১৯৯৬ সাল।
শাইখ ক্লাস ১ এ পড়ে। প্রথম সাময়িক পরীক্ষা । অংক!!!! ভুতের মুখ আর অঙ্ক পরিক্ষার প্রশ্ন একই রকম।
১০০ নম্বরের পরীক্ষা!!!!!
প্রশ্নপত্রের আগমন। ভুতের চোখের সাথে শাইখের চোখাচোখি হল।!!
প্রশ্নপত্রঃ ১। অঙ্কে লিখ
শাইখঃ পারি
২। কথায় লিখ
শাইখঃ পারি
৩। যোগ কর (হাতে না রেখে)
৪। যোগ কর ( হাতে রেখে)
৫। বিয়োগ কর (হাতে না রেখে)
৬। বিয়োগ কর (হাতে রেখে)
শাইখঃ পারি
৭। স্থানাংক নির্ণয় কর
৮।মান নির্ণয় কর
শাইখঃ পারি
৯। ৯ এর নামতা লিখ
!!!! ভূত!!!!!
১০। ১০ এর নামতা লিখ
এইটাতো পারি!! পারি!!
১ ঘন্টা শেষ !!!! ৯ নম্বর টা বাদে সবগুলোই শেষ। বসে আছি।
চোখে ভূত কানে মায়ের বকা!!
পারফেক্ট কম্বিনেশান!
মাথাটাও ফকফকা!!
কিছুক্ষন বসে থাকার পর মনে হল খাতা ত ফাকা রাখা যাবে না। কিছু ত লিখতে হবে। নামতা কিভাবে লিখতে হয় তা ত শাইখ জানে!!
লেখা শুরু …………
৯x১=
৯x২=
৯x৩=
৯x৪=
৯x৫=
৯x৬=
৯x৭=
৯x৮=
৯x৯=
৯x১০=
লেখা শেষ করে শাইখ দেখে ৯ x ১=৯ ও ৯ x ১০=৯০ হয় সেটা সে জানে। তাই প্রথমে আর শেষে ৯ আর ৯০ লিখে ফেলল। আর একটা ও সে পারে না। ফাকা আছে …………
৯x২=
৯x৩=
৯x৪=
৯x৫=
৯x৬=
৯x৭=
৯x৮=
৯x৯=
তাই সে কইটা বাকি আছে গুনতে শুরু করল।গোনার সময় মনের অজান্তেই সে সংখা গুলো খাতাই প্রত্যেকটার পাশে লিখে ফেলেছে।উপর থেকে গোনার সময় লিখেছে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ আবার গুনি! এবার নিচ থেকে। এবার ও সে গোনার সময় সংখা গুলো প্রত্যেকটার পাশে লিখে ফেলেছে আগের বারের মতই , ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ।
পরীক্ষা শেষ। খাতা জমা দিয়ে বাড়িতে গিয়ে মার কাছে সহজ স্বীকারোক্তি ‘মা ৮ টা ভুল করেছি’ । মা রাগে নি। ‘ভুল ত হতেই পারে, পরের বার ঠিক হবে।”
১ মাস পরঃ রেজাল্ট দিয়েছে ।
!!!!!!!!!শাইখ অংকে ১০০ তে ১০০ পেয়েছে!!!!!!!!!!!!!!!!
( গল্পটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, লেখার খাতিরে শাইখ চরিত্রের আগমন। কার ও যদি বুঝতে সমস্যা হয় সংখা গুলো উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে পাশাপাশি লিখেই দাখেন না কি হয়।)
সইত্যো কথা...... :bash: :bash: ~x( ~x(
:grr: :grr:
হাছা কইতাছি।তুই ভালা টীচার হইতারবি 😀
সত্যি !!!!! 😮 খুশি হয়ে গেলাম :guitar:
সত্যি!!! :-/ খুশি হয়ে গেলাম । :guitar: থ্যাঙ্কইউ আপু 😐
:hatsoff:
চ্যারিটি বিগিনস এট হোম
::salute::
:hatsoff: ::salute::
:clap:
ভাই, প্লেন চালানো বাদ দিয়ে মাষ্টার হয়ে জান.........ভাল নাম হবে............
😛 :clap: :boss: :thumbup: :hatsoff:
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
দুইটা এক সাথে হওয়ার সুযোগ আছে 😀 তই অনেক দেরি !!!!! :bash:
😛
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
ভুলেও কেউ পইরেন না ভাই ।।হেয় কিন্তু আমাদের লিকাপড়া শিখাইচ্ছে 😀
ধন্যবাদান্তে,
মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১
["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]
ভাই কিন্তু পইড়া ফালাইসেন ! শিখায়ও ফালাইসেন ! সেই অপরাধে :frontroll: দিলাম । সিনিওর রে লেখা পড়া শিখামু তাই কি হয় !! :-/ 😮
আমি কিন্তু কিছু দেখি নাই।
😛 :no:
"মরনের বীথিকায় জীবনের উচ্ছ্বাস,
জীবনের যাতনায় মৃত্যুর মাধুরী"
:clap: :clap:
Life is Mad.
ধন্যবাদ । :clap:
:clap: :clap: :clap:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
চরম লিখছো মামু !