ছোট কবিতা-৩

১।
অনুতপ্ত নই
অণুতে অণুতে তপ্ত
তাপ লুকোবার কায়দাসমূহ
করে নিচ্ছি রপ্ত।

২।
বিষণ্ণ,
বিষ অন্ন?
বিষময়
বিস্ময়!
বিস্মৃত।
বিষ-মৃত?

৩,১১৮ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “ছোট কবিতা-৩”

  1. সাজিদ (১৯৯৩-৯৯)

    দাদা... আপনার প্রত্যেকটা অনুকোব্‌তে নিয়ে দশ পৃষ্ঠার ভাব সম্প্রসারণ লেখা যাবে। জোস্‌ হইছে :boss: :hatsoff:


    অভিলাষী মন চন্দ্রে না পাক,
    জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।