অনেকদিন হয়, কিছু লেখালেখি হয় না। আগের মত ব্লগটাও ঠিক জমজমাট হয়ে উঠছে না । এখনও মনে আছে, একটা সময় ছিল একে্কটা পোস্ট আসত আর কমেন্টের ঝড় উঠতো সেগুলোতে। মজার মজার সব কাহিনীগুলো পড়তে পড়তে আমার মত নিরব পাঠক আমব্লগার, চলে যেত আব্র সেই পুরোনো দিনগুলোতে। অবশ্য সবসময় যে শুধু কলেজ নিয়েই গল্প চলত এমনটাও তো না। এমনি এমনিতেই সবাই পোস্ট দিত, এইসব এমনি এমনি পোস্টেই কি কি যে মজার মজার সব কমেন্ট পড়ত্ এখনো সেগুলো মিস করি। আসেন না সবাই, আবাব্র আমাদের এই ব্লগটকে জীবন্ত করে তুলি। কই আমাদের প্রিন্সু স্যার কই্, কলেজ ফলিন দেন। সবাই যে দিন দিন কই হারায়র যাচ্ছে !!! যাই হক, একটা খুব পছন্দের গান দিয়ে শেষ করি।
05. Aurthohin – Golper Shuru (Odbhut Shei Cheleti) (music.com.bd)
ভাই আপনার ছবিটা চমৎকার আসছে তো.....গানটা ভালুই...
জেসিএসসি নামক একটা ভয়ঙ্কর কোর্স আছে আমাদের আর্মিতে, তার প্রস্তুতি চলছে রে ভাই। রাত জেগে পড়ছিলাম, ভাল্লাগছিল না। তাই একটু ঢুও মারলাম, ফাঁকিবাজি একটা পোস্ট-ও মারলাম। তুই ভালো আছিস?
রঞ্জনা আমি আর আসবো না...
ফাঁকিবাজি চল্বেনা চল্বেনা ... অই...... স্লোগান দিতেসি তো......গলা মিলা :)) :)) 😛