাঁচাতে সাহায্য করুন”

  1. শাওন (৯৫-০১)

    ইনশাল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন।এই প্রাণকে আমরা এভাবে কষ্ট দিতে পারিনা।


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. মইনুল (১৯৯২-১৯৯৮)

    সাইফুল ভাই (৯১-৯৭) ককক আছেন একটেল এ। আগামিকাল ওনাকে ফোন করে এসএমএস সিস্টেম এর ব্যাপারে কার বা কাদের সাথে কথা বললে ভালো হবে জেনে নিতে পারো ...... ওনার নম্বর ০১৮১৯২১০১৮৬

    জবাব দিন
  3. আশহাব (২০০২-০৮)

    আমি ফেসবুকে লিঙ্কটা দিয়া দিসি, সবাই এখন জানে না, ভাইয়ারা আপ্নারা যে যেভাবে পারেন একটু সাহায্য করেন... 😕 😕 😕


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  4. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    ঘটনাটা জেনে খুব খারাপ লাগলো। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই আপুটা সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আমরা যেন তার চিকিৎসার সকল ব্যবস্থা করতে পারি। যারা এই উদ্যোগটা নিয়েছেন, তাদের এই মহৎ কাজের সাথে আমরা সবাই যেন সামিল হতে পারি। ইনশাল্লাহ।।

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    মোট কত টাকা লাগতে পারে তার একটা হিসাব বের কর। একটা "ফিগার" সামনে থাকলে কাজের সুবিধা হয়।

    ফারজানার পরিবারের কাউকে বল একটা ব্যাংকে একাউন্ট খুলতে। দেশের বাইরে থেকে টাকা পাঠানোর সিস্টেম বলতে পারব না। তবে দেশের ভিতরে কোন ব্যাংকে একটা একাউন্ট খুলে একাউন্ট নাম্বার টা ছড়িয়ে দাও। এটা সবচেয়ে নিরাপদ উপায়।

    সুনিদির্ষ্ট ভাবে এই দুইটা কাজ আগে কর। এরপর বাকী কাজ।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
    • সানাউল্লাহ (৭৪ - ৮০)

      ফয়েজ, যথার্থ বলেছ। পুরো বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে।

      ব্যাংক একাউন্ট নম্বর, বাইরে থেকে পাঠানোর জন্য কি কি কোড লাগে সেসব জরুরি ভিত্তিতে প্রয়োজন। আমি OFA এবং আমাদের ব্যাচের মেইলে লিংক করে দেবো।

      নাজমুল এসব সম্পন্ন করে দ্রুত পোস্টটি আপডেট করো।


      "মানুষে বিশ্বাস হারানো পাপ"

      জবাব দিন
        • নাজমুল (০২-০৮)

          আমি ফারজানার বাবার সাথে কথা বললাম কিছুক্ষণ আগে উনি বললেন কেউ যদি বিদেশ থেকে টাকা পাঠাতে চায় তাহলে ওয়েষ্টার্ণ ইউনিয়ন এর মাধ্যমে পাঠাতে পারবে।
          আঙ্কেল এর নাম-এখলাছ উদ্দিন আহমদ
          রূপালী ব্যাঙ্ক লিঃ, গুলশান শাখা,ঢাকা
          হিসাব নং-২০৫৯৪০৪
          কালকে একটা অনলাইন একাউন্ট খোলা হবে তারপর ও যদি কেউ ওয়েষ্টার্ণ ইউনিয়ন এ পাঠাতে চায় তাহলে রূপালী ব্যাঙ্ক এর একাউন্ট এ পাঠালেই চলবে তখন একটা কোড দেয়া হবে।সেটা আংকেল কে জানালেই হবে।
          ওনার ফোন নাম্বার-০১৮১৯১৬৫৩৭০

          জবাব দিন
    • নাজমুল (০২-০৮)

      আপু আমি উপরে আপডেট করে দিচ্ছি তারপর ও বলছি......
      ১।।
      ও এখন ফোনে কথা বলতে পারে।
      মানসিক ভাবে খুব শক্ত আছে ও rectal cancer এ আক্রান্ত।

      ওর এখনো ৪ সাইকেল কেমো থ্যারাপি প্রয়োজন
      মানে প্রায় ১৫ লাখ রূপি।

      টাকা পাঠানোর একাউন্ট নাম্বার তো দেয়া আছে। সেখানে পাঠালেই হবে।
      আপনারা চাইলে AMEC এর একাউন্ট এ ও পাঠাতে পারেন--------
      Association of Myensingh Ex-cadets(AMEC),pubali bank,Shahbag Branch,Dhaka

      জবাব দিন
  6. নাজমুল হোসাইন

    নাজমুল , ক্লাসমেট হারানো যে কতটা কষ্টের তা আমাদের ৯৯-০৫ ব্যাচের ক্যাডেটরা মনে হয় সবচেয়ে ভাল জানে । ইতিমধ্যে আমরা আমাদের ছয় জন ক্লাসমেট হারিয়েছি । সবাইকে অনুরোধ,ফারজানার সাহায্যে এগিয়ে আসুন। রক্ষা করুন এক জন ক্যাডেটের জীবন তথা তার শত শত ক্যাডেট বন্ধুর মন । ফারজানার মা বাবার ও তো আশা ছিল , তাদের মেয়ে অনেক বড় হবে , যেমন আশা ছিল আপনার মা বাবার -আপনাকে বা আমাকে নিয়ে.........

    জবাব দিন
  7. রায়হান আবীর (৯৯-০৫)

    আশা করি ফারজানা সুস্থ হয়ে উঠবে।

    নাজমুল ওয়েস্টার্ণ ইউনিয়ন ভালো কোন সিস্টেম না। অনেক টাকা গচ্ছা যায়। সবচেয়ে ভালো পে পালের একাউন্ট থাকলে। দেখো কাউকে ম্যানেজ করতে পারো কী না।

    আরেকটা কথা। ব্যাংক একাউন্টের একটা জরুরী ইনফরমেশন যোগ কইরো। সেটা হলো সুইফট কোড।

    পারলে শনিবার একটু যোগাযোগ কইরো।

    জবাব দিন
    • নাজমুল (০২-০৮)

      তাহলে ভাইয়া যারা দিবে তারা টাকা দেয়ার আগে যেন একটু জানায় তাহলে ব্যাপারটা সোজা হবে।
      এবং এটার জন্য কোনো স্লীপ এর ব্যাবস্থা করলেও ভালো হয়।
      আপনার সাথে SSMC নিয়ে কিছু কথা আছে আমি দেখা করবো
      ক্লাবে গতকাল পপি আপার যাওয়ার কথা ওনার সাথে কি দেখা হইসে আপনার????

      জবাব দিন
  8. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)

    আমি আমাদের ব্যাচের গ্রুপ মেইল এ দিয়ে দিলাম নিউজটি। আর আমার আরো কিছু ফেইসবুক বন্ধুদের। আসা করি কিছু টাকা আসবে এখান থেকে। ব্যক্তিগত ভাবে আমি দিব কিছু। দেখি নাজমুল তোমার সাথে যোগাযোগ করে নিব। রেক্টাল ক্যান্সার ভাল হয়। আমার এক বন্ধুর বাবা পুরোপুরি ভাল হয়েছেন। ইন্‌সাল্লাহ ছোটবোনটিও ভাল হয়ে উঠবে।

    জবাব দিন
  9. আদনান (১৯৯৪-২০০০)

    আর সি সি এর কাদেরী ভাই একটা কবিতা লিখেছেন ফারজানার জন্য, তুমি ভয় পেয়োনা আপু তোমার ভাইয়ারা তোমাকে বাঁচিয়ে আনবে ইনশাল্লাহ । ইমেইল টা হুবুহু তুলে দিলাম -

    Dear Farzana,

    I am a Bangladeshi career consultant living in Australia. You know Bangladeshi people are highly emotional. As one of those people, I am writing this poem for you. I pray to Allah that this poem reaches your hands as you are lying helplessly in the hospital bed.

    Dear Farzana,

    Please don't worry too much
    Just pray to God (Allah)
    And wait and see....

    It happened to me once
    I worried and worried and worried
    Until a time came
    When I let it all go freestyle.... I let go...let go...let go...
    I just prayed to God
    And waited to see....
    What was in my destiny?

    Just to see what happens...
    By the will of God
    Now I am fine, singing and dancing
    I am really well, very happy
    As you can see....

    I just transformed recently
    From a career consultant to a musician

    It happen quite suddenly
    As a career consultant
    As I was conducting a career seminar,
    I suggested to participants that they should try
    To try to look very very far
    To discover their northern star

    To discover what they can do best
    Easily and effectively
    Quickly and smoothly

    For myself I discovered
    It is entertainment, that is to be
    And now I can clearly see
    This is the career for me

    Please don't worry too much
    Just pray to God
    And wait and see....

    Let's see what your brothers and sisters
    Can do
    4 u

    With best wishes from all of us................. here at Australia ..............

    SADI
    The amatuer singer from Bangladesh

    জবাব দিন
  10. তৌফিক

    আলমা আপা ফেসবুকে একটা মেসেজ দিছেন। উনার অনুমতি ছাড়াই এখানে পোস্ট করে দিলামঃ

    Hi, I am planning to send some money to Farzana's parents by moneygram. Interested people in Australia can let me know, we can send the money altogether by next week.
    Alma 0431 535 377
    MGCC '93 intake

    আপা মাইন্ড খাইলে আগে থাইকাই সরি।

    জবাব দিন
  11. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    আমি লিংকটি আমাদের কলেজের গ্রুপ মেইলে দিলাম।

    সাধ্য অনুযায়ী সবাই নিশ্চয়ই সাহায্য করবো।

    আর বেশী বেশী করে করবো প্রার্থণা।

    ফিরে আসবেই আমাদের আপুটির সুস্থতা ইনশাআল্লাহ।


    সৈয়দ সাফী

    জবাব দিন
  12. নাজমুল (০২-০৮)

    আদনান ভাই MCC(১৯৯৪-২০০০) কে ফারজানার বাবা আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন সিডনি থেকে ১ লক্ষ ৩২ হাজার টাকা পাঠানোর জন্য। :boss:
    আদনান ভাই আপনাকে কি বলে যে ব্লগের সব ক্যাডেট,সমস্ত এক্স-ক্যাডেট এর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো বুঝতেসিনা :salute: :salute:

    জবাব দিন
    • আদনান (১৯৯৪-২০০০)

      মিয়া পাবলিকলি এমনে লজ্জা না দিলে হইতো না ! আমি মিয়া কিছু করিনাই । জামান ভাই (আর সি সি) সব আর্গানাইজ করেছেন । উনাকে ছাড়া এটা সম্ভব হইতোনা । আর কাদেরী ভাই (আর সি সি) উনি একাই অর্ধেক টাকা দিয়েছে । তাই এখানে অফিশিয়ালি আমি সিডনীর যে সমস্ত ক্যাডেট ভাই-আপু কন্ট্রিবিউট করেছেন তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি । তবে একটা ব্যাপার মনে হয় মনে রাখা দরকার ফারজানার চিকিতসার ব্যয়ভার ওঠানোর টাকাটা এখোনো অর্ধেক ওঠানো সম্ভব হয়নি । নাজমুল ভাইয়া তুমি এখনকার পুরো স্ট্যাটাস টা আমাদের আপডেট করো । মানে আর কত টাকা ওঠানো লাগবে, কত উঠেছে এসব আরকি । নর্থ আমেরিকায় যারা আছেন তাদের অনুরোধ করছি আপনারা এক্স-ক্যাডেটদের কাছে ক্যাম্পেন করুন ফারজানার ব্যাপারে । নর্থ আমেরিকায় অনেক এক্স ক্যাডেট আছেন তাদের কাছে এ্যাপ্রোচ করলে একটা বড় অংশ ওঠানো যাবে । আর আমার জানা মতে ওরকা নর্থ আমেরিকায় অনেক অর্গানাইজড, তাই উনারা অবশ্যই বড় ধরনের সাহায্য করতে পারবেন । সবাই ভাল থাকুন ।

      জবাব দিন
  13. সবাই শুধু কামনা করে ফারজানা ভাল হোক। কিন্তু নিজে কিছুই করে না।
    সবাই কিছু কিছু করে আমরা এখনই দিয়ে দিই।
    আমি আমার ক্ষুদ্র সামর্থ থেকে আমার ছোট‌‍ আপুটার জন্য ২০০০/= দেব।
    সবাই আমরা শুধু দুঃখ প্রকাশ না করে আসুন কিছু দিই।

    জবাব দিন
  14. সেলিনা (১৯৮৮-১৯৯৪)

    হায়দার হোসেন আর বিউটির কনসার্টের পর দিন এমেকের প্রেসিডেন্ট শামসী আপা, সাধারণ সম্পাদক তাসকিনা আপা এবং আরো কয়েকজন সক্রিয় সদস্য (দুঃখিত, সবার পদবী জানিনা, রাফেজা শাহীন আপা, সারা জাবীন) ফারজানার বাসায় গিয়ে সাড়ে চার লাখ টাকা ফারজানার পরিবারের হাতে তুলে দিয়েছেন।
    এই পর্যায়ে এমেক দ্বিতীয় কনসার্ট আয়োজনের উদ্যোগ নিচ্ছে, এটা আরো বড় কলেবরে আয়োজন করার চিন্তা করা হচ্ছে।
    আপনাদের সবার সহযোগীতা কামনা করছি।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।