টেক গুরুদের সাহায্য চাই

ব্লগের ভাই-বেরাদাররা,
prison break season 4 কিভাবে ডাউনলোড করা যায় এই ব্যাপারে আমাকে কি কেউ সাহায্য করতে পারেন? আমি মাইকেল স্কোফিল্ড এবং তার সাংগপাংগদের পরবর্তী কান্ডকীর্তি দেখার জন্য বড়ই উচাটন।

৪৭ টি মন্তব্য : “টেক গুরুদের সাহায্য চাই”

  1. এখানে শুধু season 4 পাবেন। সবগুলোই ১০০ মেগাবাইটের rmvb ফাইল। মিডিয়া প্লেয়ার ক্লাসিক দিয়ে চালাইতে পারবেন।

    আমি ভাবছিলাম, আর কেউ দেখে না।

    টি ব্যাগের ফ্যান হইয়া গেছি দেইখা।

    জবাব দিন
  2. আন্দালিব (৯৬-০২)

    rapidshare-এ দুনিয়ার সকল বস্তু, অবস্তু, কুবস্তু আছে। প্রিজন ব্রেক অনেক সময় ওখান থেকে নামানো যায় না যদি কারো শেয়ারড আই.পি. হয়ে থাকে। সেক্ষেত্রে টরেন্ট খুব উপকারী।

    মিনিনোভা. অর্গ এখানে টরেন্ট সার্চ দিলে সব এপিসোডই পাওয়া যাবে। একটা একটা নামাও আর দেখো।

    HDTV প্রিন্ট দেখতে চাইলে (প্রতিটি এপিসোড ৩৫০MB) www.filenest.com এ গিয়ে প্রিজনব্রেক লিখে সার্চ দিলে সীজন ৪ এর এপিসোড গুলো পাওয়া যাবে।

    জবাব দিন
    • Rapidshare Premium পাইছি একটা। সো নো চিন্তা ডু ফুর্তি।

      আর ফ্রি ইউজার হইলেও নামানোর একটা চোরাই টেকনিক আছে র‌্যাপিডশেয়ার থেকে। সেইডা একটু পেইন হইলেও নামানো যায়। আমি প্রিজন ব্রেকের সবগুলা ফ্রি ইউজার হয়েই ডাউনলোড করেছি।

      জবাব দিন
        • সিস্টেমটায় একটু পেইন আছে কিন্তু কাজ করে নির্ঘাত।

          ধরেন, ফ্রি ইউজার হিসেবে ঢুকে দেখলেন "Your Ip 203.208.189.83 is already downloading a file..." তখন আগে নেট ডিসকানেক্ট করে Start>Run এ গিয়ে cmd লিখে এন্টার দিন।
          এবার নিচের কোডগুলো লিখে এন্টার দিন,
          ipconfig /flushdns
          ipconfig /release
          ipconfig /renew
          আপনার ডিএনএস লগ মুছে যাবে।
          ১০ সেকেন্ডের মত অপেক্ষা করে আবার কানেক্ট করে ফ্রি ইউজার হিসেবে ঢুকুন। আইপি চেঞ্জ হয়ে গেলে লাইন এবারে পাবার কথা। যদি আবারো একই "Your Ip 10.128.49.3 is already downloading a file..." এই মুলা দেখায় তাহলে আবার ডিসকানেক্ট করে উপরের প্রসেস ফলো করুন। একবার না একবার লাইন পাবেন ই।

          আমার জানামতে জিপি ১৬টা পাবলিক আইপি ব্যবহার করে (রবিন ভাই ভাল বলতে পারবেন)। সুতরাং আপনার কপাল যদি সবচেয়ে খারাপ হয়, তাহলে আপনাকে ১৬ বার চেষ্টা করতে হবে।

          আর ওয়েটিং টাইম বাইপাস করতে হলে অ্যাড্রেসবারে javascript:alert(c=0)
          লিখে এন্টার দিন।

          আর যেকোন ডাউনলোড রিসিউম করতে চাইলে আপনাকে ডাউনলোড টিকেট পেতে হবে আবারো। সেজন্য কষ্ট করে এই পোস্টটা পড়ুন, বুঝতে পারবেন।

          জবাব দিন
      • আন্দালিব (৯৬-০২)

        কে এত ঝামেলা করে!
        ১. টরেন্ট জিন্দাবাদ!!
        ২. ফাইলনেস্ট-ডট-কম-এ অনেকগুলা অল্টার্নেট লিঙ্ক থাকে। যেমন- ফাইলফ্যাক্টরি, নেটলোড, মেগা-আপলোড, আপলোডেড-টু এইসব। আমি ৩৫০মে.বা. নামানোর জন্যে চারটা সাইটের চারটা ফাইল দিয়ে দেই একবারে। নেমে গেলে এক্সট্রাক্ট করে দেখি।

        এই মুহূর্তে যেসব সিরিজ দেখতেছি:
        ১.হাউজ এম.ডি.
        ২. দ্য বিগ ব্যাং থিওরী
        ৩. হাউ আই মেট ইয়োর মাদার
        ৪. চাক
        ৫. গ্যারী আনম্যারিড
        ৬. ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স
        ৭. হিরোজ
        ৮. প্রিজন ব্রেক
        ৯. স্মলভীল
        ১০. বোস্টন লীগাল

        ;;; ;;;

        জবাব দিন
    • আন্দালিব ভাই, পুরান একটা টরেন্টে সিডার পাইতেছি না কি করি বলেন তো?
      x( ~x( , সিডার বাড়ানোর কি কোন সিস্টেম আছে? জানলে একটু আওয়াজ দিয়েন বস।

      আজ থেকে প্রায় দেড় বছর ধরে একটা ফাইল নামাইতেছি টরেন্ট থেকে, সিডার মাত্র দুইটা। ৪.৫ জিবি এর ২৭% হইছে। থার্ড ইয়ারের শুরুতে ডাউনলোড দিছিলাম ওইটা।

      জবাব দিন
    • জুলহাস (৮৮-৯৪)

      আমি ঢাকাতে আছি...কয়েকদিনের জন্যে...
      প্রিজন ব্রেক সবগুলা সিজন মিলিয়ে কত গিগা???
      কয়টা ডিভিডি লাগবে??
      ডিভিডি আকারে করে দিতে পারবে??
      ২৪-টাও কি আছে? ওইটাও কি দেয়া সম্ভব??
      সবগুলির জন্যে কতগুলি ডিভিডি লাগবে??
      অন টপিকঃ ডিভিডি প্লেয়ার-এ দেখা যাবে তো??? নাহলে তোমার ভাবীকে অইটা দেখা শিখাবো কি করে (ওরে, আমার দেখার সুযোগ পেতে হলে ...ওর দেখা শেখাটা তো অতীব জরুরী) !!!
      তুহিন-"কুচ্ছিত হাঁসের ছানা (১৯৯৯-২০০৫)" এর কাছ থেকে পিসি-তে দেখার মতটা পাবো ।

      অফ টপিকঃ মনে কর...আমার বাসায় :just: বেড়াতে আসলে...তারপর সবগুলি ডিভিডি (প্রিজন ব্রেক + ২৪ + অন্য কোনটা যদি তোমার স্পেশাল চয়েস-এর থাকে) গিফট করলে...খাওয়া-দাওয়া করলে...তারপর... :just: আড্ডা হলো...শেষে :just: চলে গেলে...(চামে টাকার ব্যাপারটা :just: চেপে গেলাম!!)


      Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।