আনিকার কাছে নাফিসের প্রেমপত্র……
আমি আছি
তোমার গালে
হাসির টোলে
প্রতিবেলায়।
আছি ঝুলে
কানের দুলে
খোলা চুলে
মুক্ত হাওয়ায়।
একলা বসে
ঠোঁটের ভাঁজে
আঙুল মাঝে
একটু ছোঁয়ায়।
কখনো বা
কপাল জুড়ে
চোখের নীড়ে
বিষণ্ণতায়।
আটকে আছি
চুলের ক্লিপে
কালো টিপে
একটু আঠায়।
চিরচেনা
হাতের পাতায়
গোপন খাতায়
নির্ভরতায়।
লেপ্টে আছি
তোমার গলার
মুক্তো মালার
প্রতি দানায়।
অনেক রঙিন
চুড়ির সুতায়
ঝুঁটির ফিতায়
নির্জনতায়।
আছি জেনো
আঁচল কোণে
নখের মনে
গভীরতায়।
তোমার আমার
সন্ধ্যা সকাল
রাত্রি বিকাল
অষ্টপ্রহর ভালোবাসায়।
চলবে…
আপনাদের লিখা দেখেই ব্লগে একাউন্ট খুলা।
• জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব - শিখা (মুসলিম সাহিত্য সমাজ) •
বেশি করে পড়তে থাকো। দেখবা তখন বেশি করেই লিখতে ইচ্ছা করবে। অনেক শুভকামনা তোমার জন্য।
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
দারুন মিষ্টি চিঠি :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
থ্যাংক ইউ, ভাই। এর কৃতিত্ব অনেকখানিই গল্পের নায়ক নাফিস উজরাতের 😀 😀
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
খাইছে ! এ দেখি ডেঞ্জারাস অবস্থা ! 🙁
দোস্ত উজ্রাত, তুই আমার ইন্সপিরেশন :)) :)) :))
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
এই চিঠি যেকোন মেয়েকে দিয়ে দাও।
নির্ঘাত তোমার প্রেমে পড়ে যাবে।
😛 😡 :dreamy:
চ্যারিটি বিগিনস এট হোম
সিরিয়াসলি বলছেন আহমদ ভাই? চান্স নিবো তাহলে?? ;;; ;;; ;;;
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
অস্থির দোস্ত ... পুরাই
:awesome: :awesome: :awesome:
আমার বসের কমেন্ট!! ওএমজি!!
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
বস মজা নিতেছেন নেন , সমস্যা নাই , ... অসাধারণ লিখছেন 🙂
পুরাই জোশ, ফেবুতে শেয়াররাইলাম
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
ওকে ভাই, নেক্সট পার্টে গল্প থাকবে। চিন্তাভাবনা চলতেসে।
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
:boss: :boss: :boss:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
নাফিসের কাছে আনিকার প্রেমপত্র
ওহে উজ্রাত, একি দিয়েছ বজ্রাঘাত?
বসন্তের ঐ জোৎস্না রাত, কাটবে কি হাতে রেখে হাত?
:goragori: :goragori: :goragori: :goragori:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
=)) =)) =)) =))
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
এক্কেবারে বোল্ট ফ্রম দা ব্লু! বিনা মেঘে বজ্রপাত ! :awesome:
:clap: :clap: :clap: চরম হইসে 🙂
:goragori: :goragori: :goragori:
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
এই ছেলে তুমি তো দারুণ টালেন্টেড!!
:goragori :goragori: :goragori:
:awesome: :awesome: :awesome:
যে জীবন ফড়িঙের দোয়েলের- মানুষের সাথে তার হয় নাকো দেখা
রিফাত, কীভাবে পারো??? নাফিস মিয়া তো দেহি উশটা খাইলো.........
না না, উজ্রাত মিয়া না...।। তোমার নায়ক নাফিস...।।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!