গত ১৯ মার্চ শুক্রবার, কলেজের পোলাপাইনের সাথে ব্যাপক গুল্গুল-কিল্কিল করে রাতে বাসায় ফেরার পর থেকেই হাল্কা হাল্কা পেট ব্যাথা শুরু। শরমে বউ’রে কিছু বললাম না, বদ-হজম জাতীয় ব্যাপারে টিপ্পনী শুনতে কার ভাল লাগে। সারারাত বেশ ভালই কষ্ট হল, রাতে ঘুম একদমই হচ্ছিল না। বউয়ের কাছে ব্যাপারটা আর লুকানো গেল না। এমনিতে গ্যাস্ট্রিক জনিত সমস্যা থাকার দরুন বউ আমারে “গিয়াসের বাপ” ডাকে … সে রাতে আমার একটু সিরিয়াস অবস্থা দেখে খুব একটা রসিকতা না করে সেবা করাই মনঃস্থির করল।
শনিবার সকালেও অবস্থা যেই কি সেই। এর মধ্যে সেকলো গিল্লাম, লিকুইড এন্টাসিড গিল্লাম, পেট ব্যাথা আর কমে না। আমার বিল্ডিংএর ৫তলায় মঞ্জুর (মকক ৯২-৯৮) থাকে। মঞ্জুর, মঞ্জুরের বউ আর আমার বউ মিলে খুব চেষ্টা করল আমাকে সিএমএইচ’এ নিয়ে যাবার, কিন্তু বাচ্চা পোলাপাইনের মত পেটের ব্যাথা নিয়ে হাসপাতাল পর্যন্ত গিয়ে “কামান দাগার” কোন ইচ্ছাই আমার ছিল না।
অবশেষে আমার বউ মির্জাপুর ৩০ তম ব্যাচের সবার ফ্যামিলি ফিজিশিয়ান মাশরুর (মকক ৯২-৯৮, বাবা শুলভ যত্নবান আচরণের জন্য যার নিকনেম হচ্ছে “আব্বা”) কে ফোন দিল। রাতের খাবারের পর মাশরুর এসে পেট টিপাটিপি করে বলল, দোস্ত চল, তোর এপেন্ডিসাইটিস হইছে … মাশরুর এর কথা আমার কাছে বেদবাক্য স্বরুপ, তাই আর দেরী করলাম না।
রাতেই ভর্তি হলাম আর কর্তব্যরত সার্জন এসে বলে গেলেন কাল সকাল ১০০০ টায় অপারেশান। মাশরুর, মঞ্জুর, মঞ্জুরের বউ আর আমার বউ হাসি দিয়া টাটা দিয়া চলে গেল।
ঘুমের অসুধের কল্যাণে রাতের ঘুমটা ভালই হল। সকালে ঘুম ভাংতেই বউ কে মাথার পাশে দেখে খুব আশ্বস্ত বোধ করলাম। মেডিকেল এসিস্ট্যান্ট এসে ওটি’র ড্রেস আর একটা ওয়ান টাইম রেজর দিয়ে গেল। রসিকতা করে বললাম “পরিস্কার আছে, লাগবে না … নাকি ডক্টর থোতার ফ্রেঞ্চ কাট ফেলে দিতে বলছে ??” “পরিস্কার থাকলেও এক ঘষা দিয়া নেন স্যার” বলে মেডিকেল এসিস্ট্যান্ট চলে গেল, আর আমি এক ঘষা দিতে বাথরুম … ফিরে আসার পর কাগজ সাইন করলাম “এনেস্থেসিয়া’তে আমি রাজী” টাইপ কিছু একটা … পড়ে দেখি নাই।
পৌনে দশটার দিকে ডাক পরলে নিজে নিজে হেটে ওটিতে ঢুকলাম। ভেতরে তিনটা বেঞ্চি পাতা, এরই একটাতে শুয়ে যেতে বলা হল। বুঝলাম যুদ্ধক্ষেত্রে’র জন্য সর্বদা প্রস্তুতির জন্যই হয়ত এটা ফিল্ড কন্ডিশান টাইপ ওটি। শুয়ে পরার পর বেঞ্চির দুপাশে দুটা আড়াআড়ি কাঠ লাগানো হল, অনেকটা যিশু’র ক্রুশ এর মত। আমার হাতদুটো ছড়িয়ে দেয়া হল তাতে।
ডান হাতের দিকে তাকিয়ে আছি, হঠাৎ “পাইছি পাইছি, ধর ধর, দে দে” শুনে বাম হাতের দিকে তাকিয়ে দেখি দুই মেডিকেল এসিস্ট্যান্ট আমার হাতে ক্যানিউলা লাগাচ্ছে। ক্যানিউলা লাগানোর মত ভেইন খুজে পেয়ে “পাইছি পাইছি”, চাপ দিয়ে ফুলানোর জন্য “ধর ধর” আর ক্যানিউলা ঢুকানোর আহবান হচ্ছে “দে দে”। “এইটাতে হবে না” বলেই ঘ্যাচাং করে লাগানো ক্যানিউলা খুলে ফেলে আরেকবার “পাইছি পাইছি, ধর ধর, দে দে” … “নাহ এইটাতেও হবে না” … আমি যখন ৩য়বার “পাইছি পাইছি” শোনার অপেক্ষায়, তখন ওটিতে প্রবেশ করলেন এনেস্থেটিস্ট কর্নেল … হাল্কা হেসে তিনি দুই মেডিকেল এসিস্ট্যান্ট কে থামিয়ে আমার ডান হাতে ক্যানিউলা পরালেন। বুঝলাম ওরা এপ্রেন্টিস … এখনো শিখছে।
পা দুটো লম্বা করে আমাকে বসিয়ে দিলেন স্যার। পরম মমতায় ‘পিপড়ের কামড়’ দিলেন নীচ থেকে ৫ নম্বর কশেরুকায় … শরীরের নীচের অংশ অবশ হয়ে যাবে, যাচ্ছে … আমার বুকের উপর আড়াআড়ি পর্দা টানিয়ে দেয়া হল। “এইখানে কাটবে … না দেখিস এইখানে কাটবে” শুনে যখন আরেকবার ক্যানিউলার ঘটনা মনে পরল (অপারেশান এর পরে আমার বউ আমার সেলাইয়ের আশেপাশে দুইটা কলমের দাগ আবিস্কার করে) ঠিক তখনি ওটিতে প্রবেশ করলেন আমার অপারেটিং সার্জন ব্রিগেডিয়ার জেনারেল … হাসিমুখে ওদের সরিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি আশ্বস্ত হলাম।
“তাইফুর, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি …” শোনার সাথে সাথেই মনে হয় আমি ঘুমিয়ে গিয়েছিলাম।
এরপর যেখান থেকে আমার মনে আছে তা হল, আমাকে চাকা লাগানো বেডে করে ওই দুইজন মেডিকেল এসিস্ট্যান্ট কোথায় যেন নিয়ে যাচ্ছে। আমি চোখ মেলতেই একজন আমাকে প্রশ্ন করল “স্যার আপনি র্যাবে কত তে ?? আপনার ফোন নাম্বারটা একটু দেন” খুব খুশী মনেই ফোন নাম্বার দিলাম আর আশ্বস্ত করলাম তার কাজ টা আমি করে দেবার যথেষ্ট চেষ্টা করব বলে। নিজের নাম্বার ঠিক ঠিক বলে বুঝতে পারলাম আমার সেন্স, সেন্সের মতই ফিরেছে। মেডিকেল এসিস্ট্যান্ট এর কাছে মোবাইলটা ধার চাইলাম … বউ’কে ফোন দিলাম … “ও বউ … আস … কাজ শেষ”
পোস্ট অপারেটিভে আমাকে শুইয়ে দেবার পর নিজের শরীরের নীচের অংশে হাত দিয়ে, “বিকেল বেলা বাজারে গিয়ে সকালে জবাই করা গরুর মাংশ হাত দিয়ে যেই ফিলিংস” সেই ফিলিংস হওয়ায় (নিজের শরীর স্পর্শ করলে আংগুল আর ওই অংশ, দুই অংশেই আওয়াজ দেয়। শুধু আংগুল আওয়াজ দিল, অপর প্রান্ত কোন সিগনাল দিল না) বুঝলাম এনেস্থেসিয়ার প্রভাব তখনও কাটে নাই। সেই এনেস্থেসিয়া কাটল রাত দশটার পর … বউয়ের আগেই আমার সিজার হইল বইলা পোলাপাইনের হাসাহাসিতে আমিও …
২২ তারিখ ওয়ার্ডে দিয়ে দেয়া হল … ২৮ তারিখ সকালে একমাসের সিকলীভ দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হল … এখন আমি আল্লাহর রহমতে পুরাই সুস্থ্য এবং পেনশন টাইপ সকল সুবিধা সহ বিশাল ছুটি ভোগ করছি।
(গুজব গুঞ্জন যাই থাকুক আমি বিশ্বাস করি আমাদের সিএমএইচ এর ডক্টর’রা অসাধ্য সাধন করতে পারেন। অন্তত আমার মা’কে যখন বাইরের প্রায় সব ডাক্তার’রাই “আর কিছু করার নেই মনে হয়” বলে অসহায় আমার হাতে ছেড়ে দিয়েছিলেন তখন এই সিএমএইচ’ই আমার মায়ের দায়িত্ব নিতে পিছ পা হয় নি … বরং আমার কাছে আমার মা’কে সুস্থ্য করে ফিরিয়েও দিয়েছিল। লেখার কোন অংশে পাঠকের যেন মনে না হয় আমি সিএমএইচ’কে খাটো করার চেষ্টা করেছি)
