পাঁচ মিনিট বিরহের গল্প/ ৩

আনিকার কাছে নাফিসের প্রেমপত্র……

আমি আছি
তোমার গালে
হাসির টোলে
প্রতিবেলায়।

আছি ঝুলে
কানের দুলে
খোলা চুলে
মুক্ত হাওয়ায়।

একলা বসে
ঠোঁটের ভাঁজে
আঙুল মাঝে
একটু ছোঁয়ায়।

কখনো বা
কপাল জুড়ে
চোখের নীড়ে
বিষণ্ণতায়।

আটকে আছি
চুলের ক্লিপে
কালো টিপে
একটু আঠায়।

চিরচেনা
হাতের পাতায়
গোপন খাতায়
নির্ভরতায়।

লেপ্টে আছি
তোমার গলার
মুক্তো মালার
প্রতি দানায়।

অনেক রঙিন
চুড়ির সুতায়
ঝুঁটির ফিতায়
নির্জনতায়।

আছি জেনো
আঁচল কোণে
নখের মনে
গভীরতায়।

তোমার আমার
সন্ধ্যা সকাল
রাত্রি বিকাল
অষ্টপ্রহর ভালোবাসায়।

চলবে…

২,৯১০ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “পাঁচ মিনিট বিরহের গল্প/ ৩”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    নাফিসের কাছে আনিকার প্রেমপত্র

    ওহে উজ্রাত, একি দিয়েছ বজ্রাঘাত?
    বসন্তের ঐ জোৎস্না রাত, কাটবে কি হাতে রেখে হাত?

    :goragori: :goragori: :goragori: :goragori:


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।