আমাদের দেশে প্রচলিত বীরবলের গল্পের মতো আফ্রিকা জুড়ে প্রচলিত আছে আয়ুবার গল্প। যদিও গল্পের ধরন একই রকম । হয়ত অনেকগুলো আবার বেনামে অন্য কোথাও ও সমানভাবে জনপ্রিয়। চলুন শুনি আফ্রিকান বীরবলের গল্প :
মোবাইল নম্বর :
আয়ুবা নতুন মোবাইল কেনার পর তার ফোনবুকের সবার কাছে মেসেজ পাঠালো : ” আমার মোবাইল নম্বর চেন্জ হয়েছে, আগে ছিল নোকিয়া ৩৩১০ এখন ৬৬১০ ”
মেডিকেল কলেজ
আয়ুবা তার বন্ধুকে গর্ব ভরে বলছে : ” আমার খুব গর্ব হচ্ছে যে আমার ছেলে মেডিকেল কলেজে আছে”
বন্ধু : তাই নাকি ? তা সে কি বিষয়ে পড়ছে ?
আয়ুবা : না , ঠিক সে পড়ছে না, তবে সবাই তাকে নিয়ে পড়ছে।
ফুটবল ম্যাচ
আয়ুবা তার ডাক্তারকে বলছে : ডাক্তার সাহেব , আমার সমস্যা হলো, আমি ঘুমের মধ্যেও ফুটবল খেলি
ডাক্তার : এই ঔষুধটা খান আজ রাতে, তাহলেই ঠিক হয়ে যাবে
আয়ুবা : ঔষুধটা আগামীকাল রাতে খাই, আজ রাতে তো ফাইনাল ম্যাচ।
আবার বিয়ে
আয়ুবা কোন রোমান্টিক মুহুর্তে তার বউকে জিগ্গেস করল : আচ্ছা আমি যদি মারা যাই তবে কি তুমি আবার বিয়ে করবে ?
তার বউ উত্তর দিল : না, আমি আমার ছোট বোনের সাথে থাকব ।
শুনে আয়ুবা স্ত্রীর বিশ্বস্ততায় বেশ খুশি হলো।
এবার বউ তাকে জিগ্গাসা করল: আর আমি যদি মরে যাই তুমি আবার বিয়ে করবে ?
আয়ুবা ভাবল বউএর উত্তরটাই যুতসই।
তাই ঝটপট বলল : আমিও তোমার ছোট বোনের সাথে থাকব।
গড
আয়ুবা তার বউ এর কাছে গল্প শুরু করল : লোকজন আজকাল আমাকে গড ভাবা শুরু করেছে , জানো ?
বউ অবাক হয়ে বলল : এ আবার কেমন কথা ? লোকে তোমাকে গড ভাববে কেন ?
আয়ুবা : কি জানি । আমি যেখানেই যাই সবাই বলে ” ও গড, তুমি আবার এসেছো ?”
পার্কিং
আয়ুবা তার গাড়ির কাছে ফিরে এসে দেখে একটা নোট রাখা ” পার্কিং ফাইন ”
সে নোটের উপর উত্তর দিল : প্রশংসার জন্য ধন্যবাদ, আসলেই আমি পার্কিং ভালো করি ।
হাতের গ্লাভস
আয়ুবা প্রচন্ড শীতে এক হাতে গ্লাভস পরে আরেকটা হাত খালি রেখে ঘুরে বেড়াচ্ছে।
একজন অবাক হয়ে প্রশ্ন করল : এক হাতে গ্লাভস , আরেকহাত খালি কেন ?
আয়ুবা উত্তর দিল : সিএনএন এর ওয়েদার রিপোর্টে বলল ” on one hand it would be cold and on the other hand it would be hot”
(লেখালেখির ধরন পাল্টানোর জন্য একটা হালকা পোষ্ট দিলাম)
হালকা না রে, পুরা সিরাম সিরাম পোস্ট দিসোস... :awesome:
আয়ুবা বস রে আমার হেভভী পছন্দ হইসে... :boss:
নোটঃ জোকসগুলা দুইবার কইরা আসছে...ঠিক কইরা নিস।
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
ধন্যবাদ বন্ধু । আয়ুবাকে আমারও খুব পছন্দ হয়েছে । দেখি আফ্রিকার রাস্তায় যদি তার সাথে দেখা হয়ে যায় তাহলে তোর ভালোলাগার কথা জানিয়ে দেব।
ডাবল জোকসগুলো ঠিক করে দিলাম।
2nd 😀
ব্যাপক মজাক 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বস আপনার ভালো লাগছে ? তাইলে আমারে পায় কে :awesome: :awesome: :awesome: :tuski: :tuski: :tuski:
:just: :pira:
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
ফুটবল ম্যাচ আর পার্কিং টা বেশি জোস ... 😀
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
আমার কাছে গডের টাও মজার মনে হয়েছে । ধন্যবাদ।
জটিল তো... :clap:
আয়ুবা দেখি রক্ করে... :thumbup: B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হমম.. আয়ুবা রকস ...তবে দেশি বীরবল অতুলনীয়
বীরবলকে :salute: আয়ুবাকে :salute:
আমিও আয়ুবাকে দেখপো :((
আফ্রিকা চলে আসো , যদিও আমি এখনও আয়ুবার দেখা পাইনি, খালি গল্পই শুনলাম।
চমৎকার লাগলো।
এই বেটা তো দেখি আগাপাশতলা আফ্রিকান "সর্দারজী" (বীরবলরে অবশ্য তুলনামূলক সিরিয়াস সিরিয়াস লাগে) 😛 😛 ।
Life is Mad.
সায়েদ ভাই ঠিকই বলেছেন সর্দারজী অনেক বেশি মানানসই। আমার আরেকটা প্রিয় চরিত্র ছিল সাণ্তা-বান্তা। কিন্তু সর্দারজীকে একটু দূরের মনে হয়। বীরবলকে তুলনামূলক কাছের চরিত্র মনে হয়। তাই নামকরনে বীরবলকেই বেছে নিয়েছি।
জটিল মজা পাইছি :)) :))
পুরা :pira: :pira:
গড আর পার্কিং আর শ্যালিকারটা সেইরকম =)) 😀
মান্নান, কালেকশনে আরো থাকলে সিরিজ করে ফেল। :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
দেখি আরো কালেকশন পাই কিনা।
ঝাক্কাস :thumbup:
ধন্যবাদ মুজিব ভাই।
:khekz: :khekz: :khekz: :awesome: :awesome: :awesome:
আয়ুবাতো পুরা সেইরকম, আরো চাই।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আয়ুবা হালায়তো দেখি পুরা বাংলাদেশি মফিজ। :)) :)) :))
হমম....পুরা রংপুইরা মফিজ
হ...এইডা আমার চাইয়া ভালা কেডা জানবো :)) :))
গত ১ বছর রংপুরে বইয়া মফিজ গুলারে দেখতেসি... 😀
আর আমি ছয় বছর রংপুরে কাটিয়েছি। তাই আমিও কম জানি না।
তবে এখনকার চেয়ে মফিজরা তখন আরো বেশি মফিজ ছিল।
অসাধারন। আমি পিরা যাইতাছি.....................এখন :just: :pira:
আমার কাছে গোপাল ভাড়ের কাছাকাছি মনে হল বেশি।
একদম সহমত
পুরা :gulti: :gulti: :gulti: :gulti:
দারুণ...........আয়ুবারে :hatsoff:
মান্নান ভাইরে :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ওরে আয়ুবা রকিং :tuski:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
হয় নাই ফয়েজ ভাই।
হবে আয়ুবা রক্স। (কপিরাইট জুনা) 😀
জটিল .................. ৫ দিলাম
ধন্যবাদ
:grr: :grr:
ও গড, রবিন আবার এসেছে =)) =))
মান্নান ভাই, এক্কেবারে সিরাম হইছে! :gulli2: :gulli2: :gulli2:
আয়ুবা রক্স!!!! :thumbup: :thumbup:
আরও চাই মান্নান ভাই। 😀
:pira: :pira: :pira: