আমাদের সিসিবিকে দেখতে যদি চাও,
www.cadetcollegeblog.com এ যাও।
দেখতে পাবে নানান রঙ আর বাংলা সব অক্ষর,
ভয় পেয়োনা এটাই মোদের নতুন স্থায়ী ঘর।
একটুখানি না দেখিলে মনটা কেমন করে,
ইচ্ছে করে থাকি হেথায় সারাজীবন ধরে।
গল্প, ছড়া, কবিতা বা মোদের স্মৃতিকথা,
আরো কতো কাব্য কিবা মনের যত ব্যথা।
বিজ্ঞান, তথ্য-প্রযুক্তি বা সাহিত্যের আলোচনা,
জানতে পারি নিত্য নতুন কত সব অজানা।
সুখ-দুঃখ, আনন্দ বা রাগ আর অভিমান,
এসব যেন আমাদের এই সিসিবিরই প্রাণ।
সব কিছু তাই শেয়ার করি খুলে মনের দার,
হাসি-খুশি থাকে মোদের ক্যাডেট পরিবার।
এই ঘরেতে সবাই মোরা মিলেমিশে থাকি,
ছোট-বড় সবাইকে তাই ভীষন ভালবাসি।
জ্ঞানী যদি হতে চাও শোন ক্যাডেট সবে,
তরা করে যোগ দাও এই ক্যাডেট কলেজ ব্লগে।
*** আমার এই ছড়াটি কবি জসীম উদ্দিনের “আসমানী” ছড়াটির প্যারোডি। আমার কলেজের সব ক্লাসমেটরা আমার প্যারোডি ছড়ার সাথে অতি পরিচিত। কারন এর আগেও আমি এই “আসমানী” ছড়া ব্যবহার করে বেশকবার প্যারোডি লিখেছি, যার কারনে তারা আমার উপর কিছুটা বিরক্ত ও। আজ আবার হঠাৎ এই ছড়ার সাথে মিল রেখে মাথায় সিসিবিকে নিয়ে কিছু লাইন ঘুরতে লাগল। আর লোভ সামলাতে পারলাম না। হোক না নকল ছড়া। কিন্তু এই ছড়ার কথাগুলোতো সত্যি। তাই লিখে জমা দিয়ে দিলাম। জয়তু সিসিবি, ক্যাডেট কলেজ ব্লগ জিন্দাবাদ, সিসিবি অমর হোক…
😀 😀 😀 😀
Life is Mad.
শেষ রাইতে একলা ব্লগ পাইয়া সায়েদ ভাই ফার্স্ট হইছে 😀 😀 😀
আই হাই.........তাইতো.......আমি ফাস্ট 😀 😛 ।
আম্মা, আমি ফাস্টো হইছি 😛 😛 ।
Life is Mad.
:)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:just: 2nd 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সিরাম হইছে :clap: :clap: :clap:
পুরা পাংখা :hatsoff: :hatsoff: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
😮 পাংখা :-/ ??? 😛
:no: :no: :no:
সিরাম লাগার জন্য ধন্যবাদ 🙂
রহমান ভাই
পল্লীকবি তো উপাধি দিতে পারবো না, তবে আইজ থেকে আপনার উপাধি দিলাম 'সিসিবি কবি'। 😉 😉
😕 😕 মাহফুজ(যে কবিতা দিয়েই ব্লগিং শুরু করল এবং টানা ৫টি কবিতা জমা দিল), শাকিল, মান্নান, জিহাদ, টিটো সহ বাকি কবি আর ছড়াকারদের তাইলে কি উপাধি দিবা :-/
এরা বিশ্বকবি :khekz: :khekz: :khekz:
🙂 😛 তাইলে ঠিক আছে 😀
খুবই সত্য কথা... 🙂 🙂
🙂 🙂 মিথ্যা কিছু তো লেখি নাই
ধন্যবাদ
সাবাশ্ রহমান, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
লিখেছ প্যারোডি সিসিবি নিয়ে
তুচ্ছ ব্যাপার নয়! :awesome:
শফি ভাই , রহমান ভাই এর কবিতা'র চেয়ে আপনার মন্তব্যই তো ঝাক্কাস হইছে । :-B :-B
আর রহমান ভাই এর কবিতাও কিন্তু ঝাক্কাস হইছে, আসলে আগের মন্তব্য হবে ঝাক্কাস কবিতার ঝাক্কাস মন্তব্য । :-B :-B 😀
হ, আর মিছা কতা কওন লাগবনা :no: । ঝাক্কাস হইলে কি আর চশমা ঠিক করতা :-/
তুচ্ছ ব্যাপার? প্রশ্নই আসেনা :no:
বুঝছেন ভাই শফি,
এত সুন্দর কমেন্ট দিলেন
চা দিব না কফি?
রহমান ভাই
আমিও আজকে এখন পর্যন্ত চা/কফি খাই নাই।
মানে আপানার দিতে হবে না, অনুমতি দিলে নিজেই বানাইয়া খাইয়া নিমু। 😀 😀 😀
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
"যতদিন রবে সিসিবি সিসিসি আর এমজিসিসি বহমান
ততদিন রবে কীর্তি তোমার(আপনার) অমর, হে কুদ্দুসুর রহমান।"
ডিসক্লেইমারঃ এখানে মন্তব্যকারী ছন্দমিল রক্ষার প্রয়াসে কুমিল্লা এবং ময়মনসিংহ ব্যাতীত অপর কলেজ সমূহের নাম উল্লেখ করেন নাই।
উপরোক্ত দুই কলেজের প্রতি পক্ষপাতিত্বের কারণ হলো, কুমিল্লা কবি রহমানের কলেজ আর ময়মনসিংহ মন্তব্যকারীর কৈশোর এর স্বপ্নের কলেজ ;;) (এমজিসিসির আপুরা কেউ মাইন্ড খাবেন না প্লীজ 😕 )
তবে মন্তব্যকারী মনেপ্রাণে বিশ্বাস করেন যে, সিসিবিসহ সকল ক্যাডেট কলেজই অনন্তকাল পর্যন্ত সগৌরবে বহমান থাকবে :tuski:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ডিসক্লেইমারঃ এখানে মন্তব্যকারী ছন্দমিল রক্ষার প্রয়াসে কুমিল্লা এবং ময়মনসিংহ ব্যাতীত অপর কলেজ সমূহের নাম উল্লেখ করেন নাই।
😛 😛 😛
রহমান ভাই, আসমানী প্যারোডি ভাল্লাগছে।
🙂 ধন্যবাদ
স্বপ্নে কি দেখতেন, ওইখানে ভর্তি হওয়ার? 😉 lolz
😛 ;)) =))
সাকেব,
বহমান আর রহমান দিয়ে ছড়া তো আগেই তাইফুর লিখে ফেলেছে, নতুন কিছু লেখ 😡
😛 😀
:thumbup: :thumbup: :thumbup: :thumbup:
Life is Mad.
:clap: ছড়াটা অসম্ভব ভালো লাগলো। ৫-এ ৫। আরো প্যারোডি লিখেন ভাই। নিচে কুমিল্লার ট্যাগ দিতেও ভুইল্লেন না।
🙂 🙂 🙂 অনেক ধন্যবাদ আলম। তবে আরো প্যারোডি লিখব কিনা 😕 এটা নির্ভর করবে পাঠকদের গ্রহণযোগ্যতার উপর :-B । ট্যাগ দিতে আমি কখনোই ভুল করিনা 😀
একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনো হাঁস পথ হারালো
একা একা বসে আছি সিসিবি পাশে
আমাদের রহমান ভাই প্যারোডি লিখল 🙂 (কপিরাইট-ভূপেন হাজারিকার গান)
সেইরকম কবিতা হইছে রহমান ভাই!
একখানা মেঘ ভেসে এল সিসিবির আকাশে
হয়ে গেল এক পশলা বৃষ্টি,
ভেজা মাটির সোদা গন্ধ ভরে গেল বাতাসে
সুন্দর নয় আমার প্যারোডি, সুন্দর তোমাদের দৃষ্টি। :thumbup:
ধন্যবাদ মাসরুফ 🙂
:clap:
:boss: :boss:
🙂 🙂 ধন্যবাদ আসাদ ভাই
ভালো লাগছে রহমান ভাই।তয়,পারোডির সাথে কষ্ট কইরা মূল কবিতাটা দেওয়া যাইত কী?
ভাই, দিলা তো বিপদে ফালাইয়া 🙁 🙁 🙁 । পুরা কবিতাতো আমার এখন আর মনে নাই। ছোটবেলায় সেই কোন ক্লাসের বইতে যেন পড়ছিলাম :-/ । আপাতত এই ৬ লাইন মনে আছে 🙁 , মনে হয় ছড়াটা এই রকমঃ
আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও,
রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসূলপুরে যাও।
বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি,
একটু খানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি।
একটু খানি হাওয়া দিলেই ঘর নড়নড় করে,
তারই ভিতর আসমানীরা থাকে বছর ধরে।
(কারো মনে থাকলে সম্পূর্ণ ছড়াটা এখানে দিয়ে দিতে পারেন 😛 )
রহমান,
আমি খালি চিন্তা করি, জসীম উদ্দীন সাহেব 'আসমানি' কবিতাটা না লিখলে তোর কি হইত ??
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর বস,
এতদিন কোথায় ছিলেন?ওয়েলকাম ব্যাক...
আপনাকে ছাড়া সিসিবি যেন গরু ছাড়া গোয়াল...(পজিটিভ দৃষ্টিতে দেখবেন প্লীজ 😀 )
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
তাইফুর ভাইয়ের আগমণ, শুভেচ্ছা স্বাগতম :awesome:
:hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
তাইফুর ভাইরে দেখলে তো আমি ডর খাই শুধু। 😕 😕 😕
মনে হইতেসে ঘর পোড়া গরু 😛
সাতেও নাই, পাঁচেও নাই
তোমরা কী তাইফুর ভাইগো পাইছিলা কলেজে?@ জিহাদ।
:no:
তারে আমি চোখে দেখেনি, কিন্তু তার গল্প শুনেছি :frontroll: :gulti:
সাতেও নাই, পাঁচেও নাই
🙂 🙂 🙂
এতদিন ম্যালা কষ্টে ছিলাম ... এখন শান্তি লাগতিছে।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ক্যান? কই গেছিলি? এতদিন কি কি করলি ব্লগ আকারে লেইখা ফেল দেখি 🙂
@আমিন ... তুই কি কৈবার্চাস ?? x-(
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
তাইফুর দোস্ত,
জসীম উদ্দীন ''আসমানি' না লিখলে
অন্য কেউ লিখত 😛
আমার মতো নকলবাজ
এটাই বেইচা খাইত 😀
তুই এতদিন কোথায় ছিলি
হঠাৎ নিরুদ্দেশ :-/
তোর কমেন্ট না দেখিলে
ব্লগের মজাই শেষ 🙁
ওয়েলকাম ব্যাক :hug: , নিয়মিত থাকিস কিন্তু
তাইফুররে দেইখা আর রহমানের প্যারোডিতে মুগ্ধ হইয়া একটা কোবতে লেখছি
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
মারহাবা! কাইয়ুম ভাই, মারহাবা!
বহোত খুব!!