পোষ্ট না পড়ে প্রথম হবার অসুস্থ্য প্রতিযোগিতা’কে না বলুন :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস,এইটা ঠিক না......এইটা আত্মঘাতী গোল :thumbdown:
নিস্ফল আস্ফালনের বেইল ... সিসিবি'তে নাই :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমিও তাই কই 😉
নিজের পোস্টে ফার্স্ট হওয়ার অসুস্থ নয় চরম অসুস্থ প্রতিযোগিতাকে না বলুন x-( x-( x-(
অসুস্থ মানুষ তো অসুস্থ প্রতিযোগিতাই করবে নাকি ভুল কইলাম।
বস এখন কেমন আছেন?
আহা
কামতপু, হাসছানা
:hug: :hug:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হাঁস ধরছিইইইইইই 😀 :goragori:
এখন ছানাপোনার পার্মিশন নিয়া
রাইন্ধা খা ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মানে কি? 🙁 🙁 🙁
ছানাপোনা
প্লিজ আস্ক জুনা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, সিজারিয়ান নাকি নর্মালিয়ান???
এখন কেমন আছেন?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব্যা
দুইটা প্রশ্নের উত্তরই লেখাতে আছে ... 😀
(সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পানি খাওয়ার উপযুক্ত হইছেন নাকি এখনো সেলাইয়ের ফুটা দিয়া লিক করে ! 😛
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:))
চ্যারিটি বিগিনস এট হোম
কামরুল,
পানি খাওয়ার টাইম হইলে এক লগে যাবানি
লগে পিরা'রেও নিয়াম
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀
তাইফুর ভাই, পানি শুনেই রবিন ক্যামন খুশি হইয়া গেল দেখছেন?
মামা, আইজকা অফিস নাই। আর কতদিন তোরেও দেখিনা। আয় দেখা করি 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=))
চ্যারিটি বিগিনস এট হোম
পুরাপ্রসেস্টাওল্মোস্টসেইম :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:boss: :hatsoff: :salute:
চ্যারিটি বিগিনস এট হোম
মামা,মামাগো :((
চিল্লাস ক্যান ?? x-(
হার্নিয়া অপারেশান করান লাগব নিকি ?? ;;;
(ভাগিনা, বুখে আয় :hug: )
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
:khekz:
“গিয়াসের বাপ” =))
লুলু পাগলের গল্পের বাকীটা কই??
আগে শেষ করেন নাইলে কিন্তু :chup: :chup:
সিরিজ লিখতে পারিনারে ভাই
চেষ্টাটাই বৃথা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 বারো বছরের পিচকি রকিব্বা ত্রিশোর্ধ্ব বিবাহিত যুবক তাইফুর মামাকে(যিনি আবার র্যাবে আছেন) হুমকি দিতেছে?এ আমি কি দেখতেছি? 😮 😮
যাক...
সহি সালামতে ফিরছেন এটাই বড়ো কথা।
সিএমএইচ নিয়ে বলা শেষের কথাগুলো খুব ভালো লাগলো তাইফুর ভাই। বাকি পুরা পোস্ট উড়াধুড়া! 😀
ডকিন্সও কিন্তু খুব একটা খারাপ লেখেনা :-B
কি বলিস ?? 😮
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আবার জিজ্ঞেস! 😀 😀
হায়রে আন্দা ...
'আবার জিগায়' ডাইলগটারে ভদ্রস্থ করার সে কি চেষ্টা (সম্পাদিত)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
পুনরায় প্রশ্ন! 😀
=)) =)) =)) =)) =))
:)) :))
:shy: ইয়ে,আঙ্কেল কি এখনো সিএমেইচে আছেন?
পানি খাওয়ার এবং খাওয়ানোর উপযুক্ত হইছেন নাকি এখনো সেলাইয়ের ফুটা দিয়া লিক করে !
😉 😉
লুলু পাগলের গল্পের বাকীটা কই?? 😡
সহি সালামতে ফিরছেন এটাই বড়ো কথা। :boss:
সঠিক সময়ে আওয়াজ দিমুনে
চইলা আসিস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😀
বস কি এখন টাংগাইলে?সুযোগ পাইলে আওয়াজ দিয়েন।দেখা হবে ইনশাআল্লাহ।আর শরীরটারে একটু ক্ষেমা দিয়েন।বেশী দৌড়দৌড়ি কইরেন না।এই সময়ে (কোন সময়ে?কাটাকাটির সময়ে আর কি;সিজারের ব্যাপারটা কি আমি জুনিয়র হয়ে বলতে পারি 😉 ) ঐ বেচারারে একটু শান্তি দেন।জীবনে তো বহুত অত্যাচার করছেন। (সম্পাদিত)
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
টাংগাইল যাই নাই রে ...
ঢাকাতেই আছি
আব্বা, আম্মারেও নিয়া আসছি বাসায়
ঢাকায় আইসা আওয়াজ দিস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
টি. মাহবুব ভাই.......আমারো এপেন্ডিক্স হইতে মঞ্ছায় 😀 😀 :((
তুই এপেন্ডিক্স হইলে তো তোরেই কাইটা ফালায়া দিব ...
ক্যাম্নে কি ??
কি হইতে মঞ্চায়, আগে সেইটা ঠিকঠাক মনস্থির কর
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
যেই মালখান ব্লগ দিছেন!!!মনে হইতাছে,আমিও এপেন্ডিক্সের অপারেশন করানির লাইগা হাসপাতালে যাইগা...... 😛
আপনার মতো একই অভিজ্ঞতা আমার হইছিল ২০০৭ ডিসেম্বর এ। আমার বেলায় প্রথমে পেট বেথা নিয়ে সিএমেইচ গেসলাম, জন্ডিস এর চিকিৎসা নিয়ে ফিরে আসছি। এরপরে আবার একই ব্যাথা নিয়ে যেয়ে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করায় আসছি।প্রথমবার ওয়ার্ড এ অ্যাটেন্ডেন্টরা সার্জনদের নিয়ে যেসব ভয়ঙ্কর গল্প বলছিল, নিজের অপারেশন এর সময় খুব ভয়ে ছিলাম যে কি কাটতে কি কেটে ফেলে। ঘুম ভাংগার পরে প্রথমেই হাত দিয়ে আশেপাশের সব যন্ত্রপাতি ঠিক আছে কিনা চেক করে তারপরে আশ্বস্ত হইছি :shy: ;))
আশ্বস্ত হইছিস তো ...
অতেই চলবে 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
😮 এ্যাপেন্ডিক্স কাটতে গিয়া "যন্ত্রপাতি" কাইটা ফালায় নাকি? 😮
=)) =)) বস,দেশের সার্জনদের যে অবস্থা,বডির বাইরেই দুইটা অ্যাপেন্ডিক্স পাইছিল মনে হয় :grr:
সিজার করাইলো আপনার??? :grr: :grr:
মনে হয় অভিষাপ দিয়া ঘৃণা প্রকাশের পর প্রতিশোধ নিল ... 😉
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনি কি কিছু কইলেন আমারে??? 🙁
অলরেডী দুইটা মেজর (অ্যানেস্থেসিয়া) অপারেশন কইরা ফেলছি 😀 দুইটাই ডি.এম.সি. 🙂
তবে পোস্ট অপারেটিভ এর যে কষ্ট, আর ও.টি. যাইতে চাই না :no:
তাইফুর ভাই সহিসালামতে ফিরেছেন এটাই বড় কথা :hug:
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
পোষ্ট অপারেটিভ খ্রাপ লাগে নাই ...
বউয়ের যত্ন পাইতে ভালই লাগছে
নেক্সট আর কোন মেজর অপারেশন লাগলে (দোয়া করি যেন না লাগে)
আগে আগে বিবাহটা কইরা নিস
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইতো কই এতদিন পর কেন এই অপারেশন 😀
আপনি... :boss: :boss:
তোর দুইটা অ্যাপেন্ডিক্স? কেম্নে কি? 😕 😕 😕
আপনার বাসায় যাইতে চাই, এ ব্যাপারে জনগণের সহায়তা (সময়-ক্ষেপন) চাই।
লেখা তুরন্তাজ!! :thumbup:
এসেমেস পইড়া
এসেমেস কর 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই আপনি যেই বর্ণনা দিছেন তাতেতো আমি ভয় পাইয়া গেছিলাম না জানি কি হইসে! 🙁 :-/
আমারো এই কাহিনী হইসিল ক্লাস সিক্স এ থাকতে।আমারেও সি এম এইচ এই কুরবানি করসিল।তয় পুরা পেথেডিন দিয়ে ঘুম পারাইসিল।আপ্নার মত পর্দা দেয়নি। 😀
সাতদিন পর সেলাই কাটার পর ৯ম দিন থেকে স্কুল গেসিলাম। :-B :awesome:
আপ্নিও যত ঘুরাঘুরি আছে কইরা ফেলান। :tuski: এইটাই সুযোগ কইলাম...মানুষের ২ বার এই জিনিস হয়না। 😀
ভাল উপদেশ ...
ফেসবুকে একটা গ্রুপ কইরা ফেল্ব কিনা ভাবতিছি
"আমরা যারা এপেন্ডিক্স ফেলে দিয়েছি" টাইপ নাম দিয়া ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=))
তুমি সি এম এইচে শুইনা আমি ভাবছিলাম এক্সিডেন্ট কইরা ঠ্যাং ভাঙ্গছো 😛
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
না বস
ঠ্যাং ভাল আছে ...
আপাতত প্যাটের উপর দিয়া গ্যাছে :khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
যাক, আপ্নেও এখন প্যাট কাটা ষ :grr: :grr: :grr:
দৌড়াদৌড়ি কম করেন। 🙂
পানি পুনি খাইতে মঞ্চায় :grr: :grr: :grr:
তাইফুর ভাই , ওরে দশটা টাকা দিয়া দেন তো। একটা মামের বোতল কিন্যা নেউক।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( x-( x-(
আপ্নে লুক্টা খ্রাপ, চ্রম খ্রাপ,
মামের বোতল দশট্যাকা কইলে দোকানদার এখন দৌড়ানি দ্যায় 🙁
দশট্যাকায় ড্যাডের বোতল পাওয়া যায়
ওইটা খা
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ড্যাডের বোতল কি? বোতল খাইনা ভাই, কাঁচ ভাইঙ্গা গেলে গলা কাটবো এই ভয়ে 🙁 🙁 🙁
তয় বোতলের ভিতরের জিনিসে অরুচি নাই। :grr: :grr: :grr:
বুখে আয়
তুই আমি দুইজনই প্যাটকাটা ষ ...
(তয় তুই কিন্তু এপেন্ডিসাইটিস সমাজে ক্ষত্রিয় হয়েই থাকবি
তোরটা কাটছে একজন, আর সেলাই দিছে আরেকজন)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ড়্যাবমামা,নিজের বুকরে তো জুনিয়রের প্যারেডগ্রাউন্ড বানায়ালাইসেন... x-(
আয় তুইও বুখে আয়
প্যাড়েড কর
:hug:
(বিয়াদ্দপ গুলারে রইদের গরমে প্যারেড করায়াও শান্তি)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপ্নেরৈকোমল্বুকেপদাঘাতকর্তেমঞ্চায়না 😀 :grr:
😕 কোমল বুক?????
:gulti: :khekz: :khekz:
আপনে পারেনও। কষ্টের বর্ণনা শুনার কথা ছিল, কিন্তু হাসতে হাসতে বুঝলাম বেশি কষ্ট হয়নাই:)
বুঝলি রায়হান ...
এপেন্ডিক্স, কষ্ট, হাসি ...
সবই বিবর্তনবাদ ... (দীর্ঘশ্বাসের ইমো)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
এক মাসের ছুটির কথা শুনে আমারো এপেন্ডিক্স কাটাইতে মন চাইতেছে...
লেখা পুরা উড়াধুরা :boss: :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কোনটা আগে কাটাবি
ছুটি না এপেন্ডিক্স ...
