উড়াই প্রেম

ঘুম না এলে জানালা খুলে দেই।কিছু অস্বস্তি
ফিনিক্স হয়ে জড়িয়ে থাকে সব নির্ঘুমের রাত।
গরাদের কারুকাজ দেখি আকাশের গায়ে।

 
রূপটান মেখে স্বপ্নসওয়ারী চাঁদ ঘুমায়
বৃহস্পতি শনি কররেখায় দোলঘুমে।
গোল্লাছুট ইচ্ছে  রেটিনার লকারে
সিনপসিসে মেশে পাখি আর রাত।

 
মসলিন ডানার ঝাপটায় উসকে দিয়ে
নিঃশব্দ অশ্রু
শব্দহীন যন্ত্রণা
ধুসর অনিশ্চয়তা
আলতো উড়িয়ে দেই কিছু রাতপাখি।

 

৫,০১২ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “উড়াই প্রেম”

  1. সামিউল(২০০৪-১০)

    "গরাদের কারুকাজ দেখি আকাশের গায়ে"

    এই জিনিসটা আমার সাথেও ঘটে। ঘুম না আসলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি।

    :boss: :boss: (সম্পাদিত)


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আপা, অনেক ভাল লাগল। :clap:
    শেষ অংশটুকু বেশি ভাল লেগেছে...

    মসলিন ডানার ঝাপটায় উসকে দিয়ে
    নিঃশব্দ অশ্রু
    শব্দহীন যন্ত্রণা
    ধুসর অনিশ্চয়তা
    আলতো উড়িয়ে দেই কিছু রাতপাখি।


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।