১।
অনুতপ্ত নই
অণুতে অণুতে তপ্ত
তাপ লুকোবার কায়দাসমূহ
করে নিচ্ছি রপ্ত।
২।
বিষণ্ণ,
বিষ অন্ন?
বিষময়
বিস্ময়!
বিস্মৃত।
বিষ-মৃত?
১।
অনুতপ্ত নই
অণুতে অণুতে তপ্ত
তাপ লুকোবার কায়দাসমূহ
করে নিচ্ছি রপ্ত।
২।
বিষণ্ণ,
বিষ অন্ন?
বিষময়
বিস্ময়!
বিস্মৃত।
বিষ-মৃত?
পইড়া প্রথম B-)
🙁 🙁 :dreamy:
প্রথম কবিতাটা বেশী ভালো লেগেছে। :thumbup:
:thumbup: :thumbup:
দাদা, যা দেকালেন ...
প্রথমটা চরম হইছে ...
HOT
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অল্পতেও শেষ হইয়া গেল......তিপ্তি মিটে নাইক্যা 😕 😕
তয় দোনোটাই খাসা হয়েছে :boss: :boss:
:just: :gulli2: :gulli2: :gulli2:
:clap:
নুপুর দা,
এক জোড়া ফাটাফাটি অনুকোবতে উপহার দেয়ার জন্য ধন্যবাদ।
এই মন চায় যে আরো 😀
সৈয়দ সাফী
ডরাইছি নূপুর!! বিষন্ন হইতে পারি কিন্তু বিষ অন্ন খাইতে পারুম না..... :no: :no: :no:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
কবিতা পইড়া অন্ন খাইতে মঞ্চায় :((
সানা ভাই,
এখানে বিষণ্ণতার কারণে অন্নকে বিষের মতো মনে হওয়াকে বুঝাইতেসে কবি,
বিষ-যুক্ত অন্ন না। .. 😀
আসক্ত তিনি
কবিতার আশে আশে শক্ত
তার কবিতার আমিও যে
দারুণ রকম ভক্ত
নুপুরদা :just: :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
তোমাকেও :salute: :hatsoff:
অসাধারন :boss: :boss: :salute: :salute:
নূপুর ভাইয়া অসাধারন 🙂
দাদা... আপনার প্রত্যেকটা অনুকোব্তে নিয়ে দশ পৃষ্ঠার ভাব সম্প্রসারণ লেখা যাবে। জোস্ হইছে :boss: :hatsoff:
অভিলাষী মন চন্দ্রে না পাক,
জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
কিছুটাতো চাই, কিছুটাতো চাই।
😮 😮 😮
খাইছে....
১মটা দারুন লাগলো :thumbup:
ফ্যান্টাস্টিক!!!
আবারো দারুণ।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমি মুগ্ধ!
:clap: :clap: :clap:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
(সম্পাদিত)
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:hatsoff: :hatsoff: :hatsoff: :hatsoff:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার