ত্রপাদের বাসাটা ছিলো ঠিক আমাদের গলির শেষ মাথা থেকে দ্বিতীয়টা। তখন আমার বয়স ছিলো তেরো কি চৌদ্দ যখন ওরা এইখানে প্রথম এসেছিলো। আমি বেশ ঘরকুনো ছিলাম তখন। বাসা থেকে বিশেষ একটা বের হতাম না। সেবার শীতে শ্বাসকষ্টটা বেশ ভালোভাবেই ভোগাচ্ছিলো। আম্মু তাই স্কুলে যেতে দিচ্ছিলেন না। আমারও বিশেষ একটা সমস্যা হচ্ছিলো না ঐ ঘরকুনো অভ্যাসটটার জন্য। সকালটা জানালার পাশে রোদে বসে বাসার নীচ দিয়ে ডাকতে ডাকতে যাওয়া ফেরিওয়ালাদের দেখেই কাটতো। এমনি একদিন আমার বয়সি মিস্টি একটা মেয়ে দেখলাম স্কুলব্যাগ ঝুলিয়ে বেশ চুলের বেনি দুলিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এই গলির মোটামুটি সবাইকেই চিনি, একে তো আগে কখনো দেখি নি। পরদিন আবার জানালায় বসলাম, তবে কিছুটা প্রতিক্ষা নিয়ে। প্রতিক্ষার অবসান হল অবশেষে। আবারও আগের দিনের সেই একই দৃশ্য। আমার সাদাকালো একঘেয়ে জীবনটাতে যেন কিছুটা প্রাণ সঞ্চার হল। মা ব্যাপারটা খেয়াল করল। মায়ের চোখ ফাকি দেয়া আর কি সম্ভব! আমাকে দিন দুয়েক পর কথায় কথায় প্রসঙ্গটা তুলে আমাকে জিজ্ঞাস করল। আমি তো লজ্জায় শেষ। মা বুঝতে পেরে হেসে আমার চুলগুলো নেড়ে দিয়েছিল।
ত্রপাটা’না এখনও সেইরকমই মিষ্টি আছে।গতবার ঈদে বাসায় এসেছিলো। আমাদের বাসাতেও এসেছিলো আমাকে দেখতে। ওর মেয়েটা দেখতে ওরই মত মিষ্টি হয়েছে।দেখলেই পিচ্চিটার গালটা ছুয়ে দিতে ইচ্ছা হয়। আর ত্রপাকে দেখলে মনে হয়……… না থাক, নাইবা বললাম। যাকে আমি ভাষায় রূপ দিতে পারি নি,থাক না ওটা আমার একান্ত নিজস্ব কিছু অনুভূতির মাঝে চুপ করে এক কোণায়।
বস, মন খারাপ করেন না। ত্রপাতে হলো না, না হয় প্রপাতে হবে। 😛
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হ, সেই আশাতে কতদিনই তো কাটলো রে....
রঞ্জনা আমি আর আসবো না...
ঘটনা কি, কামরুলের মত ছ্যাকা খাইছ নাকি?
আজিব ব্যাপার ...... পোলাপাইন এত দুঃখ বিলাসী হয়ে যাচ্ছে কেনো ?????
যদিও তোমার লেখাটার সাথে রিলেটেড না, তারপরেও এই গানটা শুনে দেখো।
থ্যাঙ্কস ভাইয়া। অনেক সুন্দর গানটা ।
রঞ্জনা আমি আর আসবো না...
দোস্ত তোর প্রেম কাহিনী নিয়া একটা ব্লগ দেই ????
বিলাসী মন তোর....... :grr:
আমার প্রেমকাহিনী নিয়া দিলে তুই ব্লগ দিতে পারবি, আর আমি তোর প্রেমকাহিনী নিয়া দিলে তো মহাকাব্য হইব। কি দিবি?
রঞ্জনা আমি আর আসবো না...
তোর মহাকবি হবার সুযোগটা কি আমি মিস হইতে দিতে পারি ???
;;; ;;; ;;;
ইমরান ভাই, মন খারাপ কইরা কাম নাই, আমাদেরও দিন আসবে 😡 B-)
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
দিন আসতে আসতে তো রোমান্স চইলা যাইতেছে......
রঞ্জনা আমি আর আসবো না...
দারুণ হয়েছে....খুউউব ই ভালো লাগলো..মনে হচ্ছে রবি ঠাকুরের ছোট্ গল্প পড়ছি..
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
লজ্জা দিচ্চেন যে দাদা...
রঞ্জনা আমি আর আসবো না...