ব্লগের ভাই-বেরাদাররা,
prison break season 4 কিভাবে ডাউনলোড করা যায় এই ব্যাপারে আমাকে কি কেউ সাহায্য করতে পারেন? আমি মাইকেল স্কোফিল্ড এবং তার সাংগপাংগদের পরবর্তী কান্ডকীর্তি দেখার জন্য বড়ই উচাটন।
৪৭ টি মন্তব্য : “টেক গুরুদের সাহায্য চাই”
মন্তব্য করুন
Rapidshare থেকে ডাউনলোড করতে পারেন।
আমি ডাউনলোড করে রাখছি। আওয়াজ দিলে পৌঁছাইয়া দিতে পারি।
পাইছি!!! :awesome: :awesome:
একজনের কাছে তাহলে আছে!! :tuski: :tuski:
প্রিজন ব্রেক-এর সব কয়টা-ই ডিভিডি আকারে চাই...
তুমি কি আমাকে :just: রেডী অবস্থায় :just: নিয়ে আসতে বলতে পারবে?? 😉 😉
অফ টপিকঃ :just: প্রয়োজনীয় টাকাটার জন্যে :just: ভেবনা!!!
অন টপিক# সত্যিই অইটা আমি চাই রে ভাই!!...তুমি কই থাকো??? কবে দিবা???
অফ এবং অন টপিক## তুমি কি ২৪-টাও দিতে পারবা...!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
:just: সবকয়টা সিজন-ই কিন্তু :just: চাই!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
তুহিন, তোমার মোবাইল নম্বরটা কই???
আমারটা হইলোঃ ০১৮১৭-২৯৭২৯৭
আমারে :just: মিসকল দিয়া আওয়াজ দিয়ো...আমি :just: রিং দিমু নে!!
অফ টপিকঃ আমারে আইজকা :just: মাস্ফ্যূ রোগে ধরছে!!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জাস্ট :just: পাগল হইয়া গেলাম :khekz:
x-( x-( x-( x-( x-( জুলহাস ভাই,অকারণে :just: ব্যবহারের করার জরিমানা হিসাবে আমাকে :just: প্রতি ৫০ টাকা দিবেন।
অত্যন্ত ইনফর্মেটিভ রিপ্লাই, যাই ট্রাই মারি গিয়া...তবে দেশের বিদ্যুত বিভাগের চরম অসহযোগিতার কারণে কয়দিনে যে শেষ হইবো কে জানে?
আমাদের ফোরাম ডট কম এর এই টপিকটা দেখুন
Prison Break এর চারটা সিজনের সবগুলা এপিসোড এর ডাউনলোড লিংক দেয়া আছে।
এখানে শুধু season 4 পাবেন। সবগুলোই ১০০ মেগাবাইটের rmvb ফাইল। মিডিয়া প্লেয়ার ক্লাসিক দিয়ে চালাইতে পারবেন।
আমি ভাবছিলাম, আর কেউ দেখে না।
টি ব্যাগের ফ্যান হইয়া গেছি দেইখা।
টি ব্যাগ রকস!! :awesome: :awesome:
একদিন না হয় আমার বাসায় :just: বেড়াতে আস...তারপর সবগুলি ডিভিডি (প্রিজন ব্রেক + ২৪ + অন্য কোনটা যদি তোমার স্পেশাল চয়েস-এর থাকে) গিফট করে...খাওয়া-দাওয়া করে...তারপর... :just: আড্ডা দিয়ে...শেষে :just: চলে যেও...(চামে টাকার ব্যাপারটা :just: চেপে গেলাম!!)
যেদিন-ই পার...নো প্রবলেমো ব্রাদার!!!
আমি বনানীতে থাকি...নেভী হেডকোয়ার্টার...আসার আগে :just: আওয়াজ দিয়ো...
অফ টপিকঃ থ্যাঙ্কস ফর ইয়োর সো কুইক অ্যান্ড পজিটিভ রিপ্লাই
অন টপিকঃ (জনিয়র পোলাপাইনগুলা এত ভালো...পাঙ্গাইতেও মায়া লাগে...তবু কি আর করা !! সিনিয়ররা যখন তেমন পাঙ্গা দিতাছে না...আমারই তো :just: দায়িত্বটা নেয়া লাগে!!!)
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
জনিয়র নয়...জুনিয়র হইবো!! 😛 😛
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
টেনশন নিয়েন্না। 😀
জুলহাস ভাই, আমিও :just: চইলা আসি?
amaderforum.com এ কি season 2 ase?
http://www.amaderforum.com/showthread.php?t=185742
এইখানে সব আছে।
থুক্কু...।।rapidshare hobe.okhane ki ase?
আমিও প্রিজন ব্রেক দেখপো :((
তাও ভাল :just: খাইতে চান্নাই... আল্লা বাঁচাইছে...
:khekz :khekz: :khekz:
=)) =))
rapidshare-এ দুনিয়ার সকল বস্তু, অবস্তু, কুবস্তু আছে। প্রিজন ব্রেক অনেক সময় ওখান থেকে নামানো যায় না যদি কারো শেয়ারড আই.পি. হয়ে থাকে। সেক্ষেত্রে টরেন্ট খুব উপকারী।
মিনিনোভা. অর্গ এখানে টরেন্ট সার্চ দিলে সব এপিসোডই পাওয়া যাবে। একটা একটা নামাও আর দেখো।
HDTV প্রিন্ট দেখতে চাইলে (প্রতিটি এপিসোড ৩৫০MB) www.filenest.com এ গিয়ে প্রিজনব্রেক লিখে সার্চ দিলে সীজন ৪ এর এপিসোড গুলো পাওয়া যাবে।
Rapidshare Premium পাইছি একটা। সো নো চিন্তা ডু ফুর্তি।
আর ফ্রি ইউজার হইলেও নামানোর একটা চোরাই টেকনিক আছে র্যাপিডশেয়ার থেকে। সেইডা একটু পেইন হইলেও নামানো যায়। আমি প্রিজন ব্রেকের সবগুলা ফ্রি ইউজার হয়েই ডাউনলোড করেছি।
আবার মুলা ঝুলাইলা ...... ফ্রি ইউজারের টেকনিকটা একটু শেয়ার করোতো ভাই .........
সিস্টেমটায় একটু পেইন আছে কিন্তু কাজ করে নির্ঘাত।
ধরেন, ফ্রি ইউজার হিসেবে ঢুকে দেখলেন "Your Ip 203.208.189.83 is already downloading a file..." তখন আগে নেট ডিসকানেক্ট করে Start>Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন।
এবার নিচের কোডগুলো লিখে এন্টার দিন,
ipconfig /flushdns
ipconfig /release
ipconfig /renew
আপনার ডিএনএস লগ মুছে যাবে।
১০ সেকেন্ডের মত অপেক্ষা করে আবার কানেক্ট করে ফ্রি ইউজার হিসেবে ঢুকুন। আইপি চেঞ্জ হয়ে গেলে লাইন এবারে পাবার কথা। যদি আবারো একই "Your Ip 10.128.49.3 is already downloading a file..." এই মুলা দেখায় তাহলে আবার ডিসকানেক্ট করে উপরের প্রসেস ফলো করুন। একবার না একবার লাইন পাবেন ই।
আমার জানামতে জিপি ১৬টা পাবলিক আইপি ব্যবহার করে (রবিন ভাই ভাল বলতে পারবেন)। সুতরাং আপনার কপাল যদি সবচেয়ে খারাপ হয়, তাহলে আপনাকে ১৬ বার চেষ্টা করতে হবে।
আর ওয়েটিং টাইম বাইপাস করতে হলে অ্যাড্রেসবারে javascript:alert(c=0)
লিখে এন্টার দিন।
আর যেকোন ডাউনলোড রিসিউম করতে চাইলে আপনাকে ডাউনলোড টিকেট পেতে হবে আবারো। সেজন্য কষ্ট করে এই পোস্টটা পড়ুন, বুঝতে পারবেন।
কে এত ঝামেলা করে!
১. টরেন্ট জিন্দাবাদ!!
২. ফাইলনেস্ট-ডট-কম-এ অনেকগুলা অল্টার্নেট লিঙ্ক থাকে। যেমন- ফাইলফ্যাক্টরি, নেটলোড, মেগা-আপলোড, আপলোডেড-টু এইসব। আমি ৩৫০মে.বা. নামানোর জন্যে চারটা সাইটের চারটা ফাইল দিয়ে দেই একবারে। নেমে গেলে এক্সট্রাক্ট করে দেখি।
এই মুহূর্তে যেসব সিরিজ দেখতেছি:
১.হাউজ এম.ডি.
২. দ্য বিগ ব্যাং থিওরী
৩. হাউ আই মেট ইয়োর মাদার
৪. চাক
৫. গ্যারী আনম্যারিড
৬. ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স
৭. হিরোজ
৮. প্রিজন ব্রেক
৯. স্মলভীল
১০. বোস্টন লীগাল
;;; ;;;
পুলাপান বিংব্যাং থিওরি পাগলের মত গিলতেছে।
আমি ২৪ দেখতেছি বলে টাইম পাইতাছি না।
হিরোজ দেখতেছেন? ভলিউম ফোর কেমন যেন লাগতেছে।
আর প্রিজন ব্রেক সেই যে মুলা ঝুলায়া রাখছে, আর খবর নাই। শুনছি ২৪ এপ্রিল নাকি আসবে।
বিগব্যাং আমিও গিলতেছি।
২৪ একটা সেরকম জিনিশ। এই সীজন গুলা শেষ হলে আমি ২৪-এর ৮ম সীজন নিয়ে বসবো! 🙂
হীরোজ আর স্মলভীল ভুয়া হয়ে গেছে। প্রীজনব্রেক সেমি ভুয়া। ৪র্থ সীজনেই শেষ, তাই ঝুলায়ে রাখছে শেষটা। :((
এখন ভাল লাগে খালি উপরের লিস্টের প্রথম চারটা। পাঁচ নম্বরটাও খারাপ না...
ফ্রিনজ় ট্রাই করে দেখতে পারো। প্রথম সিজন চলতেসে। আমি লস্ট শুরু করছি কয়েকদিন আগে। ভালো কমেডি কি আছে?
ফ্রিনজ একঘেয়ে হয়ে গিয়েছিল, ৫টা এপিসোড দেখে বাদ দিয়ে দিছিলাম। আবার শুরু করতে হবে তাহলে মনে হচ্ছে।
ওই হাসের ছানা, তোর Rapidshare Premium টা আমারে দে। আমার অফিসের স্পীড খুব ই ভালো। কিছু মুভি নামাই।
আন্দালিব ভাই, পুরান একটা টরেন্টে সিডার পাইতেছি না কি করি বলেন তো?
x( ~x( , সিডার বাড়ানোর কি কোন সিস্টেম আছে? জানলে একটু আওয়াজ দিয়েন বস।
আজ থেকে প্রায় দেড় বছর ধরে একটা ফাইল নামাইতেছি টরেন্ট থেকে, সিডার মাত্র দুইটা। ৪.৫ জিবি এর ২৭% হইছে। থার্ড ইয়ারের শুরুতে ডাউনলোড দিছিলাম ওইটা।
সীডার বাড়ানোর উপায় জানি না। আমি সাধারণত সীডার কম হইলে ঐটা নামানোর কষ্টই করি না। খুঁজে পেতে এর মাঝে কোন ভাল টরেন্ট ফাইল পাও কি না খুঁজে দেখ।
আমি যেটা করি, প্রথমেই মিনিমাম ৫/৬টা টরেন্ট ফাইল নামাই, সবগুলা ডাউনলোড দিয়ে ঘন্টাখানেক পরে চেক করি কোনটা সবচেয়ে ভাল। সেটা রেখে বাকিগুলা শিফ্ট ডিলীট! ;;;
'বুঝলানি?'
সীডার বারাতে হলে যে সাইট থেকে টোরেন্ট ফাইলটা ডাউনলোড করসেন ঐটার কমেন্ট সেকশনে সীড করবার জন্য অনুরধ করতে পারেন মাঝে মাঝে কাজ হয়।
হুম, উহাই করিতে হইবে বলিয়া মনে হইতেছে...
বালক তোমাকে ধন্যবাদ।
😀 😀 😀
😕
আমারে ফোন কইরা জিগাইয়া তুই এইখানে লেখলি???
আমারে বললে আমি লিখা দিতাম তাহলে তুহীন ভাই আমারেই ধন্যবাদ দিত x-(
ঠিকাছে তুমারেও অনেক ধন্যবাদ।
আপনি কি ঢাকায় থাকেন ??? থাকলে বুয়েটে চলে আসতে পারেন.... আমাদের ল্যান এ সিজন ১-৪ সব আছে...
আমি ঢাকাতে আছি...কয়েকদিনের জন্যে...
প্রিজন ব্রেক সবগুলা সিজন মিলিয়ে কত গিগা???
কয়টা ডিভিডি লাগবে??
ডিভিডি আকারে করে দিতে পারবে??
২৪-টাও কি আছে? ওইটাও কি দেয়া সম্ভব??
সবগুলির জন্যে কতগুলি ডিভিডি লাগবে??
অন টপিকঃ ডিভিডি প্লেয়ার-এ দেখা যাবে তো??? নাহলে তোমার ভাবীকে অইটা দেখা শিখাবো কি করে (ওরে, আমার দেখার সুযোগ পেতে হলে ...ওর দেখা শেখাটা তো অতীব জরুরী) !!!
তুহিন-"কুচ্ছিত হাঁসের ছানা (১৯৯৯-২০০৫)" এর কাছ থেকে পিসি-তে দেখার মতটা পাবো ।
অফ টপিকঃ মনে কর...আমার বাসায় :just: বেড়াতে আসলে...তারপর সবগুলি ডিভিডি (প্রিজন ব্রেক + ২৪ + অন্য কোনটা যদি তোমার স্পেশাল চয়েস-এর থাকে) গিফট করলে...খাওয়া-দাওয়া করলে...তারপর... :just: আড্ডা হলো...শেষে :just: চলে গেলে...(চামে টাকার ব্যাপারটা :just: চেপে গেলাম!!)
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
তুমি কোন হলের???
আমি কিন্তু তিতুমীর-এ ছিলাম!!
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ভাইয়া আমি আউলাতে......
আমি দেখি সব ম্যানেজ করার ট্রাই করব.... আপনার ফোন নাম্বারতো উপরে দেখলামই.... জানাব আপনাকে.....
জুলহাস ভাই আপনার :just: জাপানী কোন সিরিয়াল কিংবা নাটক দেখার শখ হইলে :just: আমাকে বলবেন আর আমিও :just: আপনার বাসার দাওয়াত পেয়ে :just: ডিভিডি নিয়ে আগামী সেপ্টেম্বরে পৌঁছে যাব।
জুলহাস ভাই, আগামী ৬ মাস :just: ব্যবহার করা নিষিদ্ধ ঘোষণা দেওয়া হৈল আপ্নের্জন্যে।
নাহ এইটা পইড়া আহা কইতে পারলাম না। 🙁
www.alluc.org এ ঢুঁ মাইরা দেখতে পারো। 🙂
pop up প্রচুর তৌফিক ।
ভাল কোয়ালিটির মুভির জন্য try www.darksiderg.com or www.deonoid.com is also great.
আমি এখন পর্যন্ত কোন ভাইরাস পাইনাই । আর ইউযুয়াল পাইরেট বে, মিনিনোভা এগুলা তো আছেই ।(এই সাইটগুলা তে শুধুমাত্র টরেন্ট ফাইল পাওয়া যায় ।)
আই আর সি থেকে কিভাবে নামানো যায় জানে নাকি কেউ?
good one. thanks