প্রারম্ভিকাঃ এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল, “আমরা ক্ষমতায় গেলে সিসিবিতে অণুব্লগের জন্য নতুন শাখা খোলা হবে। অণুব্লগকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হবে, সহজ শর্তে ঋণ দেয়া হবে।” কিন্তু তার কোনটাই এরা পূরণ করে নাই। দিনের পর দিন মন্ত্রনালয়ের দারে দারে ঘুরেছি। আভাসে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে টেকাটুকা ছাড়া গতি নাই। আমি আবহমান গ্রাম-বাঙলার দুস্থ ছাত্র। অর্ধাহারে থাকি। মিশুক ট্যাক্সি চালিয়ে চিকিৎসার টাকা জোগার করতে হয় নাই তবে ভোজনালয় ও প্রাক্ষলন রক্ষনাবেক্ষণ করে দুই-চারটি ডলার কামাই করি। আমার পক্ষে কি টেকাটুকা দেয়া সম্ভব? তাই ভাবলাম আইন রাস্তায় পড়ে আছে কুড়িয়ে নিজের হাতে তুলে নেই।
সহজ কথা কইতে আমায় কহ যে, সহজ কথা যায়না বলা সহজে (এটা রবি ঠাকুরের কবিতা জানতাম না, গুগল করে বের করলাম)
(ক) রক্ত-মাংসের জীবনে ভার্চুয়াল জগতের উপস্থিতি নিয়ে ইদানিং খুব বিড়ম্বনায় থাকি। অস্বস্তি ও আকর্ষণ একই সাথে কাজ করে। সমূদ্রের ঢেউয়ের মত–পুশ এ্যান্ড পুল। সবচাইতে বেশী অস্বস্তিতে পড়ি যখন রক্ত-মাংসের মানুষটি চলে যায় কিন্তু রেখে যায় তার ভার্চুয়াল জগতকে। সদ্য প্রয়াত মানুষটিকে ফেইসবুকে ট্যাগ করে যখন কেউ স্ট্যাটাস আপডেট করে তখন নিজেকে ভর শূণ্য মনে হয়। পেটের ভেতরের কারখানা এক লাফে গলায় উঠে আসতে চায়। তড়িৎ গতিতে চোখ নামিয়ে ফেলি কিংবা অন্য পেইজে চলে যাই। ট্যাগ করা নামটি যেন মেডুসা। মাথায় কিলবিল করছে “বিষধর কালো-ফণী।” সেই পোস্টে সবাই দুঃখ প্রকাশ করে, আত্মার শান্তি কামনা করে কিন্তু আমার মনে ঝড় শুরু হয়ে যায়। হাইপার লিংক করা নামটির দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার পেট গুলানো শুরু করলে টেবিল থেকে উঠে পড়ি। শোক, শ্রাদ্ধের কাজ শ্রদ্ধাভরে মানুষটিকে স্মরণ করা ও সামনে এগিয়ে যাওয়ার জন্য, মানসিক নির্যাতনের জন্য নয়।
রেখেছ বাঙালী করে মানুষ করনি (এইটা ঠাকুর সাহেবের এইটা না জানাটা পাপ তাই জানি)
(খ) খুচরো কিছু কাজ শেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ডে গেলাম। যাত্রী ছাউনিতে ঢুকতেই বাঙলাদেশের বাঙলা কথা (এখানে কোলকাতার অনেকেই আছেন) কানে আসলো। এক দম্পতি সদাইপাতির তালিকা নিয়ে আলোচনা করছে। নতুন আমদানি। খুব স্বাভাবিক যে কাজটি করার কথা সেটি করলামঃ পাশ কাটিয়ে আরো দুই বিদেশী ছাড়িয়ে বেঞ্চের কোণায় গিয়ে বসলাম। ওহ ছি ছি এটা কি বললাম? আবার বলিঃ খুব অভদ্রের মত পাশ কাটি দূরে গিয়ে বসলাম। বাস আসতেই বাসে উঠে আবারো একই অভদ্র ও স্বাভাবিক কাজটি করলাম। বসে আছি হঠাৎ দেখি প্রায় দৌড়ে মিজান ভাই বাসে উঠলেন। তাদের সাথে কুশলাদী বিনিময় করে আমাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন। “এখনো যাও নি? এই জায়গার প্রেমে পড়ে গিয়েছ নাকি?” মিজান ভাই আমার ডিপার্টমেন্টের পিএইচডি করছেন। সদ্য দেশ থেকে রিসার্চ করে ফেরত এসেছেন। আমি জোরে হেসে বললাম, “কবে আসলেন?” বাঙলা কথা শুনে স্বামী-স্ত্রী ঘাড় ঘুড়িয়ে আমাকে দেখলো আর আমি তখন বাসের ছাদ, বাইরের মিষ্টি রোদ দেখতে ব্যস্ত।
ধর্ম-কর্মে আগ্রহ কম, বিশ্বাস কম, কিন্তু জাহির করে বেড়াই না। লুকিয়ে রাখি কারণ আমি জানি এই ক্ষেত্রে আমি পৃথিবীর যেকোন প্রান্তে সংখ্যালঘু। আমি কি করি, কোথায় যাই, কি পান করি এসবের ভিত্তিতে আমার স্বদেশী আন্দোলনের কমরেড ও কমরেড-পত্নীরা যেভাবে চুলচেরা বিশ্লেষণ করে অভ্যস্ত তাতে নতুন আমদানি এড়িয়ে যাওয়া ছাড়া আমার উপায়ও থাকে না।
:clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
গণ বিদ্রোহের ডাক দিলাম শুধু আপনে আইলেন। সবাই আজগুবি কথক অন্ধকারের পুস্তক পাঠে বেস্ত! 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
এই সরকার কি মোকা সরকার? 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
অসম্ভব। আমি সরকারে থাকাকালীন উন্নয়নের জোয়ারে দেশ হাবুডুবু খাইতেসিল! :grr:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:khekz: :khekz: :khekz:
মানুষ এমনতয়, একবার পাইবার পর
নিতান্তই মাটির মনে হয় তার সোনার মোহর.........
:khekz: :khekz: :khekz:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
x-( এইসব তাবেদারী বন্ধ করতে হবে নাইলে ঈদের পর কঠোর আন্দোলন।
পুনশ্চঃ আমি দেশে আসার পরে প্রথম ঈদ।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
গদ্য কবিতা নাকি :boss:
:duel: :duel: :duel:
পুরাদস্তুর বাঙ্গাল
গদ্য কবিতা ঠিক বুঝি না। আমার কাকার একটা বই আছে। ঐটা পড়তে গিয়ে মাঝে মাঝে মনে হয় কবিতার মত। কিন্তু গল্প। উদ্ভট গল্প! হাহাহা এটাকে বলছি অণুব্লগ কারণ শব্দ সংখ্যা (আমার নিয়ম) ২০০-৫০০ শব্দের মাঝে।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
পুরাদস্তুর বাঙ্গাল
অণুব্লগ! পুরাই কোপাকুপি অবস্থা ... :duel: :duel: :duel:
মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য
"বিদ্রোহ!! চারিদিকে বিদ্রোহ। সব অন্ধকার করে ফেলব আর আজগুবি কথা লিখব।" এইটা আমার কথা না। এইটা খন্দকার সাহেবের কথা! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মনের কথা বললে গো মোকা।
You cannot hangout with negative people and expect a positive life.
:hatsoff: তাহলে এই ঠান্ডায় এক কাপ :teacup: হয়ে যাক। 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
নিজে ঠান্ডায় বলে কি সব জায়গা ঠান্ডা মনে হয়? :thumbdown:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান ভাই আমি উটপাখি! B-)
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মিশিগানের Mocha নামে একটা অনুব্লগ সিরিজ চালু কর।
জমবে।
আজ এই মূহুর্ত হতে শুরু করে দিলাম। ধন্যবাদ উস্কে দেবার জন্য! 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
🙂 🙂
অথবা Mocha ফ্রম মিশিগান
Mocha উইথ আ K ফ্রম মিশিগান! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
a ka বন্ড!
=)) কোথায় বন্ড কোথা মোকা সরকার! :shy:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ভাল হয়েছে
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ধন্যবাদ ভাই! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
অণুব্লগ বলে তো মহাব্লগ দিয়ে দিলি... 😛
তোর শেখার অনেক বাকি আছে দেখছি। এ ব্যাপারে গরীবের শত্রু, বড়লোকের বন্ধু, লায়ন হার্টেড... সত্যি কথা বলতে শুধু হার্টেড না- লায়ন কিডনী'ড, লায়ন লাঙ্ড, লায়ন ব্রেন্ড- ফজু মল্লিক ওরফে ফয়েজ ভাই এর লেখা দেখতে পারিস। দুই তিন লাইনে তিনি এমন কিছু অণুব্লগ লিখে গেছেন যা তাঁকে প্রাতঃস্মরণীয় করে রেখেছে। সাধারনত সাধারণ ব্লগারদের লেখা স্টিকি করা হয়, তবে ফয়েজ ভাই এর ব্লগ পড়ার পর ওনাকেই স্টিকি করার দাবী উঠত... এমন প্রবাদে পুরুষ তিনি!! O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অণুব্লগ আন্দোলনে আপনাকে স্বাগতম। প্রথম (অণু) ব্লগ হিসাবে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিয়ে ফেলেছি! 😛 ফয়েজ ভাইয়ের সেই অ(ণু)সরণীয় অণুব্লগগুলা পড়সি ভাই। কিন্তু সমস্যা হইলো সেই লেভেলে যাওয়ার মত অণু-পরমাণু মাথায় মনে হয় নাই। আর যদি থাকেও সেই "অণু" চালাইতে যেই পরিমান জন সমাগম লাগবে এবং সমঝদার লাগবে তা এখন সিসিবিতে নাই। 🙁
আচ্ছা এই মাঝারি সাইজের ব্লগ গুলারে একটা নতুন নাম দেয়া যায় না? কিছু বুদ্ধি দেন! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
অণু+ দিয়া কাজ চালা... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আপনিও চক্ষুফোন-৬ ও ৬+ নিয়া উন্মাদনায় সামিল? 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হা হা...
আমি বরাবরই এন্টি-আপেল। শ্লা দের ভাব বেশি। নিজেদের 'মুই কি হনু' মনে করে... x-(
ওদের নতুনত্বহীনতা ও দীনতায় খুশি হয়া গ্যাছিইইই... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
"iPhone 6 users welcome to 2012" এই পচানিটা দেখসেন? ২০১২ সালে রিলিজ পাওয়া নেক্সাস ৪ আর আপেল ৬ এর মাঝে কোন তফাৎ নাই! :khekz:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হ দেখছিলাম... =))
অ্যাপল ওয়াচ নিয়েও পচানিগুলো ভাল ছিল... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অ্যাপল ওয়াচের পঁচানি আছে নাকি? দেইখা লই! 😀 😀 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সবকিছুই লায়নের নাকি হের?
ডার্টি মাইন্ড চিন্তা করে ফেললাম অনেক কিছু! 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
;)) ;)) ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