এই ব্লগের একটা লেখা নতুন আরো কয়েকটা লেখার উপজীব্য বলেই বোধহয় ব্লগটি মন্ত্রমূগ্ধতায় পুর্ণ। একেকটা লেখা পড়ি আর নিজের অজস্র স্মৃতির মধ্যে ডুবে যাই। অমোঘ এক চক্রে ঘুরপাক খাই, লেখা পড়লেই লিখতে ইচ্ছে হয়। রেডবুকের ‘কোয়ান্টিটি নয়, কোয়ালিটি’ নীতি আর মাথায়ই থাকে না।
যারা অসাধারণ বন্ধু ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে, তারাই ক্যাডেট কলেজে উত্তীর্ণ হয় বলে আমার ধারণা। নইলে কি আর সিনিয়র, জুনিয়র, বিভিন্ন কলেজ ভেদেও এত সুন্দর বন্ধুত্ত্ব গড়ে তুলতে পারতাম ?? আর নিজের কলেজের ক্লাসমেটদের সাথে যেই বন্ধুত্ত্ব, তার যে কোন তুলনাই নাই, যত দিন যাচ্ছে আরও আরও পরিষ্কার হচ্ছে সেটা।
আমি টাংগাইল আর আমার দোস্ত মুমিনসিং, আমি এক রুমে আর দোস্ত পাশের রুমে, আমি ‘বি’ ফর্ম আর দোস্ত ‘এ’, তারপরও ক্লাস সেভেনের নতুন চেনাদের মাঝে আমরা ‘বেষ্ট ফ্রেন্ডস’ হয়ে গেলাম। দোস্তের কাছ থেকে শিখেছি অনেক। ‘স্বপ্নত্রুটি’-তে যে রক্ত পানি হয়ে যায় এটা তার কাছ থেকেই শেখা। স্বপ্নত্রুটির মানচিত্র আকতে যে ‘কালি’ ব্যবহৃত হয় তা নাকি রক্তরশের সব মূল উপাদানে তিল তিল করে গড়া। ঘুম থেকে উঠে ‘আমার রক্ত পানি হয়া গেল’ হাহাকার শুনে আমি যা বোঝার বুঝে নিতাম।
দ্বন্দ-সঙ্ঘাৎ ছাড়া বন্ধুত্ত্ব বাড়ে না। সেরকমই এক দ্বন্দের পর মিমাংসার সুজোগ না দিয়েই আমি হাসপাতালে ভর্তি হয়ে যাই। পরদিন সকালে সিক রিপোর্টে দোস্ত হাজির। আগডুম বাগডুম কি সব অসুখের কথা বলে দোস্তও ভর্তি, মিমাংসা যে করতেই হবে। ঔষধ হিসেবে তাকে দেয়া হল ‘গ্লিসারিন সাপোজিটরি’। সাপোজিটরি শব্দটি ‘সাপোজ ইটিং’ শব্দ হতে উৎপত্তি বিধায় উহা মুখে খাওয়ার নিয়ম ছিল না, অন্য উপায়ে ‘খেতে’ হত। দোস্তের যেহেতু পাতানো অসুখ, সে আর সেই ঔষধ না ‘খেয়ে’ কমোডে ফেলে এসে আমার সাথে মিমাংসায় ব্যাস্ত হয়ে পরল। বহুদিন ‘ডিস্পেন্সারি’ ‘ফার্মেসি’ চালাতে চালাতে যেমন লোকে ডাক্তার হয়ে উঠে, তেমনি হাসপাতালের স্যুইপারও ঔষধ চিনতে পারার কৌশল রপ্ত করে ফেলায় যা হবার তাই হল। ভাসমান ‘গ্লিসারিন সাপোজিটরি’ দেখে আর্কিমিডিসের মত উদ্ভ্রান্ত ভংগিতে স্যুইপার ছুটলেন ‘ক্ষিতীশ বাবু’র কাছে। ফলাফল, একহাতে কালো কম্বল আর অন্যহাতে টু ইন্টু ‘গ্লিসারিন সাপোজিটরি’ নিয়ে ওয়ার্ডে প্রবেশ করলেন মূর্তিমান ক্ষিতীশ দা। কম্বল দিয়ে দোস্তকে ঢেকে নিজ হাতে অস্ত্রপচার চালায়ে পর পর দুইটা ‘খাওয়ায়ে দিলেন’। রোগে যে ঔষধ কাজ করে না, স্যুস্থতায় সে নাকি দ্বিগুন ফল দেয়। শুরু হল দোস্তের আগডুম বাগডুম বলা ‘বন্ধ হয়ে যাওয়া’ রোগের উপশম পর্ব … খুলে গেল দ্বার। আমাদের আর মিমাংসা করা হল না।
🙂
:khekz: :khekz: :khekz:
তোর আর রবিনের জন্য শুধু ইমটি দিয়া কমেন্ট মারা ব্যান করার ব্যবস্থা গ্রহণের আবেদন জানাইতে চাই।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ঠিক ঠিক, রবিনের সানগ্লাস শুদ্ধা ব্যান চাই। 😉 😉 😉
সিরকম :goragori: :goragori:
অই যে কইতে না কইতেই ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই,
পুরাই গুল্লি...... :gulli2: :gulli2: :gulli2:
:khekz: :khekz: :khekz:
গুল্লি আবার সাপোজিটরি না তো ?? 😕
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
‘সাপোজ ইটিং’ কইরা দেখবেন নাকি একবার 😉 😉 😉
:khekz: :khekz: :khekz: :khekz:
:gulli: :gulli2:
খালি মাউসের খেলা, কিবোর্ড বেইচা দিসস নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভাই সাবজিটর 'খাওয়ার' অভিজ্ঞতা আমারও আছে। 😀
এইটা আমি আগেই সন্দেহ করছিলাম ... :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
B-)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
:salute:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনার বন্ধু ভাগ্য ভাল হলেও 'বন্ধুর ভাগ্য'টা খারাপ ছিল দেখি... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
পুরা কথা শিল্পী...... :khekz: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জুনা, তোর বন্ধু'র বন্ধু ভাগ্য কিরাম রে ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার বন্ধু ভাগ্য সিরাম... :clap: :clap:
থ্যাংক্স টু জেসিসি নার্সারী এন্ড হর্টিকালচার... 😉
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আর আমার বন্ধুরাও অনেক লাকি...ওরা আমার মতন একজন বন্ধু পাইছে... B-) 😉 =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমিও নার্সারিতে যাপো :((
তুই নার্সারিতে যাস নাই এখনো ... ক্যামথে সম্ভাব ??
নাকি আবার যাইতে চাস।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অবশ্য বণ্যের মত বণে 'গজাইলে' ভিন্ন কথা ... হে হে হে
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই যথারীতি :gulli: :gulti: :gulli2:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তাই নাকি ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:dreamy: :dreamy: :dreamy: :khekz:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পোস্টের জন্যে তাইফুর ভাইরে :gulli2:
কমেন্টের জন্যে জুনায়েদরে :gulli:
*
তাইফুর ভাই, আপনার জন্যে লিংক। ক্লিক মাইরেন।
www.tareqnurulhasan.com
তারেক, সমান্তরালের জন্য ধণ্যবাদ।
ক্লিক মাইরতেছি
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ভালই ছিলাম এতদিন। নিশ্চিন্তে গাজাখুড়ী লেইখা 'মনরাখা','উৎসাহ' দেয়া কমেন্ট আর 'সাবাশী' নিয়া লেখক লেখক ভাব হইতেছিল।
ধুরররর।
'নিমন্ত্রন' আর 'সমান্তরাল' না পড়লেই বোধহয় ভাল ছিল।
(তোরা এত সুন্দর লেখস ক্যামনে??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, একটাও উল্টা পাল্টা শব্দ ব্যবহার না কইরাও কিভাবে সূক্ষ্ণ ভাষার ব্যবহার কইরা গল্পের পুরা রস বজায় রাখা যায়-সেইটা কেউ শিখতে চাইলে আপনের এই লিখাটা পড়ুক।পুরাই পাঙ্খা মামু!!!
ভাগিনা, (অভ্র না থাকলে ইংলিশে বাংলা টাইপ করলে হইত Vagi..)
