যানবাহনের মধ্যে রিক্সার কোন তুলনা নাই। বেনিয়ারা (সাদা চামড়া) যতই বলুক, ‘ও মাই গড, দ্যাট ইজ সো ইনহিউম্যান!!!’- রিক্সায় উঠে আয়েস করে সিগারেটে টান দিতে দিতে চলার সময় নিজেরে কেমন লর্ড লর্ড লাগে…আশপাশের দৃশ্য দেখতে দেখতে চলার জন্য রিক্সা এক কথায় অপ্রতিদ্বন্দী…
ঝড়-বৃষ্টি হলে অবশ্য একটু ঝামেলা পোহাতে হয়, তারপরও রিক্সা ইজ দি বেস্ট! রিক্সায় করে চলার পথে অনেক মজার মজার ঘটনাও ঘটে…আজকে দুইটা ঘটনা সবার সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে।
ঘটনা একঃ একবার আমি আর আমার এক বন্ধু কোথায় যেন যাব, দূরত্ব কম হবার কারনে ঠিক করলাম রিক্সাই ভাল হবে। এক রিক্সাওয়ালাকে ডাকলাম,
-এই ভাই,যাবে?
-কই যাবেন?
-এই তো…
-কয়জন?
-তিন জন।
-আপনারা তো দুইজন, আরেকজন কই?
-কেন্, তুমি যাবা না????
ঘটনা দুইঃ (এই ঘটনাটা বেশ কমন। তাও দিলাম, নাইলে পোস্টটা অনেক ছোট হয়ে যায়… 😀 )
আবার আমি এবং আমার এক বন্ধু। আবার রিক্সা ডাকলাম…
-অমুক খানে কত নেবে?
-৩০ টাকা।
-১২ টাকার ভাড়া, ৩০ টাকা???
এই পর্যায়ে আমি আমার বন্ধুকে,
-তুই হলুদ রিক্সা ডাকছোস্ কেন? কালো একটা ডাক!
রিক্সাওয়ালা প্রশ্নপূর্ণ দৃষ্টিতে তাকানোয় ব্যাখ্যা করলাম,
-ভাই, তোমার রিক্সায় তো মনে হয় এসি আছে…আমরা এসি ছাড়া রিক্সায় যাব!!!
😀 :clap:
ভালো ছিল :clap: ।
Life is Mad.
:gulli: :)) :gulli: :))
জটিল... :clap:
রিক্সা আমারো খুব প্রিয় বাহন...। 🙂
🙂
www.tareqnurulhasan.com
নাম ভালো হইছে, সিরিজ করি ফেল।
রিক্সা :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
হাহাহাহা... :)) :))
খুব ভালো হইসে!
এইরকম লেখা মাঝে মধ্যেই ছাইড়ো।
:gulli: :gulli: :gulli:
আমার এক কাডেট বন্ধু কক্সবাজারে আমার সাথে রিক্সায় ওঠার সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে সে ঢাকাতে কক্সবাজার থেকে রিক্সা আমদানি করবে। কারন ওখানের রিক্সায় একজন উঠলে আর একজনের জন্য জায়গা থাকেনা বললেই চলে।
তারপর ও তার gf কে নিয়ে সেই রিক্সায় করে ঘুরবে। :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রিক্সা তো এখন ডেটিং করার জন্যও ভাল...(পরের অভিজ্ঞতা থেকে বললাম!)
মাঝে মাঝে এমনও দেখি যাতে ঈমান নিয়ে টানাটানি পড়ে যায়... :bash:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
অনেকদিন রিকশায় চড়ি না । সেদিন এখানে একটা রিকশা দেখলাম, পুরা বিএমডবলু টাইপের ব্যাটারী চালিত রিকশা, ট্যুরিস্ট রা হেভি খাইতেছে ।
রিকশা নাকি মোবাইল ডেটিং স্পট ??? 🙁
তয় জাহাই হউক আমি রিসকা জিন্দাবাদ। :shy:
কত্তদিন রিক্সায় উঠিনা 🙁
সামারে টরন্টো আসেন, আমি রিকশায় চড়ামু। 😀 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ক্যান তুই না সামারে আইতাসোস এইহানে? তুই রিক্সা নিয়া চইলা আয় :grr: