১.
বছর ঘুরে আবারও সেই ভয়ংকর দিনটা এসেছে।
যে দিনটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আমাদের বাবা, ভাই, বন্ধু-এমন আরো অনেক প্রিয়জন।
প্রিয়জন হারানোর বেদনা বুকের মধ্যে বয়ে নিয়ে যাবো সারা জীবন। শোকটাকে শক্তি বানিয়ে দাবি জানিয়ে যাবো নৃশংস ওই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের।
যতদিন না সুষ্ঠু বিচার পাচ্ছি ঠিক ততদিন।
২.
২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা, বিডিআর (তৎকালীন) হেডকোয়ার্টারে হয়ে যাওয়া নিষ্ঠুরতম হত্যাকান্ডের দিন ও এর ধারাবাহিকতায় হয়ে যাওয়া পরবর্তী ঘটনাগুলো নিয়ে অনেক লেখা এসেছিল সিসিবিতে। দুই বছর পরে এসে আজ সেইসব লেখাগুলো খুঁজে একত্র করা হল এখানে। উদ্দেশ্য, যাদের হারিয়েছি তাদের কথা আরো একবার স্মরণ করা। কেন হারিয়েছি, কিভাবে হারিয়েছি সেটা ভাবা। শোককে শক্তিতে বদলে দেবার সাহস সঞ্চয় করা।
————
পিলখানা, বিডিআর হেডকোয়ার্টারে ব্যাপক গোলাগুলি?!!
————
বিডিআর বিদ্রোহঃ লাইভ ব্লগিং
————
বিডিআর বিদ্রোহঃ লাইভ ব্লগিং-২
————
বিডিআর বিদ্রোহঃ সর্বশেষ সংবাদ
————
when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore.
————
এখনও কিছুই জানা যায়নি কর্ণেল জাকির হোসেন সম্পর্কে
————
পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও নিখোঁজদের তালিকা (আপডেট)
————
আমাদের কি বেচে থাকা উচিত?……কার জন্য কিসের জন্য?
————
নিজেদের কেমন যেনো পাকিস্তানি পাকিস্তানি মনে হচ্ছে
————
আমি কেন পিলখানায় থাকতে পারলাম না?
————
যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো কত আর-
————
“তোমাদের জন্য তোমাদের ভাইরা কাঁদছে…তোমরা শান্তিতে ঘুমাও”
————
এর শেষ কোথায়?
————
মেজর শাহনেওয়াজ স্মরণে……
————
এলোমেলো স্মৃতিগুলো
————
মাজহার ভাই, হায়দার ভাই………
————
বন্ধু…তোকে মনে পড়ে
————
মেজর আজিজুল হাকীম স্যারকে মনে পড়ে
————
ওয়েক আপ, ক্যাডেটস! …এখন শোক কে শক্তিতে পরিণত করার সময়
————
ও ক্যাপ্টেন! মাই ক্যাপ্টেন!
————
বিডিআর বিদ্রোহ ও রাজনীতির কচড়া
————
মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি আর ফুল নিয়ে আমরা দাঁড়াবো বিডিআর ফটকে
————
মঙ্গলালোকে ফিরে দেখা
————
পিলখানা হত্যাকান্ড
————
বিডিআর এর নিজস্ব অফিসার এর প্রয়োজনীয়তা
————
মেঃ জেঃ শাকিল আহমেদের সাক্ষাৎকার নাকি দেখিয়েছে চ্যানেল আই তে ২০ তারিখ?
————
দেশপ্রেমিকের লেখা
————
তোমরা শান্তিতে ঘুমাও, আমরা জেগে আছি
————
যাদের জন্য সহানুভূতি নাই , শুধুই ভালোবাসা
————
চিন্তাঝড় ১: বিডিআর বিদ্রোহ — প্রথম প্রহর — কী কারণে? কারা? ঠিক এখনই কেন?
————
চিন্তাঝড় ২ : পিলখানা গণহত্যা — কারা, কেন, কীভাবে?
————
পিলখানা গণহত্যা: চিন্তাঝড় ৩ – গুজবের ময়না তদন্ত
————
পঁচিশে ফেব্রুয়ারী—-আমি কি ভুলিতে পারি?
————
বন্ধু, সি ইউ এগেন
————
২৫ ফেব্রুয়ারি : আগুনের পরশমনি ছোঁয়াবো প্রাণে
————
আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে
————
মাজহার আমাকে তুই মাফ করে দিস রে ভাই…
————
তিন মুঠো মাটির সাথে সমস্ত হৃদয়…
————
নির্বাক আমি…(ভুলব আমি কেমন করে)
————
আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া…
৩.
২৫ ফেব্রুয়ারিকে স্মরণে রাখার জন্য সিসিবি থেকে একটি ই-বই প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পুরনো লেখাগুলোকে নিয়ে এবং নতুন কিছুও যোগ করে।
দিনটির স্মরণে সিসিবি সদস্যরা হয়তো অনেক কিছু লিখবেন, অনুরোধ করছি সেটা ই-বইকে মাথায় রেখে লেখার জন্য।
এছাড়া অন্য যেকোন পরামর্শ / উপদেশ স্বাগত জানাবে সিসিবি প্রকাশনা পরিষদ। ধন্যবাদ
আগুনের পরশমনি আমাদের সবার প্রাণে ছুঁয়ে যাক।
...............................
আমার কি সমস্ত কিছুই হলো ভুল
ভুল কথা, ভুল সম্মোধন
ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।
.......................................
ইতিহাসের জঘন্য দিনটি ফিরে এসেছে। শ্রদ্ধায়-ভালোবাসায় স্মরণ করি অকালে হারিয়ে যাওয়া সবাইকে। বিচার চাই নৃশংস হত্যাযজ্ঞের।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কতটুকু সত্য বা নির্ভরযোগ্য জানি না। কিন্তু নাগরিক ব্লগের এই পোস্টগুলো প্রাসঙ্গিক মনে হয়েছে-
http://www.nagorikblog.com/blog/1806
আমি আগেই মন্তব্য করে কাউকে প্রভাবিত করতে চাচ্ছি না। তবে লেখাগুলো নিয়ে অন্যদের মন্তব্যের শুনতে চাই।
অপ্রাসঙ্গিক ও একপেশে মনে হয়েছে।
একপেশে তো অবশ্যই। কিন্তু অপ্রাসঙ্গিক কেন মনে হল ভাইয়া?
এই ব্লগটিকে আমার মনে হয়েছে আমাদের শোক বহনের ব্লগ। সেখানে কাদা ছুড়াছুড়ির বিষয়গুলো চলে আসলে শোকের গভীরতা ও গম্ভীরতা হ্রাস পায়। সেজন্য তোমার লিঙ্কটিকে অপ্রাসঙ্গিক মনে হয়েছে। কারো কারো এতে দ্বিমত থাকতে পারে। তুমি কিছু মনে নিয়ো না।
আমার মনে আছে প্রেরণা ভাবী একটা লেখা দিয়েছিলেন- বাস্তবতার চাওয়া
শহীদদের সম্মানে প্রকাশনার পাশাপাশি উনাদের পরিবারের খোঁজ-খবরও নিতে পারি আমরা। নিয়ম করে বছরে একদিন নয়, মাঝে-মধ্যেই। সাধ্যমত সাহায্য করার চেষ্টা করতে পারি।
.................
......
...........
With due respect to all members of this group, can't we stop giving status in FB regarding 25th Feb. Bangladeshi public er memory gold fish er cheye o kharap. sobai sob vule gece. 25th Feb niye Robin vai er FB status a jesob comment esece segulo porle ga jolte thake, rage ar bitrishnay. Ami hat jor kore apnader sobar kace request korci, plz keo FB te 25th Feb niye status diyen na. esob status a jesob farce type comment ase, segulo shoheed der sritir chorom obomanona.
kicchu bolar nai.......
Khali ektai jiggasha........
Ashol shotto ta ki aamra kono din ee jante parbo na.......
ALLAH jeno at least shotto ta jene e prithibi theke biday neyar toufiq den.......
A verse by Harold Pinter,
"Politicians are not interested in truth, but in power. To capture and to maintain the power it is essential for them that the people remain in ignorence."
সকল শহীদ প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
এখন কেবল প্রার্থণা।
সৈয়দ সাফী
ইতিহাসের জঘন্য দিনটি ফিরে এসেছে। শ্রদ্ধায়-ভালোবাসায় স্মরণ করি অকালে হারিয়ে যাওয়া সবাইকে।
মেজর মিজান নামে একজন এই দিনে শহীদ হয়েছিলেন। তাঁর স্ত্রী আগেই গত হয়েছিলেন। তার ছেলেটাকে মাঝে মাঝে দেখি। পিতৃ-মাতৃহীন ছেলেটাকে দেখলে চোখে জল আসে।
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু, সেইসব পশুদের যারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছে।
সকল শহিদদের প্রতি সম্মান জানাচ্ছি..........।।......
A verse by Harold Pinter,
“Politicians are not interested in truth, but in power. To capture and to maintain the power it is essential for them that the people remain in ignorance.”
সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
চ্যারিটি বিগিনস এট হোম
শহীদদের স্মৃতি অম্লান থাকুক, তাঁদের আত্মা শান্তিতে থাকুক,
মানবতার বোধোদয় হোক, আর কোনো নোংরা হত্যাকান্ড না ঘটুক!
সকল শহীদদের প্রতি ::salute::
ব্লগ এডজুট্যান্ট
মাফ করে দিও, কিন্তু আমি আমার মনের সবটুকু দিয়ে নিচের তিনটি পোস্ট করেছিলাম, তোমার লিস্টে জায়গা পেলাম না:
১। মাজহার আমাকে তুই মাফ করে দিস রে ভাই…
২। তিন মুঠো মাটির সাথে সমস্ত হৃদয়…
৩। নির্বাক আমি…(ভুলব আমি কেমন করে)
৪। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া…
ব্লগ এডজুটেন্ট, অনেক ধন্যবাদ তোমাকে - এখন আমার দুটো (এইটা আর আগেরটা) মন্তব্যই মুছে দিতে পার...