(মানে জানি না, ছোটবেলায় হিন্দি ছবিতে দেখছি এরকম বলতে। 😕 )
😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
এইডা কি গইদ্য কবিতা 😕
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
:just: সিরাম। 😀
কিরাম??? :-/
আসমানী কবি আপনারে সেলাম.....সেলাম :guitar: :guitar:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আসমানী কবি !!! 😕 ওয়ালাইকুম সেলাম 😕
আমার একটা কথা ছিল।
সিসিবি থীম গ্রিন ছিল, কোন বদমাইশ এইটা ব্লু করছে, নীল ছবি বানাইছে? x-(
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ব্লু ব্লু আপ আপ!! :grr:
ঢিশডিক...ডিশডিক...টিগি...টিগি... :guitar:
বুলু আপ আপ :awesome:
বুলু আপ আপ :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাল নীল সবুজ সব বাদ :gulli2: :gulli2: :gulli2:
:just: ইয়েলো :thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:thumbdown:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
লাভ নাই, ইমোর কালারগুলা দেখছোস 😀
দরকার পড়লে এডু স্যাররে কিডন্যাপ কইরা হইলেও বুলু সরামু সিসিবি থেইকা, দাড়া খালি লাবলু ভাই আর শফি ভাই আসুক :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলে কিন্তু ইমোর কালার বুলু দিতে হইব... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ইয়েলো কালার দেখলেই ক্যামন যেনো, মানে ইয়ে ইয়ে লাগে।
গিরিন আপ আপ
গিরিন আপ আপ
গিরিন আপ আপ
কুনু লাভ নাই 😀 যিয়ে যিয়েই লাগুক, নেক্সট টাইম ইজ ইয়েলো টাইম :thumbup: :thumbup:
(লাবলু ভাই আর শফি ভাই কই, একলা আর কত টানুম আজুবা কালারটারে :(( )
সংসারে প্রবল বৈরাগ্য!
শুধু নেক্সট টাইম না...প্রতিদিনই একটি নির্দিষ্ট সময়ে প্রত্যেকের ক্ষেত্রেই 'ইয়েলো টাইম'... :-B
(আমারটা ঘুম থেকে ওঠার পরপরই... 😉 )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বেলাডি জুনা x-( x-(
খাড়া প্রতি টাইম রেড টাইম বানানির ব্যবস্থা করতাছি।
বস্ রা দুইজনই আইতাছেন, সিভিল পানি লাল বুলু সব বাইর হইব :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্যক্তিগত জীবনে তো বটেই, ব্লগেও মিথ্যা বলে সিনিয়র ভাইএর মন জুগিয়ে চলতে না পারার কারনে আমি আমার ব্যান চাই... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সিভিল পানি বহির্গমন প্রক্রিয়া শুরু হইছে, গুড গুড :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
:nishpap: :volavala: :nannamunna:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:impressd: :apatoto maaf koira dilam: 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
রহমান ভাই, দারুন হইছে।
প্যারোডি হোক আর যাই হোক, সুখপাঠ্য। :clap: :clap: :clap:
সিসিবি কবির জন্য রইল :salute:
ধন্যবাদ তানভীর 🙂 । তুমি তো আসলেই ডজার হয়ে গিয়েছ। কমেন্ট করে ফার্ষ্ট হওয়ার প্রতিযোগিতা করছ শুধু 😡 । লেখালেখি কর আরেকটু। তোমার লেখার হাত তো খুব ভাল। সবাই আরো বেশি পোষ্ট আশা করে তোমার কাছ থেকে। এটা আমার শুধু আমার মত নয়, পাবলিক ডিমান্ড :guitar:
হেই কবিরাজ এই এক কবিতায় আটকাইয়া থাকিস না। আরো কিসু পয়দা কর। তবে এইটা বেশ ভাল হইছে। অভিনন্দন।।
আরে মাসুম ভাই নাকি? 😀 কেমন আছেন ভাইয়া?
রহমান ভাই তো ফাটায়ে ফেলতেছে, আপনারাও আসেন। 🙂
মাসুম, দোস্ত তুই মেম্বার হইয়া বইসা আছিস চুপি চুপি। তাড়াতাড়ি লেখা দে 😡 । তুই লেখা দিলে সিসিবি কই চইলা যাইব জানিস? এখন আছিস কোথায়? কুমিল্লা ক্যান্ট এই?
😛 । চেষ্টা করতেছি দোস্ত 😀 । এইটা ভাল লাগার জন্য থ্যাংকস 🙂