লালবই পইড়া, ভয়ে মুখে ঠুলি চাইপা বহুত কষ্টে 'সূক্ষ্ণ ভাষা'র জন্ম দেই।
ঠ্যালায় পরলে যা হয় আর কি।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, আপনে মিয়া আমার আসল ভাই...আমার দুঃখটা আপনি বুঝছেন...!!!
আপনার লেখা 'ভাগিনা', আমার লেখা 'আসল', 'ফাঁক'-এই বাংলাগুলো ইংরেজীতে লিখলে কি কি সব ভয়ংকর মানে মানে হয়ে যায়... 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জয়তু 'অভ্র', কি বলিস জুনা
(আমরা তো আর কেরানী না যে বাংলা টাইপ শিখুম।)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর ভাই, ঠিকই কইছেন...'অভ্র' রে :salute:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =)) =))
তাইফুর ভাই পুরা গুল্লি :gulli2: :gulli2: :gulli2:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আমি আগেও খিয়াল করছি, তুমি খালি 'সেইরকম' লাইন গুলা উদ্ধৃতি মার। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
এইটা ভাই কি কইলেন আমি খেলুম না :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
থাইক বাদ দেও। আস খেলি ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ওকে চলেন খেলি 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
তাইফুর মামা, একটু নাহয় লেইটেই সিসিবি'তে আইসিলি, তাই বইলা এইরকম টুয়েন্টি টুয়েন্টি শুরু করবি! :boss: :boss:
মামা, ইনিংস থামলে খবর আছে কিন্তু তোর। :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
কি যে কস না মামা, :boss:
তোরা ভাল ওপেনিং কইরা দিছিস বইলাই না ইট্টু হাত খুইলা খেলার সাহস পাইলাম।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
সাপোজিটরি নিয়ে আমাদের ব্যাচেও কাহিনি হয়েছিল।আমি একবার নাইনে থাকতে সাপোজিটরের এপ্লিকেশন আমার ক্লাশমেটদের কাছে বর্ণনা করেছিলাম,অনেকেই এই জিনিষটার গুনাগুন তখনও জানত না।
পরে আমাদের একজনের নিকনাম হয়ে যায় 'সাপোজিটর'।এই নামতা সুপারহিট হউয়াতে সেই বন্ধুটি সকল দোষ আমার ঘাড়ে চাপায়।এ নিয়ে ক্লাস টেনে তার সাথে অনেক মারামারি,ঝগড়া,মুখ দেখাদেখি বন্ধ ছিল।
মারামারি,ঝগড়া,মুখ দেখাদেখি বন্ধেরও ঔষধ ওই একটাই ...
'সাপোজিটর'। 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস! শুধু গুল্লি বললে আপনার অপমান হবে...আপনে তো "ব্রাশফায়ার" শুরু করলেন
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
কিরে সাকেব ?? আছস কেমন ?? খুব ভাল লাগল তোরে দেইখা।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হুম্ম।
অনেক দিন পর এলাম আজ আবার এলাম ব্লগে।
এখানে বন্ধু ভাগ্য পড়লাম।
তোর বাকি গুলিও পড়তেছি।
চলুক...চলুক লাগাতার।
শুভ কামনা।
সৈয়দ সাফী
ওবায়দুল্লাহ ভাই, ... আপনি এই ভুজং ভাজং লেখা পড়ছেন বইলা খুশী হইলাম।
(কলেজ নিয়া গেড়াই বাজী করতে গেলে আবার আন্দোলনের মুখে পড়তে পারি সেই ভয়ে অনেক কিছু বলা হইল না। নিজের কলেজের বড় ভাইয়েরে দেখলে আলাদা একটা ফিলিংস হয়, কি কন বস ??)
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ট্যুর মারার পর ওবায়দুল্লাহ্ ভাই আমগো তো ভুলছেনই...নিজের কলেজের ভাইদেরও ভুইলা গেছেন... 🙁
(বোল্ড করা হয়েছে কলেজ ফিলিংস নগ্নভাবে উপস্থাপন করার প্রতিবাদে!!!! :-B )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
নগ্ন ভাবে ক্যাম্নে ??
আমিতো কাপড় পইরাই ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আপনের ছবি খিয়াল কইরা দেহেন...উপরের জামা বোঝা গেলেও নিচে কিছু আছে কিনা বোঝা যাইতেছে না...আর আপনি হাত দুইখান যেম্নে দিয়া রাখছেন...নাউযুবিল্লাহ্!
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
তুই দেখি আরবীতেও বস্ :))
সংসারে প্রবল বৈরাগ্য!
@কাইউম, তুই ক্যামন ফেরেন্ড?? আমার প্যাণ্ট খুইলা ফেল্ল আর তুই কিনা ?? x-(
@জুনা, কমেন্টটা কম্বোডিয়ান ভাষায় হইলে ভাল হইত না ??
তুই আর কামরুল-ই শুধু বুঝতি। আমার ইজ্জতটা তো বাচতো।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
হ তাইতো!
স্যরি মামা, খাড়া আমি ধরতাছি জুনারে।
ওই জুনা x-( x-(
ব্লাডি বহু-ভাষাবিদ x-(
গেলি কই x-( x-( x-(
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইফুর ভাই, আমার আগের কমেন্টের মধ্যে কিন্তু আপনার জন্য কমপ্লিমেন্ট লুকায়া আছে...সেটা হল এই----'পরিস্থিতি'(!) এখনও আপনার হাতের মুঠোয়... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আমার হাতের মুঠোয় ... মুঠোফোন ... :-B
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস আমার পিসিতে বাংলা সমস্যা হইছে। ফ না ধ বুঝা যাইতেছে না। 😉 😉
সমস্যা মনে হয় পিসি তে না ...
সারাদিন মুঠোয় ধরে বসে থাকলে এমন 'ফ' আর 'ধ'তে গন্ডগোল হবারই কথা।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
বস একখান ভাল কথা কই??
'ফ' হোক আর 'ধ'-ই হোক, পিলিজ ভাইব্রেশন বন্ধ কইরা রাখেন... :-B
রাতের বেলা, কি না কি হয়... O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:goragori: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
=)) =)) =))
আরবীঃ আল-চাচাউল আরবীলাহা...
বাংলায় তর্জমাঃ আরবী আমার চাতৃভাষা(চাচার ভাষা!) :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
=)) =))
এই গভীর রাইতে বিছনা থেইকা পিরা গেলাম :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
জুনা
তাইফুর ভাইয়ের প্যান্ট ফিরাইয়া দে। নগ্ন হইয়া ব্লগে ঘুরাঘুরি করলে আবার এডজুট্যান্ট উনারে ব্যান মারবে কইলাম। 😉 😉
সেকি??? আমারে তো ধুপির লোক বানায়া দিলেন...!!! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
কামরুল, এত মজা পাইছ না, তোর ছবি দেখ।
আমার ছবি দেইখা বুঝতে ভুল করছে জুনা।
তোর তো আপাদমস্তক পরিষ্কার বুঝা যাইতেছে ... 'নাঙ্গাবাবা'
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
খালি নাঙ্গাবাবা না, এক হাত নাকের কাছে আর আরেক হাত...(সেন্সরড) 😛
:khekz: :khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
খালি ব্যানের জুন্যে না।ওই অবস্থায় একটি বিশেষ গোত্রের লোকজন(ইংরেজীতে যাদের নামের আদ্যাক্ষর "হো" অথবা "গ") উনাকে দেখলে কেলেঙ্কারী ঘটাইতে পারে। 😛
:khekz: :khekz:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফ অর ধ বুঝা না গেলে তো বিরাট সমুস্যা-মুঠোফোনের যায়গায় মুঠো*ন হইব-আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ-এদের জ্ঞান দাও প্রভু,এদের হেদায়েত কর 🙁
তাইফুর ভাই ... সালাম !!
কার কথা বুঝাইলেন ভাই? :)) :))
যাই হউক ... চমৎকার লিখসেন !!
কার কথা যে ... মনে করতে পারতেছিনা ... 😉
তুই আছস ক্যামন ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফ ki jadu korila? no, i'm not talking about the movie that is showing all over bangladesh now (nayoker naam bhule gesi, and yes, that really is the name of a bengali movie). shobai dekhi tor kahini gula pore matowara sriticharoner anondo ullashe. keep it up!
:khekz: :khekz: :khekz: