ঘুম না এলে জানালা খুলে দেই।কিছু অস্বস্তি
ফিনিক্স হয়ে জড়িয়ে থাকে সব নির্ঘুমের রাত।
গরাদের কারুকাজ দেখি আকাশের গায়ে।
রূপটান মেখে স্বপ্নসওয়ারী চাঁদ ঘুমায়
বৃহস্পতি শনি কররেখায় দোলঘুমে।
গোল্লাছুট ইচ্ছে রেটিনার লকারে
সিনপসিসে মেশে পাখি আর রাত।
মসলিন ডানার ঝাপটায় উসকে দিয়ে
নিঃশব্দ অশ্রু
শব্দহীন যন্ত্রণা
ধুসর অনিশ্চয়তা
আলতো উড়িয়ে দেই কিছু রাতপাখি।
কিছু অস্বস্তি ফিনিক্স হয়ে জড়িয়ে থাকে সব নির্ঘুমের রাত। :tuski: :tuski:
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ মোস্তাফিজ! 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপা মোস্তাফিজ ভাই কিন্তু আপনার সিনিয়র... 😛
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ওহ !! আমি ভীষণ ভীষণ ভীষণ রকমের দুঃখিত মোস্তাফিজ ভাই!!!
এইবারের মত মাফ করে দ্যান !!! :frontroll:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
জুনায়েদ,
না ধরিয়ে দিলে তো হরতালের বোমা দিয়া টেপ টেনিস খেলতেসিলাম !!! :gulti: :gulti: :gulti:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
রূপকের নমুনা দেইখা ডরাইসি! পুরাই :duel:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকাব্বির,
বুঝে দ্যাখো পুরাই :bash:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপনাদের বড়দের আসলে মনে রাখাটা কঠিন। আমি চেষ্টা করি ছোট বড় মাঝারি নির্বিশেষে সবাইকে আপনি দিয়ে। এই ফাপড়ে পড়ে বেশ কিছু জুনিয়ার আমার সাথে এর আগে না বুঝেই (কিংবা বুঝেই) অনেক মজা নিসে! 😕
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কবিতাটি পড়ে এই গানটির কথা মনে পড়ে গেল। এই ছেলে নির্ঘুম রাত কাটাতে কাটাতে এক পর্যায়ে গান লেখা, সুর করা শুরু করে। লিরিকটা সুন্দর।
Fireflies by Owl City
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
সুন্দর গান মোকাব্বির !
আমি রাত জাগি বলে আমার এক চাচা আমাকে বলেছিলেন,'আল-রাজীর রাত জেগে কাজ করার অভ্যেস ছিল।উনি বেশিদিন বাঁচেন নাই।রাত জাগা মানুষ বেশিদিন বাঁচে না।"
চাচাকে ভয় পাই বলে যেটা বলতে পারিনি,রাত না জগলে কি আর উনার নাম আইজ আপনে কইতেন!'
( সব নাইট গার্ড দের ইন্স্যুরেন্স এর প্রিমিয়ার ভোক্তাদের ভরা উচিত)
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
হেহেহেহেহ! নাইট গার্ডদের ইন্সুরেন্স এর প্রিমিয়াম ভোক্তাদের ভরা উচিৎ। :thumbup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:clap:
মুক্তি হোক আলোয় আলোয়...
হে হে ...
তুমি ভাবসো, আমাদের থেকে বুড়া আর কে আছে এখানে এক সানা ভাই ছাড়া! কাজেই গণহারে বাকি সব 'তুমি'। :))
অবশ্য আমি ভাবসিলাম, তুমি একবছর লস দিয়ে ক্যাডেট কলেজে গেসো আর মোস্তাফিজ ভাই তোমার পুরানা দোস্ত। =)) =)) =))
নূপুরদা, ভার্চুয়াল হাই ফাইভ...কমেন্টটা করার পর আমিও ভাবছিলাম 'মাতব্বরি করে তো কমেন্টটা তো করলাম এখন যদি...'
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ব্যাপারটা কি অনেকটা এরকম, ইলেভেন টুয়েলভরে ভাই বলে না দেইখা ক্লাশ এইট সেটা ধরায় দিয়া উল্টা মাইর খাওয়ার ব্যবস্থা করে। আর সেটা দেইখা সেভেন (আমি) মজা নিতে কমেন্ট কইরা ফাইনাল ফাপড় খাই!? 😀 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকা,
শবনম ইলেভেন হইলে জুনা ক্লাস জিরো, তুমি মাইনাস থ্রি। 😀
বলার পরে আসলে চিন্তা করতেসিলাম। ততক্ষণে এডিট করার সময় ফুরায় গেসিলো! 😛
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
হে হে হে হে ...
"শবনম ইলেভেন হইলে জুনা ক্লাস জিরো, তুমি মাইনাস থ্রি"
আসলেই তাই নূপুর ! (সম্পাদিত)
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
জুনা,
হাইফাইভের একটা ইমো বানাই ফেলো।
:)) :)) :))
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
" তুমি একবছর লস দিয়ে ক্যাডেট কলেজে গেসো আর মোস্তাফিজ ভাই তোমার পুরানা দোস্ত। =)) =)) =)) "
পোলাপান এমনটা ভাববে জানতাম। এ জন্যই চুপ করেছিলাম। কমেন্টে বেশ মজা হল 😀
ভুল করার জন্য ধন্যবাদ শবনম।
পুরাদস্তুর বাঙ্গাল
মোস্তাফিজ ভাই,
আবারো :frontroll: দিলাম।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
মোস্তাফিজ ভাই,
আপ্নে তো তবু অল্পের উপর দিয়ে পার পাইসেন।
তার পোস্টে আমার মন্তব্যে (সেটা সিসিবিতে আমার এক্কেবারে প্রথম কমেন্ট) আন্দালিব ভাবসে আমি এমজিসিসির। তার আর কি দোষ বলেন! :)) :)) :)) :)) :))
আপনারে এমজিসিসি ভাবসে!? :khekz: :khekz: :khekz:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
নূপুর তুমি এমজিসিসির !!! :pira:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
তবে স্বীকার করি আপনার নাম যখন প্রথম দেখি, আমার স্টেরিও টিপিক্যাল মস্তিষ্ক ভেবেছিল নূপুরের পরে কান্তুি দাশ কেন? :-/
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
মোকা,
শবনম,
এটা আসলে আমার সিসিবিতে আনুষ্ঠানিক নিবন্ধনের ঠিক আগের ঘটনা, যখন আমি অতিথি হিসেবে মুগ্ধতা জানাচ্ছি আন্দালিবের লেখায়। আমার টোনে এটা পরিষ্কার ছিলো আমি একজন এক্সক্যাডেট -- ফলে অবশ্যম্ভাবী কনফিউশন। এই নাম নিয়া ছোট বেলা থেকেই অনেক ঝামেলা পোহাতে হয়েছে বৈকি, যার একটা বাই-প্রডাক্ট (আমার মতে) মেয়েদের খানিকটা বুঝতে পারা। একটু উদ্ভট এই তত্ত্বটা যদিও, কিন্তু আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি, একটা 'মূলতঃ মেয়েদের নাম' পাওয়ার কারণে আমি মেয়েদের কখনোই অন্যজগতের মানুষ ভাবতে পারিনি -- মনে হয়নি তাদের বোধ অনুভূতি আবেগ আমার অগম্য থাকতে পারে।
মন্তব্যটুকু পড়ে ভালো লাগলো। নিজেকে চেষ্টা করি শুধরে নেবার। বড় কঠিন এই কাজ। নারীকে মানুষের মত মানুষ মনে করা বড় কঠিন। 🙁
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
নূপুর,
:clap: :clap: :clap:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
মোকাব্বির,
আসলেই কিন্তু কঠিন !
খালি নারীদের না,অন্য আরেকজনকেই আমরা মানুষ বলে মানতে গিয়া খাবি খাই !!
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
খুবই সত্য কথা। চেষ্টা করি কথা বলার সময় বা মন্তব্য করার সময় অন্তত শব্দচয়ন যেন পলিটিকালি কারেক্ট থাকে। মানসিকতা তো হঠাৎ ঠিক করা সম্ভব না তাই আপাদত মুখের কথাই ঠিক করি।
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:pira2: :pira2:
পুরাদস্তুর বাঙ্গাল
"গরাদের কারুকাজ দেখি আকাশের গায়ে"
এই জিনিসটা আমার সাথেও ঘটে। ঘুম না আসলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকি।
:boss: :boss: (সম্পাদিত)
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামিউল,
কি আর করা বল! 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
গোল্লাছুট ইচ্ছে রেটিনার লকারে :boss:
মুক্তি হোক আলোয় আলোয়...
থ্যাঙ্কস সৌরভ
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপা, অনেক ভাল লাগল। :clap:
শেষ অংশটুকু বেশি ভাল লেগেছে...
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ,
ধন্যবাদ !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
কঠিন এবং দারুণ কবিতা।
:thumbup:
:shy: :shy: :shy:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপা, আপনার নামের পাশে সাল টা লাগায়ে দিলে খুব ভালো হয়। এটা ব্লগের অলিখিত নিয়ম যাতে সিনিয়র জুনিয়র চেনা সহজ হয় :shy:
সাতেও নাই, পাঁচেও নাই
দিতে পারতেসিনা কেন!
:-/ x-(
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আমি ঠিক করে দিসি। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ধন্যবাদ জিহাদ 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
১ম তিন লাইন ফেবুতে পড়ছিলাম।
:boss: :boss: :boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
হুম রাজীব ।
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপনার লেখা তো সবসময়েই সেরা।
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
তাওসীফ
🙂 🙂 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
আপা আপনার নাম তাহমিন শবনম হয়ে আছে একটু ঠিক করে নিয়েন!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
ঠিক করে দিসি। 🙂
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
ভাল লেগেছে! ব্যাপক ভাল লেগেছে!
ক্যাডেট রশীদ ২৪তম,প ক ক
ধন্যবাদ মামুন !
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে