নতুন হোস্টেলে ওঠার অনেকদিন পর সুপার ম্যাডামের সতর্কবাণী শুনে সুটকেস খুলে মশারিটা বের করলাম।বের করে দেখি মা আমাকে ভুলে ডাবল মশারি দিয়ে দিয়েছে(যার জন্য আমার রুমমেট খুব খুশি, তারটা বের করতে হচ্ছেনা দেখে),তাও আবার ছোটবেলার স্মৃতিময় মশারি। ভাঁজ খুলে দেখি তাতে আমার ক্লাস ফোরের হাতে লেখা “মশারি নং ৪২০,১ম মশা পিনি ও পরিবারবর্গ”…আমার ও আমার বোনের প্রিয় “হুমায়ুন আহমেদের কিশোর উপন্যাস সমগ্র”- র একটা চরিত্র থেকে লেখা।১ম মশার সাথে আমাদের টেলিপেথিক যোগাযোগ ছিল কিনা!দেখে ইমোশনাল হয়ে গিয়ে টাঙ্গালাম একদিন।কিন্তু ক্যাডেট কলেজেই এইটের পর আর টাঙ্গাইনি। এখন তো কোন ছার!ডেঙ্গু যেদিন হবে সেদিন দেখা যাবে। রাতে শুয়ে শুয়ে আরও কত কথাই মাথায় খেলে গেল।কলেজে সেভেনে মশারি টাঙ্গাচ্ছিলাম, জেপি আপা রাউন্ডে এসেছেন। গাইড আপা তো শিখিয়েছেন দাঁড়াতে হবে, কোথায় দাঁড়াতে হবে সেটা তো আর শেখাননি! দাঁড়িয়ে ছিলাম বিছানাতেই এবং পরবর্তীতে প্রেপ টাইমে ক্লাসে! আরেক রাতে, তখন টেনে… ম্যাডাম রাতে দেখতে এসেছেন। রুমের সবাই জেগেই ছিলাম,মশারির ভয়ে আর উঠিনি। পরে ম্যাডামই ৩টা মশারি টাঙ্গালেন! ক্যাডেটদের নাকি লজ্জা নেই,কিন্তু সেদিন এই চামড়াতেও একটু অনুভুতি জেগেছিল বটে।
বিঃদ্রঃ সিক্সে ক্যাডেট কোচিং করার সময় আমার পক্স হয়েছিল,তখন সেই বইটা ঝলক গাইড এর ভেতর লুকিয়ে পড়ার অপরাধে মা একটানে দুই ভাগ করে ফেলেছিল,না ঠিক হলনা…দুইভাগ করলে তাও পড়া যেত;কয়েক টুকরো করে ফেলেছিল। যুগে যুগে কত যন্ত্রণাই যে ক্যাডেট কোচিং করা বাচ্চারা সহ্য করেছে এবং করে যাচ্ছে এখনো!
:thumbup: :thumbup:
😡 :bash:
আহেম আহেম,'''''' ১ম লেখা দিলে কি জানি একটা নিয়ম ছিলো!!
আমি লুক ডাউন হইসি ;;; 😛
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
আমি জানিনা তো! 🙁 কি করতে হয়?
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
অনেক দিন পড় ঝলক গাইডের নামটা মনে পড়ল।
ইয়ার এর হিসেব দেইখ্যা তো জুনিয়রই মনে হয়!
দুটো :frontroll: :frontroll: দাও দেখি জলদি...
কুইক.............. :ahem:
-আলীম হায়দার.1312.
ভাই ফ্রন্ট রোল নাইলে দিলাম...কিন্তু ২০১১ তে বের হইলেও যদি মনে হয়(!) জুনিওর, তাইলে তো সেইরকম হয় কাহিনীটা... এক বড় ভাই এল এম এম এ আইসা আমার এক ক্লাস মেট রে ( আমরা ১১ তখন) জিগাইসিল, তুমি কোন ক্লাস?!? ( নার্ভাসনেসের জয় হইসিল দৃষ্টিশক্তির বিপক্ষে; যে এপুলেট ও খেয়াল করেন নাই!)
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
আমার এল এম গুলা ক্যান যে!!!!! :bash: :bash: :bash: 🙁 🙁
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
ছোট মানুষ ছোট লেখা, একটু বড় হইলে মনে হয় ভালো হইতো, নাকি কোন তাড়না ছিল?? মেইন স্টোরির থেকে কমেন্টের স্টোরিটাই বেশী চমকপ্রদ ছিল। ফন্ডূল শেষ করে লেখা চালায় যাও, জীবনে কামিয়াব হবা!!
ক্যাডেট কলেজ এর অত্যাচারের কথা সব বললে উপন্যাস হয়ে যাবেনা! ধন্যবাদ 🙂 উৎসাহ প্রদানের জন্য
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
সুন্দর লেখা। আরেকটু বড় হলে ভাল হত। চালিয়ে যাও।
🙂 🙂
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
প্রেপে হুমায়ুন আহমেদের কোনো একটা বই পড়ে আমি বলেছিলামঃএই বইটা নোবেল প্রাইজ পাবে, সাথে সাথে পুরা ক্লাস জুড়ে তর্ক শুরু হল।এই রকম ক্রেজি ছিলাম এক কালে।
কলেজ থেকে বের হবার পর আর গল্পের বই পড়া হয় নাই...আফসোস।
আমি অহনও পড়তাছি............। =))
আমিও 😀 পড়তেই থাকব 😀
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
কিছু বই আমার কাছে পাঠা তোরা,টাইম পাস করা টাফ!!!
কুন জায়গায়? গানা?
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
উনি গানার কাছাকাছি আচেন......কঙ্গো।