ব্লগে আমার প্রোফাইল খোলার পর আজই প্রথম লিখতে বসেছি। লেখক হিসাবে আমি বরাবরই দুর্বল প্রকৃতির। মনের ভাব সঠিক ভাবে ব্যক্ত করার ক্ষমতার দুর্বলতার দরুন আমাকে বাংলার এক প্রবাদপুরুষ ছিনাই (রাজশাহী ক্যডেট কলেজে তিনি সাঁনাই হিসাবে ব্যপক পরিচিত) তার ক্লাসে প্রায়শঃই নীল ডাউন করে রাখতেন। এতে লাভ কিছুমাত্র তো হয়ই নাই বরং অন্যরা বসে থাকার দরুন এবং আমি নীচে নীল ডাউন হয়ে থাকাতে বরাবরই আমার এন্টিনাও নীচে থাকত। ফলাফল বাংলা ডিপার্টমেন্টে আমি তুমুল হিট, পরীক্ষার খাতায় ভাবসম্প্রসারন ও সারমর্ম/সারাংশে ডাবল জিরো এবং প্রবাদপুরুষ আমার হাউস মাস্টার হওয়াতে বেশ কিছু দুঃসহ সৃতি। যা হোক ক্যডেট কলেজ ব্লগে এসে অনেকদিন পর সেইসব দিনগুলো মনে পড়ে যাচ্ছে।এই ব্লগটি লেখার সময় আরো মনে পড়ছে তাঁদের কথা যাদের এত যন্ত্রনা করে এসেছি।…………… :-B :-B :-B
৩৭ টি মন্তব্য : “প্রথম হাবিজাবি”
মন্তব্য করুন
আজ দেখি ফর্ম ভাল যাচ্ছে...
পরপর দুইটা ব্লগে প্রথম :awesome: :awesome:
ব্লগের পর ব্লগ নামাইতে থাক দেখবা সবল হয়ে গেছ। আমরা আমরাই তো। কিন্তু তার আগে জলদি :frontroll: শুরু কর, প্রিন্সিপাল স্যার আসার আগ পর্যন্ত। 😡 x-(
সিলভার পাইছি । ইয়াহু । 😀 😀
ব্রোঞ্জ :grr:
আয়রন!! 😛
তোর কপালে আয়রন ছাড়া আর কিচু আশা করিস না।
রঞ্জনা আমি আর আসবো না...
:chup: :chup: :chup: :chup:
রঞ্জনা আমি আর আসবো না...
আয়রন পদক এই পরথম দেখলাম। 😛 😛 😛
এবং সেটা আমি পাইছি।মজা মজা =)) =)) :grr: :grr:
শুরুটা ভালো। চালায়া যাও.........
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আইছো ভাল কথা এইবার জলদি লাগাও দশটা ফ্রন্টরোল 😀
:frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: লাগাইলাম ভাইয়া দশটাই দিছি একটাও মকরামি করি নাই।
রঞ্জনা আমি আর আসবো না...
ব্লগে স্বাগতম। 🙂
অনেকদিন পরে আরেকটা ৯৯-০৫ ব্যাচ পাওয়া গেল।
ব্লগে স্বাগতম দোস্ত।
ধইন্যবাদ দোস্ত............
রঞ্জনা আমি আর আসবো না...
ব্লগে স্বাগতম দোস্ত। চালায় যাও। প,ক,ক আগায় যাও। :thumbup:
ভাই,লিখা ছুডু হইয়া গেছে......... 😡
তয় সাঁনাই এর কথা মনে করায় দেয়ার জন্য ধন্যবাদ 😀
স্বাগতম
চ্যারিটি বিগিনস এট হোম
ব্লগে স্বাগতম।
স্বাগতম।
এত বড় পোস্ট একসাথে না দিয়ে কয়েক কিস্তিতে দিলে পাঠকদের সুবিধা হত। :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:grr:
:grr:
ব্লগে স্বাগতম।
এরপর থেকে বড় করে লিখবা। 🙂
ইয়াত্তো বড় কইরা লিকপি
হাঁসের ছানা দেখি ব্যাপক চালাক, লেখা বড় করতে বললেই ফন্ট বড় করে দেয়!!!
এরকম বড় লেখক হয়েও যেতে পার একদিন (যে বড় ফন্টে লিখে....)!
লিকপো
রঞ্জনা আমি আর আসবো না...
স্বাগতম ভাইয়া :party:
যাক পিসিসির আরেকজন বাড়ল। ইমরান স্বাগতম। প্রথম ব্লগ ছোট হয়েছে ব্যাপার না। পরে আরও বড় করে লিখবে।
ফখরুল ভাইয়া, আপনারে দেইখা অনেকদিন পর খুব ভাল লাগলো।
রঞ্জনা আমি আর আসবো না...
ভাইয়ারা সবাইকে অজস্র ধন্যবাদ আমার মত এই নবাগত নাদানকে এত আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। কথা দিচ্ছি আরো বড় লেখা আসবে।
রঞ্জনা আমি আর আসবো না...
ব্লগে স্বাগতম ইমরান 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ধন্যবাদ স্যার...
রঞ্জনা আমি আর আসবো না...
স্বাগতম ইমরান। হাত-পা খুলে লিখতে থাকো!! B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ভাইয়া দোয়া রাইখেন........ :dreamy: :dreamy:
রঞ্জনা আমি আর আসবো না...
ওয়েল্কাম টু সিসিবি ভাইয়া,তাড়াতাড়ি ২য় ব্লগ টা নামাই ফেলেন
অলরেডি নাইমা গেছে ভাইয়া......
রঞ্জনা আমি আর আসবো না...
মামাআআআআআআ তুই !!!!!!!!!!
আয় বুখে আয় :hug: :hug: :hug: :hug: