আফ্রিকান বীরবলের গল্প

আমাদের দেশে প্রচলিত বীরবলের গল্পের মতো আফ্রিকা জুড়ে প্রচলিত আছে আয়ুবার গল্প। যদিও গল্পের ধরন একই রকম । হয়ত অনেকগুলো আবার বেনামে অন্য কোথাও ও সমানভাবে জনপ্রিয়। চলুন শুনি আফ্রিকান বীরবলের গল্প :

মোবাইল নম্বর :

আয়ুবা নতুন মোবাইল কেনার পর তার ফোনবুকের সবার কাছে মেসেজ পাঠালো : ” আমার মোবাইল নম্বর চেন্জ হয়েছে, আগে ছিল নোকিয়া ৩৩১০ এখন ৬৬১০ ”

মেডিকেল কলেজ

আয়ুবা তার বন্ধুকে গর্ব ভরে বলছে : ” আমার খুব গর্ব হচ্ছে যে আমার ছেলে মেডিকেল কলেজে আছে”
বন্ধু : তাই নাকি ? তা সে কি বিষয়ে পড়ছে ?
আয়ুবা : না , ঠিক সে পড়ছে না, তবে সবাই তাকে নিয়ে পড়ছে।

ফুটবল ম্যাচ

আয়ুবা তার ডাক্তারকে বলছে : ডাক্তার সাহেব , আমার সমস্যা হলো, আমি ঘুমের মধ্যেও ফুটবল খেলি
ডাক্তার : এই ঔষুধটা খান আজ রাতে, তাহলেই ঠিক হয়ে যাবে
আয়ুবা : ঔষুধটা আগামীকাল রাতে খাই, আজ রাতে তো ফাইনাল ম্যাচ।

আবার বিয়ে

আয়ুবা কোন রোমান্টিক মুহুর্তে তার বউকে জিগ্গেস করল : আচ্ছা আমি যদি মারা যাই তবে কি তুমি আবার বিয়ে করবে ?
তার বউ উত্তর দিল : না, আমি আমার ছোট বোনের সাথে থাকব ।
শুনে আয়ুবা স্ত্রীর বিশ্বস্ততায় বেশ খুশি হলো।
এবার বউ তাকে জিগ্গাসা করল: আর আমি যদি মরে যাই তুমি আবার বিয়ে করবে ?
আয়ুবা ভাবল বউএর উত্তরটাই যুতসই।
তাই ঝটপট বলল : আমিও তোমার ছোট বোনের সাথে থাকব।

গড

আয়ুবা তার বউ এর কাছে গল্প শুরু করল : লোকজন আজকাল আমাকে গড ভাবা শুরু করেছে , জানো ?
বউ অবাক হয়ে বলল : এ আবার কেমন কথা ? লোকে তোমাকে গড ভাববে কেন ?
আয়ুবা : কি জানি । আমি যেখানেই যাই সবাই বলে ” ও গড, তুমি আবার এসেছো ?”

পার্কিং

আয়ুবা তার গাড়ির কাছে ফিরে এসে দেখে একটা নোট রাখা ” পার্কিং ফাইন ”
সে নোটের উপর উত্তর দিল : প্রশংসার জন্য ধন্যবাদ, আসলেই আমি পার্কিং ভালো করি ।

হাতের গ্লাভস

আয়ুবা প্রচন্ড শীতে এক হাতে গ্লাভস পরে আরেকটা হাত খালি রেখে ঘুরে বেড়াচ্ছে।
একজন অবাক হয়ে প্রশ্ন করল : এক হাতে গ্লাভস , আরেকহাত খালি কেন ?
আয়ুবা উত্তর দিল : সিএনএন এর ওয়েদার রিপোর্টে বলল ” on one hand it would be cold and on the other hand it would be hot”

(লেখালেখির ধরন পাল্টানোর জন্য একটা হালকা পোষ্ট দিলাম)

৩,০২৭ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “আফ্রিকান বীরবলের গল্প”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)
    (লেখালেখির ধরন পাল্টানোর জন্য একটা হালকা পোষ্ট দিলাম)

    হালকা না রে, পুরা সিরাম সিরাম পোস্ট দিসোস... :awesome:
    আয়ুবা বস রে আমার হেভভী পছন্দ হইসে... :boss:

    নোটঃ জোকসগুলা দুইবার কইরা আসছে...ঠিক কইরা নিস।


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    জটিল মজা পাইছি :)) :))
    পুরা :pira: :pira:

    গড আর পার্কিং আর শ্যালিকারটা সেইরকম =)) 😀
    মান্নান, কালেকশনে আরো থাকলে সিরিজ করে ফেল। :thumbup:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।