আগে ছুটিটা কাটায়া ফেল
পরে না হয় ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অ্যাপেন হোয়াট? ;))
x-( x-(
আগে কত ভাব লইতাম ড়্যাবমামারে লইয়া....আর এখন সে প্যাটফুটা ড়্যাব... x-(
ধুরো,কইষা মাইনাচ x-(
তোর ভাব নেয়া কমানো একান্ত জরুরী হয়ে পরেছিল ... :-B
ঝাতির মংগলের জন্য এ আমার ক্ষুদ্র আত্মত্যাগ ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
নিজের পেট কেটে অপরের যাত্রা ভঙ্গ করা !! তীব্র ছিঃ ছুড়ে দিলাম :grr:
যাত্রা দেখে ফাত্রা লোকে :grr: :grr: :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটাকে এইভাবে বললে কি বোঝায় : "পাইছি পাইছি, ধর ধর, মার মার"!!
এই ডায়লগটা কেউ এভাবে দিলে কি বোঝায় : “....... এইখানে মারবো … না দেখ এইখানে মারবো”??
অপারেশান সাইরা তো দেখি তোমার ফূর্তি বাড়ছে!! ;;; ;;; ;;;
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস কি একশানধর্মী বাংলা ছায়াছবি'র স্ক্রিপ্ট রাইটিং এ হাত পাকাইতেছেন ??
:boss: :boss: :boss:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হ, স্ত্রিপ্ট লিখমু, প্রযোজনাও করমু! পরিচালক হইবো কামরুল!! ঢালিউড ইস্টাইলে ছবির বাংলা ও ইংরেজি নাম, "কালাকুর্তা কেন গিয়াসের বাপ"........... "দ্য ব্ল্যাক ক্যাট অ্যান্ড গ্যাস ফ্যাক্টরি"............ 🙁 🙁 🙁 (সম্পাদিত)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ধরবো এখানে লাশ পড়বে শ্মশানে :grr: :grr: :grr:
:khekz: :khekz: :khekz: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
প্যাটকাটা তাইফুর ভাই, এখন কেমন আছেন ? লাবলু ভাই প্রযোজিত ছবিতে তাড়াতাড়ি নাম লেখান। :))
তুই তোর 'বাংলা সিনেমা নিয়ে হাল্কাচালে গভীর ভাবনা-২' থিকা দুইচারটা ধুমসি নায়িকা সাপ্লাই দিবি ওয়াদা কর ... :grr:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
একটা টাইট-ফিট ফিগারওয়ালা দেই, চলবে? 😉
আমার চল্লে তো হবেনা ...
সাধারন ধর্ষকদের ডিমান্ড ফুলফিল কত্তি হবে তো ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
স্যরি ... 'দর্শক' হবে ... 😛
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
ভাবী কি আগে থেকেই বিতলা ছিলো নাকি সঙ্গদোষে হইসে ???
আমাকে স্বপরিবারে বিটলা বলায় মইনুলের ব্যাঞ্চাই ...
(ম্যালাদিন পর ব্যাঞ্চাইলাম)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =)) =))
কিরাম আছ মাম্মা? 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
তুই তো আর আওয়াজ দিলি না ...
হারামী x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সালাম তাইফুর ভাই।
ওয়ালাইকুম ...
কেফ ?? তামাম ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
মামারে টিএন্ডটি থিকা কল দিছিলাম মামা ধরেনাই 🙁
বস, পার্টি বদলাইয়া কালা কুর্তা ছাইড়া কালা জগতে যোগ` দিলে কি পেট কাটা তাইফুর নামে পরিচিত হইবেন?
কালা জগৎ কুনডা ??
"কালের কন্ঠ" নিকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
কিছু কিছু পোলাপাইন "বউ’কে ফোন দিলাম … “ও বউ … আস … কাজ শেষ”" এর অচলীল অর্থ বাইর করবে, তাদের কথায় বেইল দিয়েন না।
ইফতেখার ভাই, কথাটা আপনার মাথাতেই আইলো...??? 😮 😮 😮
ডার্টি মাইন্ডেড পুলাপাইনের ব্যন্চাই :grr: :grr:
তাইলে চলেন আপনি আমি একসাথে ব্যান হয়ে যাই :grr:
তাইফুর মামায় তো র্য্যাব !! চেতাইলে ধইরা পুংগি বাজায় দিবে .... এর চেয়ে ব্যান খায়া ভাইগা যাওয়া ভালো ... আয় যাইগা 😉
তাইফুর মামার লেখা বেশি জোশ :gulli: