শোন,
তোমাকেই বলছি।প্রেম পত্র নয়,ব্লাস করোনা। কেমন আছো? অবশ্য বৃথাই জিজ্ঞেস করছি, তোমার মতো লোকেরা ভালই থাকে। আমাকে কি চিনতে পারছনা? তা পারার কথাও নয়। রাজা( বা যে নিজেকে রাজা ভাবে) যে প্রজার ঘর ভাঙ্গে;তাকে মনে রাখলেও রাখতে পারে,কিন্তু তার সাথে সম্পর্কিত যার মনটাও গুঁড়িয়ে দেয় তাকে মনে রাখেনা। আমার বোনের কথা মনে আছে? দয়া করে এখন অন্তত এটুকু বলনা, তোমার বোন কে!চিনিনা তো! চিনতে আজ তোমায় হবেই। চেনাতেই এসেছি। আমি নিজে বয়স ১৬ পার হবার সাথে সাথেই সাইবার জগতে প্রবেশ করলেও চাইনিতো আমার বোকা বোনটাও আসুক এখানে…ও অনেক সরল, জানতো! তুমি না জানলে কে জানবে বল! ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছ… একে অপরকে চেননি একদম, একথাটা বোলনা। আজ আমার মাথা গরম।বলে দেখনা কি করি তোমার! তুমি কি ভাবছ, ও আমাকে কিছু বলেনি? তাই ভেবেছ নিশ্চয়ই। না হলে এমন নির্লজ্জের মতো আমার সাথে কথা বল কিভাবে!তোমাকে জানিয়ে দিলাম আজ, ও আমার কাছে কিচ্ছু লুকায়না…তখন ও লুকায়নি। দেখিয়েছে আমাকে ও,গালদুটো লাল করে দেখিয়েছে কি লিখেছ তুমি ওকে। ও বোকা,না! কি ভিষন বোকা!একটু মায়া হলনা তোমার? মেয়েটা যে যা বলে তাই বিশ্বাস করে,কেন তুমি ওকেই বেছে নিলে? এটা কি ছিল? প্রেমের জাল!ছিহ! তোমার খুব ক্রেডিট হোল না? যেকোনো কৃতিত্বের পদকের মতো প্রেমের সংখ্যাও তোমার কাছে পদকের মতই লোভনীয়,না? যার হাত ধরে জীবন পার করতে চেয়েছিলে তাকেই অন্য এক ঝকঝকে মেয়ের কাছে বোনের মতো বলে দিলে! পারও তোমরা! বাহবা না দিয়ে পারছিনা। মন ভাঙ্গাটাকে আর্টের পর্যায়ে নিয়ে গিয়েছ! ভালই হয়েছে!তোমার ভাইও আমাকেই ভালবেসেছে… শিখেছি আমি তোমার থেকেই। এবার দেখ কেমন লাগে!
ইতি
তোমার সহদুঃখে দুঃখিনী
২৬ টি মন্তব্য : “তোমাকে না বলা কথা”
মন্তব্য করুন
মাথার এন্টেনায় ধরা পড়ছে না। অনেক গুলো বিষয় উহ্য, তাই বুঝতে কষ্ট হচ্ছে।
এটা চিঠি যে এজন্য সব কথা লিখিনি, এর শানে নাযুল হোল মেয়েটা যে কষ্ট পেয়েছে ওই ছেলেটার জন্য, একই কষ্ট দেবে তাকে
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
অনেকদিন পর ব্লগে এসে তোমার আবেগীএকটা লেখা পড়লাম।
:clap:
সৈয়দ সাফী
??? :-/ :-/ বুঝলাম না।
:-B :-B :-B
বুঝিলাম না :-/
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
হুম.. প্রোব্লেম... প্রব্লেম........
-আলীম হায়দার.1312.
আমার! নাকি ওই বদ পোলার! :O
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
কঠিন প্রশ্ন !
-আলীম হায়দার.1312.
এতো দেখি সম্পূর্ন সত্য ঘটনা। তোমার দুঃখে আমিও দুঃখিত।
ইহা আমি কী পড়িলাম??? 😮 😮 😮
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
কোন ভাই?
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
আরে ভাই বানাইসি, সিরিয়াস না 😛
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
আসলেই তো?
ঝাতি ঝান্তে চায়! 😀 😀 😀
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
:just: ~x(
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ভালো প্রতিশোধ ... 😛
:thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
বাহহহহহ। চরিত্র তো পুরাই আমার সাথে মিলে যায়। প্রথমে একটু থতমত খেয়ে গেলাম যে চিঠি টা আমাকেই লেখা কিনা!! পরে খেয়াল করে দেখলাম আমার তো ভাই নাই। সুতরাং আমি আমার কাজ কন্টিনিউ করতে পারি =)) =))
খুব খারাপ 😐
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
খ্রাপ খ্রাপ খুব খ্রাপ........
অঃ টঃ বস :teacup: খান 😀 😀
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
lol rofl lmao ভাবছিলাম খালি ইংলিশেই আছে 😕 😕 । বাংলায় নাই বইলা হাফ ছাইড়া বাচ্ছিলাম। এখন আবার তোরা কি অঃটঃ ফঃটঃ শুরু করলি বুঝলাম না...... x-( x-(
ইয়াল্লা! কেম্নে কী? 😮 আন্নে ঝানেন্না?
অঃ টঃ = অফ টপিকঃ
\"why does the weasel go pop? does it matter?
if life is enjoyable, does it have to make sense?\"
লুইচ্ছা রাফায়েত :gulli2: :gulli2: :gulli2:
এক বছরে এত্ত কিছু কি হইল? আমি কি কি মিস করসি তোজো?????
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
আরে কিচ্ছু মিস করিস নাই, জাস্ট মাথায় আসল লিখলাম 🙂
যখন চলে যাব দূরে...বহুদূরে...নৈশব্দের দূর নগরীতে
এনিওয়ে... মস্ত অয়েলখাম!!!!!
মস্ত টাইপোনা, ইচ্ছাকৃত B| (সম্পাদিত)
নিজে যেমন, নিজেকে তেমনি ভালবাসি!!!
কত সহজেই হয়ে গেল পড়া... 😀 😀
পড়িয়া বড়ই আনন্দ পাইয়াছি... =))
MH