ছাতা হাতে খোলা চুলে সতর্ক হরিণী।
“নীলচে জামা!” তুমি বলেছিলে, খেয়ালই করিনি।
লাজুক হাসি, “কোথায় যাবেন? বলুন কিছু?”
“যেদিকে বলো, দুচোখ যাবে তোমার পিছু।”
কপট রাগে উল্টো ঘুরে হাঁটা দিলে।
“এই মামা যাবে নাকি কার্জন হলে?”
রিকশায় বসে হয়না দেখা ঘাড় ঘুরিয়ে,
আলতো করে হাতটি ধরি চোখ সরিয়ে।
দুপুর গড়িয়ে শেষ বিকেলের লাল দালানে,
বসে আছি তুমি আমি আপন মনে।
“কিছু তো বলুন!” তোমার কথায় ফিরে আসি।
“কি শুনবে, মহাকাব্য যে কতটা ভালোবাসি?”
নীরব হাসি তোমার চোখে, তোমার মুখে।
তাকিয়ে থাকি। হারিয়ে যাই দুটো চোখে।
“তুমি কি জানো?”
“কি?”
“কিছুনা থাক!”
“বলতে হবে। বলেন।”
তুমি কি জানো ভালোবাসি
তোমার আমার নীরব ভালোবাসা?
তুমি কি জানো ভালোবাসি
তোমার আমার নীরব হাসি?
তুমি কি জানো ভালোবাসি
তোমার আমার নীরবতার নেশা?
“কি হলো বলেন না কেন?”
নীরবতার নেশায় পাইছে নাকি???
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
মোটামুটি পুরানো নেশা! 😛 :shy:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আর কতদিন ,বলেন, বলুন, আপনি ? 😀
দেখা যাক! 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
দারুণ!এটা একটা জবরদস্ত গান হতে পারে।সুর দিয়ে ফেলো।
আবার কোন এক সন্ধ্যায় গীটার নিয়ে বসে সুর বসিয়ে ফেলবো। 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:shy: :shy:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:teacup: :teacup:
পুরাদস্তুর বাঙ্গাল
দুই কাপই কি আমার জন্য নাকি একটা নিজের রাখসেন? 😛
:hatsoff:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
এক কাপ যথেষ্ট নয় তাই দুই কাপই দিলাম। :-B
পুরাদস্তুর বাঙ্গাল
:hatsoff: ধন্যবাদ!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
😀
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
কলেজে এক স্টাফ ছিলেন নাম হাসান স্টাফ। আমাদের ব্যাচের সবচাইতে স্লো ক্যাডেট ফল-ইনে যথারীতি লেট করে আসার পরে কারণ জিজ্ঞাসা করতে শুধু হাসে। তখন হাসান স্টাফ চিৎকার করে উঠলেন, "আনোয়ার! লেট করে আইসতেসো আবার হাইসতেসো!?" 😀
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
আনোয়ার একদিন বলেই ফেললঃ স্টাফ,এখনও ২০ সেকেন্ড বাকি আছে :gulli:
এবার তাহলে বলেই দে...:P
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
বলেছি তো বছর খানেক হলো ভাই! :shy: :shy:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
:thumbup: :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এরি অ মোকাব্বির !!!
তুমি যে এত্ত সোন্দর কবিতা লেখতেয়ারো জানতাম না তো ! :boss:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
:shy: :shy: ধন্যবাদ। মাঝে মাঝে আপনাদের দেখে চেষ্টা করি! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
বেশ বাছা ! এইবার তাইলে চেষ্টা আরেকটু বাড়ায় দেও ! :guitar:
আমি চোখ মেললুম আকাশে
জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে
চেষ্টায় থাকলাম! তবে লেখার আমেজ সবসময় মনমত আসে না! 🙂
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\